বাড়িয়ে নিন আপনার গ্রাফিক্স কার্ডের কর্মদক্ষতা।

আজ আমি আপনাদের নিয়ে একসাথে গ্রাফিক্স কার্ড নিয়ে বসবো। থাকবেন তো আমার সাথে? যাহোক, আমি এখন আপনাদের দেখাবো কিভাবে গ্রাফিক্স কার্ড থেকে তার পূর্ন কর্মক্ষমতা আদায় করে নেওয়া যায়। কথা বাড়িয়ে কোনো লাভ নাই। চলেন শুরু করি। তবে একটা সতর্কবানী। এইটা করতে যাইয়া যদি কারো কার্ডের কোনো রকম ক্ষতি হয় তাহলে তার দায় ভার তারই হবে।

১ম ধাপঃ

শুরুতে আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনার কম্পিউটার টা স্থিতিশীল আছে। মানে হলে আপনার কম্পিউটার টা CPU & GPU সমন্বয়ে চলতেছে কিনা তা যাচাই করা। আর এই যাচাই করার জন্য আপনি এই PRIME95  SOFTWARE টি ব্যবহার করতে পারেন। আপনার গ্রাফিক্স কার্ডের সব রকম Driver আপডেট করে নিবেন।

২য় ধাপঃ

এইবার GPUTool নামের সফটওয়্যার টি ডাউনলোড করে নেন এবং ইন্সটল করে ফেলেন। এরপর MSIAFTERBURNER নামের সফটওয়্যার টিও আপনাকে ডাউনলোড করতে হবে। এই সফটওয়্যারটি যেখানে ইন্সটল করেছেন সেখান থেকে "MSIAfterburner.cfg" নামক ফাইল টি Wordpad দিয়ে ওপেন করেন। নিচের এই কোডটি খুজে বের করেন।

UnofficialOverclockingEULA

UnofficialOverclockingMode

খুজে পেয়ে থাকলে নিচের কোড দিয়ে Replace করে নেন।

UnofficialOverclockingEULA = I confirm that I am aware of unofficial overclocking limitations and fully understand that MSI will not provide me any support on it

UnofficialOverclockingMode = 1

এখন MSIAfterburner টি রান করেন।

৩য় ধাপঃ

Core Clock টা বাড়িয়ে দিন। তবে মনে রাখবেন, একবারেই না বাড়িয়ে আস্তে আস্তে বাড়িয়ে নিবেন। সবচেয়ে ভালো হয় প্রতিবারে ১০MHZ করে বাড়িয়ে নিবেন। এরপর Apply বাটনে চাপ দেন।

৪র্থ ধাপঃ

এখন GPUTool Software টি রান করেন। 'Test for Stability' বাটনে চাপ দেন। নিচের ছবির মত পেজ আসবে। ১মিনিট অপেক্ষা করেন।

GPU Temperature ৮৫-১০০ এর মাঝে রাখবেন।

৫ম ধাপঃ

৩য় এবং ৪র্থ ধাপ পুনরায় করেন। আবার ১০MHZ করে Core Clock বাড়ান। এইসময় GPUTool  কিছু হলুদ রঙের ফোটা দেখতে পাবেন।

৬ষ্ঠ ধাপঃ

বার বার ১০MHZ  করে বাড়িয়ে আপনার গ্রাফিক্স কার্ডের জন্য উপযুক্ত সর্বোচ্চ Core Clock খুজে বের করুন।  একই উপায়ে সর্বোচ্চ Core Memory টাও খুজে বের করে নেন। মনে রাখবেন প্রত্যেক বার ২০-৩০ মিনিট আপনার কম্পিউটার ব্যবহার করে দেখবেন যে আপনার কার্ডটির Performance ঊঠানামা করে কিনা। যদি না করে, তাহলে বুঝবেন ঐ টাই আপনার গ্রাফিক্স কার্ডের সর্বোচ্চ Performance। যখন আপনি নিশ্চিত হবেন তখন Apply Overclocking বাটনে চাপ দেন।

ইনশাআল্লাহ আপনার গ্রাফিক্স কার্ডের  Overclocking করতে পেরেছেন। এখন Games খেলে দেখেন আগের চেয়ে ভালো  Performance পান কিনা।

বুঝতেছি না। কেন যে ছবি আপলোড হচ্ছে না। পরে আপলোড করে দিব।

ভাল লাগলে জানাবেন আশা করি।

ফেসবুকে আমাকে পেতে চাইলে এখানে  ক্লিক করেন।

আমার ব্লগসাইট থেকে ঘুরতে ভুলবেন না আশা করি।

Level 2

আমি আব্দুল মালেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আপনি কি check করে বলছেন? নাকি এমনে বলছেন? please dont mind

Level 2

চেক করা ভাই। আপনি ও করে দেখতে পারেন।

আমার পি.সি তে এনড্রয়েড চালাতে পারি না কারন gpu support করে না। এটা করলে কি চালাতে পারবো?
pc config: pentium D 3.2 ghz
ram 2 gb.
agp:256mb

Level 2

parben na vai.

Apnake dhonnobad post er jonno..tobe;sobar ei ta kheyal rakhte hobe;eita korle;apnar graphics card er warrenty thakbe na…………
Eita jara gaming graphics card vol kore kenen nae;jmn radeon HD 5450 ddr3 2GB or 1Gb card jara kincen;tara nej risk a korte paren…..
ami radeon HD 5450 series kena ei problem a porce..eita gaming graphics na..Games er jonno DDR5

Othoba;high range er DDR 3 graphics card proyojon…

Ami ekhn radeon hd 6670 DDR5 use kore…tao 1GB matro…Performance valo..r age use kortam;radeon hd 5450ddr3 2GB…

R o jante visit https://www.techtunes.io/hardware/tune-id/184122

amar graphics card ta nosto hoye gelo. Radeon hd6450. prime 95 use korte giye hang kore, then bondhö kore chalu kori, but display ase na, check kore dekhi graphics card nosto hoye gese. Khub kosto pailam.

আমি মনে করি overclocking না করাই ভাল । করলে নয়ন ভাইয়ের অবস্তা হতে পারে । নয়ন ভাইয়ের জন্য দুঃখ লাগলো । সম্ভব হলে ভাল মানের Graphics Card কিনবেন তবুও overclocking করবেন না ।

kicudin ageo laptop ta thik chilo . . . windows 8 dewar por angry bird khelte pari na . . . open gl 2.0 lagbe . . . ata koi pabo . . . plz help . . .

এটাকে বলে Over Clocking।
যারা টিউনটি পড়লেন, এবং প্রয়োগ করতে যাবেন তাদের উদ্দেশেঃ

দয়াকরে Over Clocking করবেন না। এতে আপনার Graphics Card এর Warrenty চলে যাবে এবং Graphics Card তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।

Level 2

Overclocking er aage dekhe nen apnar FAN (Air Circulation)+ Power Supply + Casing ta valo kina. Naile dora khaben. 😉

Overclocking এর জন্য ভাল কুলিং সিস্টেম লাগবে এবং অবশ্যই expert কাউকে দিয়ে করাবেন। নাহলে GPU নষ্ট হয়ে যাবে।