আপনার চোখের চেয়ে বেশী দেখে আপনার NOKIA মোবাইল!

আজ আমার হাতে সময় অনেক কম কিন্তু ভাবলাম এক্তু লিখি । তাই লিখতে বসা ।

আমি আজ কোন Image দেবনা কারন Image দেয়ার অবস্তা আমার নেই ।

যাক শুরু করি ।

যা যা লাগবে

  • ১ । একটি মোবাইল
  • ২  । একটি রেমোট কন্ট্রোল ( TV/AC/FAN যে কনটার হতে পারে )

এখন কাজে  আসা যাক

প্রথমে আপনি আপনার রিমোট এর উপরের দিকে দেখেন একটা লাইটের মত কি জেন আছে । এখন যে কোন বোতাম চাপেন ........................

কি , ...............কিছু দেখলেন ?

না , কিছুই দেখবেন না ।

কিন্তু আপনি এখন আপনার মোবাইল এর কেমেরা অন করে ঐ কেমেরার নিচে একিভাবে যে কোন বোতাম চেপে ধরে দেখেন আলো জলছে।

আশা অরি মজা পেলেন ।আমার অন্যান্য পোস্টও অনেক মজার............... না নিজের বলে বলছি না । নিজে একটু  দেখে আসেন

আমি FACEBOOK -এ আছি

Level New

আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I don't have anything extra ordinary to share with you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

bohut agge theke jani…. by the way thanx.

Level 0

ভাই আপনের এই ফালতু টিউন না করলেই ভালো করতেন।

    @nanyan: আমাকে লজ্জা দিচ্ছেন ?
    হায়রে মানুশ আমি যে কত কস্ত করে লিখলাম তার তো দাম আপনি দিলেন না ?

আপনি যদি একটু টাইম নিয়ে ভালোভাবে স্ক্রিনশট দিয়ে লিখতেন তাহলে ভালো হতো। বাই দ্য ওয়ে, থ্যাংকস 🙂

Level 0

@Rizwan, একমত যে টিউন করতে কষ্ট করতে হয়, তবে টিউন গুলো যদি মানসম্মত হয় তবে সেগুলো প্রশংসার দাবিদার। টিউন করার জন্য ধন্যবাদ, তবে Nokia Phone যে চোখ থেকে বেশি দেখে ব্যাপার টা তা নয়। আমাদের চোখ Infrared সংবেদী নয়, ফোন এর camera Infrared sensitive. মানুষের চোখের সাথে তুলনা করতে হলে আর ও কিছু তুলনা করতে হবে, যেমন Focal length, angle of view, low light sensitivity…. যেগুলো মানুষের চোখের অনেক বেশি। জানেন হয়ত, মানুষের চোখ ৫২MP এর সমতুল্য

    @turjo: আপনার এই তত্ত গুলোর জন্য ধন্যবাদ

    @turjo: bro আমি জানতাম যে আলোর তরঙ্গ দৈরগের জন্য এমন হয় ………।

Level 0

হম। ভাল যে আপনি অনেক বিষয় নিয়ে ঘাটাঘাটি করেন। আর যে যাই বলুক, I appreciate it.. 🙂

manusher chukh 52mp noy, amader chukh 570mp er soman..

Level 0

ভাই এটা সবাই জানে এটা পোস্ট করার মত কিছু হল ?

    @mr murad: ভাই আপনে যে একটা ……….. তা কি আপনি জানেন? পোষ্ট করার মত যদি কিছু নাই হয় তাহলে পড়লেন কেন। যত্ত সব রা…………………..।

ফালতু টিউন

Level 2

টিউন করার চাইতে পড়াটা উত্তম হবে। ধন্যবাদ

    @mdjasim505: জী ভাই ভাল বলেছেন। যেমন কেউ কেউ শুধু মানুষেরটা খাইতেই পছন্দ করে, কাউকে খাওয়াইতে পছন্দ করে না।

ভাই এই টিউনটা কষ্ট করে দেবার প্রয়োজনীয়তা অনুভব করছি না।শুধু শুধু “ফালতু টিউন” এই কথাটা শুনতে হচ্ছে আপনাকে।

    @Iron maiden: তার টিউটি করা যত অপ্রয়োজনীয় মনে করছেন, তার চেয়েও বেশি অপ্রয়োজনীয় ছিল আপনার এই ফালতু কমেন্ট করা এবং টিউনটি পড়া।

আপনি যদি ব্যাখ্যা করতেন কেন এটা হয় তাহলে এটাকে কাউন্ট করা যেত।
না জানলে জেনে নিন >
http://wiki.answers.com/Q/Why_can%27t_the_human_eye_see_infrared_light
http://photonotes.org/articles/ir-myths/

Level 0

jana noe jonno dhonnobad

Shobaike dhonnobad ja galagali korechen tader keo jara totto diesen tader keo

Level 0

bhi aita ager thakai jantam……tobe apni jekonokichu aktu onno-dristite dekhen ….tai valo laglo……tnx fr ur tune……….

Level 0

chaliye jan bro……..

vai post koren but aktu vebe korben

Level 0

age jana chilo. Tobuo thaks

কাজের ব্যস্ততার জন্য অনেক টিউন ঠিক মত পড়তে পারিনা। কোন ফাঁকে যে আপনি এত সুন্দর সুন্দর টিউনগুলি করে ফেললেন! যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ টিউন করার জন্য। এবং ভাল টিউন করার জন্য।
যে কমেন্ট গুলি আপনাকে কষ্ট দেয় তা প্রমাণ করে যে আমরা কত স্বার্থপর হয়ে গেছি, আমাদের নৈতিকতার কত অবক্ষয় হয়েছে। আমার যেটা ভাল না লাগে তা আরেকজনের ভাল লাগতেই পারে বা আমার যা দরকার নেই তা অন্য আরেক জনের দরকার হতেও পারে তা আমরা ভূলে যাই। কারন এখন আমরা শুধুই আমার নিজেকে নিয়েই চিন্ত করি।

বছর দুই আগের … এই সবার টিউমেন্ট দেখলাম…!! টিউমেন্ট না করেও পারলাম না… এনারা নাকি সবাই… জানেন !! কিন্তু বছ্র দুই পুরোনো এই পোস্টটি আমায় নতুন কিছু শেখালো… Nothing is Meaningless

আপনি প্রচেষ্টা করেছেন সবার ভালো লাগেনি, আশা করি পরবর্তী পোস্টে সবার প্রশংসা পাবেন। আশায় রইলাম