ওয়ার্ডপ্রেস ও ব্লগার ব্লগে যুক্ত করুন Google Buzz এর Buzz it বাটান !

গুগল বাজ এসেই অনেক হইচই ফেলে দিয়েছে । wava এর ফ্লপ খাওয়ার পর গুগল মনে হয় নিজেও ভাবেনি যে গ্রাহকরা Buzz এত দ্রুত গ্রহন করবে । যাইহোক , আপনি চাইলে সহজেই আপনার ব্লগে Buzz it বাটানযুক্ত করতে পারবেন ।

Blogger এর জন্য:

Blogger ব্যবহারকারীরা প্রথমে Blogger এ লগ ইন করে Layout থেকে Edit Html এ যান । এবার "Expand Widget Templates" এর পাশে টিক চিহ্ন দিন । নতুন পেজ আসলে তাতে <data:post.body/> খুজে বের করে এর ঠিক উপরে নিচের কোডটি বসিয়ে দিন ।

<div class='post-body entry-content'><div style='float:left;padding:0px;'><a expr:href='&quot;http://www.google.com/reader/link?url=&quot; + data:post.url + &quot;&amp;title=&quot; + data:post.title' target='_blank' title='Buzz this'><img alt='Buzz this' border='0' class='icon-action' src='http://lh6.ggpht.com/_aQ9isAh6Od0/S3Qrot-P2VI/AAAAAAAACbE/2DbNV1dp9tw/google-buzz.png'/></a></div>

WordPress Self hosted এর জন্য:

WP এর মজা হচ্ছে এতে সব কিছুতেই কষ্ট কম লাগে । WordPress এর জন্য নামিয়ে নিন এই প্লাগইনটি । তবে আমার হয় কিছু থীমে এটা সমস্যা করতে পারে । প্লাগইনটির ব্যাপারে আরো জানতে চাইলে এর নির্মাতার ব্লগটি দেখতে পারেন । আর WordPress.com ব্যবহারকারীদের কিছুদিন অপেক্ষা করতে হবে ।

এই পদ্ধতিগুলোতে Google reader এর মাধ্যমে পোষ্ট হচ্ছে তাই Buzz এ যাদের Reader বন্ধ করা তাদের ক্ষেত্রে এগুলো কাজ করার কথা না ।

তথ্য সূত্র:

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজের জিনিস বলে মনে হচ্ছে ……..

উপকারী কোডিং. ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ

Level 0

ভাই আমাকে একটু সাহায্য করূন। আমি কোন পোস্ট করতে পারি না। তাই আপনার সহযোগিতা কামনা। করছি। আমি অনেক আগে টেকটিউনে কার মডেমের কত স্পিড। তা দেখে ছিলাম কিন্তু তা খুজে বেড় করতে পারছি না। কীভাবে বেড় করতে হয় একটি বলবেন। আর আপনার জানামতে কোন মডেমের বেশি স্পিড। কারণ আমি একটি মডেম কিনবো। আমার ঠিকানা- [email protected]

ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা প্লাগিন এ গিয়ে WP-BUZZ লিখে সার্চ করতে পারেন। এখানে অনেক গুগল বাজের অপশন পাবেন।