মাত্র একটি এসএমএস দিয়ে স্ট্যাটাস আপডেট করুন ফেসবুক , Myspace, টুইটারসহ সকল সোসিয়াল নেটওয়ার্কিং সাইটে

বাংঙ্গালী এখন পুরো ফেসবুক পাগল । আমার মত টুইটার পাগল ও আছে কিন্তু একটু কম । যাই হোক, প্রত্যেকটি সাইটে যেয়ে স্ট্যাটাস আপডেট করা বিরক্তকর এক ব্যাপার । তাছাড়া ফেসবুক ,  টুইটার বা ফ্রেন্ডফিড কোনটাই এখনও বাংলাদেশে এসএমএস সাপোর্ট করে না ! এইসব ঝামেলা একতুড়িতে উড়িয়ে দিবে ping.fm ।

ping.fm থেকে ফেসবুক , টুইটার , ফ্রেন্ডফিড , Myspace এর মত প্রায় সব সাইটে এক ক্লিকে একই স্থান থেকে স্ট্যাটাস পাঠানো যায় । তাছাড়া এর লিষ্টে আরো আছে WordPress.com , Flickr , Linkedin এর মত সাইটগুলো ! এর বিশেষ সুবিধা হল এটি পৃথিবীর যেকোন প্রান্তের এসএমএস সুবিধা সাপোর্ট করে ! অর্থাৎ এবার একটি এসএমএস দ্বারা সব সাইটে স্ট্যাটাস আপডেটের সুবিধা পাচ্ছেন !

কিভাবে করবেন ?

1. প্রথমে ping.fm এবং নতুন Account খুলুন ।

2. এবার ping.fm দ্বারা ব্যবহার করা যায় এমন একটি লিষ্ট পাবেন ।

3. অন্য সাইটের একাউন্ট যোগ করতে তার পাশের "Add Network" এ ক্লিক করুন । Twitter , Frienfeed or Facebook account যোগ করার পূর্বে সেসব সাইটে লগইন করে নিলে ভাল হয় ।

4. একাউন্টযোগ করা হয়ে গেলে "Dashboard" বাটান চাপুন ।

5. Dashboard থেকে "SMS / Text Messaging" তে ক্লিক করুন ।

6. এবার "Not in the US or Canada? Click here!" চাপুন ।

7. নতুন পেজ থেকে "click this link" তে ক্লিক করুন ।

8. এবার একটি কোড দেখতে পাবেন । এবার কোডটি SMS করুন +447786208201 । উদাহরন স্বরুপ: Type 1234 এবং পাঠিয়ে দিন +447786208201 তে ।

সব ঠিক থাকলে এবার এসএমএস এর মাধ্যমে স্ট্যাটাস আপডেট করতে পারবেন । নম্বর ঠিক আছে কিনা চেক করতে পারেন http://ping.fm/sms/intl/ , তে যেয়ে ।
স্ট্যাটাস আপডেট করতে, Type করুন আপনার স্ট্যাটাসটি এবং পাঠিয়ে দিন +447786208201 তে.

*ping.fm একটি থার্ড পার্টি এ্যাপ । নিজ দায়িত্বে রেজিস্ট্রেশন করুন ।

কৃতজ্ঞতা : টেককাইট ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks valo ekta tune er jonno..
http://free-ngage-downloads.blogspot.com