যেভাবে ডোমেইন রেজিস্ট্রেশন করতে হয়!

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার WHM টিউটোরিয়াল লেখার সময় অনেকে জানতে চেয়েছেন কিভাবে ডোমেইন কিনতে হয় সে প্রক্রিয়াটা। তাই আজকে লিখতে বসলাম ডোমেইন কেনার সিস্টেমটা।
প্রথমত একটা ডোমেইন নেম নির্ধারণ করে নিতে হবে। এবার নির্দিষ্ট ডোমেইন কেনার সাইটে গিয়ে চেক করে দেখতে হবে সাইটটি আদৌ খালি আছে কিনা।
namecheap.com, godaddy.com,  domain.com আরও অনেক সাইট আছে যারা ডোমেইন বিক্রি করে।
এখানে আমি নেম চিপ এ ডোমেইন রেজিস্ট্রেশন প্রসেস দেখাচ্ছি প্রথমে-
https://www.namecheap.com এ গিয়ে একটা একাউন্ট করে নেন।

যে সকল ফিলড অবশ্যই পূরণ করতে হবে তা পূরণ করে নেন।  এবার Register a domain এ গিয়ে ডোমেইন সার্চ করতে হবে।

search box
নিচের মত (ছবিতে লাল করে দেয়া বাক্স) সার্চ বক্সে ডোমেইন নেমটি লিখে পাশের .com,.net ইত্যাদি ডোমেইন এক্সটেনশন দিতে হবে। এরপর সার্চ বাটনে ক্লিক করতে হবে।

domain 2
এরপর ডোমেইন্টী খালি থাকলে সেটি avaiable দেখাবে টা না  হলে not avaiable দেখাবে। যেহেতু আমার সার্চ করা ডোমেইনটা খালি তাই add to cart বাটনে ক্লিক করব। তারপর যে পেজ আসবে সেখানে কূপনের বক্স থাকবে।

step2

এই কুপন কোডটা সঠিক প্রদান করতে পারলে ডোমেইনের দাম একটু কমানো যায়।
যেমন দেখুন কূপন কোড দেয়ার পর দাম একটু কমেছে (ছবিতে)

after coupon
এখন কিভাবে সে কূপন কোড পেলাম তা নিচে দেখুন-
namecheap couponcode লিখে গুগলে সার্চ দিলাম। সার্চ রেজাল্ট  নিচের মত দেখাবে

coupon search
ওখান থেকে আমি উপরের namecheapcoupons.com সাইটে গিয়ে কূপন কোডটি সংগ্রহ করব। এপ্রিল মাসের কূপন কোড হল TLDSALE। বক্স এ দিয়ে apply বাটনে ক্লিক করতে হবে।

after coupon
এর পরের ধাপে Registrant Contact, Administrative Contact, Technical Contact  আলাদা আলাদা দেওয়া যাবে। save and continue বাটনে ক্লিক করতে হবে।

এরপরের ধাপে পারসনাল ইনফো হাইড করার অপশন আসবে সেখানে চেক দিতে হবে যদি who is guard enable করতে চাই!

whois

একই পেজে নেম সার্ভার দিয়ে দিতে হবে। কাস্টম নেম সার্ভার অপশন সিলেক্ট করে নেম সার্ভার বসাতে হবে।(ছবিতে দেখুন) ।

ns

save and continue বাটনে ক্লিক করতে হবে। পেমেন্ট অপশন আসবে। আপনার যদি ফাণ্ড এ ডলার এড করা থাকে অথবা পেপাল, মাষ্টার কার্ড, ভিসা কার্ড, আমেক্স থাকে তাহলে নিজে নিজে কিনে নিতে পারবেন।

আর যাদের এসব কার্ড নাই বা যাদের কাছে ডলার এর ব্যাপার সেপার ঝামেলা মনে হয় তারা চাইলে দেশের যেকোন ডোমেইন রিসেলার থেকে ডোমেইন কিনতে পারেন। যেভাবে ডোমেইন রিসেলার থেকে ডোমেইন কিনবেন-
এক্ষেত্রে আমি টিউটোহোস্টের একটি রিসেলার সাইটে কিভাবে ডোমেইন অর্ডার বা রেজিস্ট্রেশন করতে হয় তা দেখাব-
প্রথমে http://name.tutohost.com/এ আসলাম-

tutohost1

ডোমেইন নেম দিয়ে সার্চ বাটনে ক্লিক করে দেখতে হবে ডোমেইনটি খালি কিনা। এরপর add to cart বাটনে ক্লিক করতে হবে। আপনি যদি আগে থেকে সাইটে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে login now এ ক্লিক করতে হবে। আর যদি করে না থাকেন তাহলে নিচের new customer form এর সব ইনফো দিতে হবে।

tuto3

সব ইনফো দিয়ে accept বাটনে ক্লিক করতে হবে। এরপর যে পেজ আসবে no thanks, procced to continue বাটনে  ক্লিক করতে হবে।

no thanks
প্রাইভেসি হাইড করে রাখতে চাইলে enable privacy protection এর চেকবক্স এ চেক দিতে হবে।

enable privacy protection

তারপর continue বাটনে ক্লিক করতে হবে।এরপর পেজে পেমেন্ট প্রসেস আসবে সেখানের সবুজ proceed to payment এ ক্লিক করতে হবে।

proceed to payment

final

এরপর আপনি চাইলে পেপালে ডোমেইন এর মূল্য পরিশোধ করতে পারেন অথবা টিউটোহস্টের বিলিং ডিপার্টমেন্টে যোগাযোগ করে পে করে নিতে পারবেন। সেক্ষেত্রে ডলার না দিয়ে টাকাই ও পে করা যাবে।

আশা করি যারা ডোমেইন কিভাবে কিনতে হয় জানেন না তাদের উপকারে আসবে। আল্লাহ হাফেজ।

পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন

প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউনটির জন্য অনেক ধন্যবাদ। ভাই, আমি কিভাবে বুজবো যে আমাকে আমার ডোমেইন এর ফুল কন্ট্রোল দিয়েছে কিনা, বা ডোমেইন এর কন্ট্রোল প্যেনেল এর ইন্টারফেস দেকতে কেমন হয় একটু জানাবেন প্লিজ।

1.16$ এ ডোমেন কিনতে পারবেন: http://www.namecheap.com/promos/exclusive-pr0m0-0-98-domain-kdfyk.aspx

শুধুমাত্র একবার ব্যবহার করতে পারবেন। Go to the link. Click on the ‘GENERATE CODE’ button. Use the code when paying. (I have no profit in it & sorry for english 🙂