খুব সহজেই আপনার পিসির Screen Lock করুন। (ছোট্ট ট্রিকস,যা অবশ্যই আপনার কাজে লাগবে)

আসসালামু-আলাইকুম,

কেমন আছেন আপনারা? সবার সুস্থতা কামনা করে আজকের টিউন শুরু করছি।

আজকে আমি আপনাদের যেই ট্রিকসটা শেখাব তা অবশ্যই আপনাদের ভাল লাগবে (সবচেয়ে বড় কথা কাজে লাগবে) ।

তো কথা না বাড়িয়ে চলুন শুরু করিঃ

কিভাবে কম্পিউটারের স্ক্রীন লক করবেন

প্রথম পদ্ধতিঃ

প্রথমে আপনার ডেস্কটপের ওপর Mouse রেখে Right Button ক্লিক করুন।

এবার New এর ওপর Mouse রাখুন, এবার Shortcut-এ ক্লিক করুন।

এবার নতুন একটা Window আসবে। সেখানে নিচের Text-টা লিখুন।

rundll32.exe user32.dll, LockWorkStation
 

এবার Next দিন। আপনার তৈরি নতুন Shortcut-টির একটা নাম দিন (যেমন আমি দিয়েছি Lock My Laptop)

এবার finish করলে আপনার কাজ শেষ। এখন দেখুন ডেস্কটপের ওপর ঐ Shortcut-টি এসেছে। এখানে ক্লিক করলেই আপনার কম্পিউটার লক হয়ে যাবে।

লক খুলতে আপনার অ্যাকাউন্টে ক্লিক করুন।

দ্বিতীয় পদ্ধতিঃ

এটা খুবই সহজ। কী-বোর্ডের Windows Key+L প্রেস করুন। আপনার পিসি লক হয়ে যাবে।

বিঃদ্রঃ কম্পিউটার লক করা থাকলেও কাজ চলতে থাকবে।

 

ট্রিকসটা কাজে লাগলেই আমার এই টিউন করা সার্থক। আপনাদের ভালবাসা ও একটা ভাল কমেন্টের অপেক্ষায় রইলাম......

 

Level 0

আমি মল্লিক গালিব শাহরিয়ার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 103 টি টিউন ও 1801 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মল্লিক গালিব শাহরিয়ার, কম্পিউটার-প্রকৌশল বিভাগ, আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দ্বিতীয় পদ্ধতিটা সহজ, কিন্তু প্রথমটা এক কথায় ফাটাফাটি…

    @Philosopher: অসংখ্য ধন্যবাদ ভাল একটা কমেন্ট করার জন্য।

Level 0

thanks

Level 0

ধন্যবাদ……….

good…but dont post Windows 8

Level 0

good