ইন্টারনেট স্পিড নিয়ে পরে রয়েছেন সেই আদিম যুগে? তাহলে আসুন বাড়িয়ে নিন আপনার মডেমের স্পিড। ১০০% Working (মেগা পোষ্ট)।

সম্প্রতি নকিয়া (বাংলাদেশ) লিঃ এ জয়েন করেছি এফআর হিসেবে। সুতরাং পেলাম নকিয়া ই ৬৩ হ্যান্ডসেট এবং গ্রামীনফোনের আনলিমিটেড ইন্টারনেট। পেয়েতো আমি খুশিতে গদগদ। আমাকে আর পায় কে??

-

-

-

-

কিন্তু আশায় গুড়ে বালি! লাইন এত্ত এত্ত এত্ত স্লো! পিসির সাথে কানেক্ট করে ইন্টারনেট চালালে লাইন পাওয়াই যায় না। শুনে অবাক হবেন ১ ঘন্টায় আমি সর্বোচ্চ ইউজ করতে পেরেছি মাত্র ২৮.৬৬ মেগাবাইট। ধ্যাত!

কিন্তু আমি আবার নাছোড়বান্দা। কিছুতো একটা করতেই হবে। গুগল মামুর হেল্প নিলাম। পেয়ে গেলাম জব্বর একটা সফটওয়্যার। User রেটিং 4.5/5। কিন্তু তন্ন তন্ন করে কোথাও ডাউনলোড লিংক পেলাম না। কারন আসল ডেভেলপার সাইটেরই সার্ভার অফ। ভেগেছে কিনা কে জানে? তো, নেক্সট স্টেপ। আমিতো নাছোড়বান্দা! অবশেষে ঘেটে, ঘেমে খুঁজে পেলাম মডেম বুস্টার নামে একটা সফটওয়্যার। ডাউনলোড করলাম ইনষ্টল করলাম। বুষ্ট করলাম। আর যা রেজাল্ট পেলাম? এক কথায় দারুন!

যে সব মডেমে এই বুষ্টের সুবিধা পাবেনঃ-


×গ্রামীন ফোন মডেম

×বাংলালিংক মডেম

×রবি মডেম

×এয়ারটেল মডেম

×সকল চাইনিজ মডেম (ডাটা এজ/সেন্টার/মবিডাটা ইত্যাদি)

×আপনার মোবাইল ফোন (বিল্ট ইন মডেম)

×সকল ওয়াইম্যাক্স মডেম

প্রথমে,

নিচের লিংক থেকে মডেম বুষ্টার ডাউনলোড করুন

(ধন্যবাদ হাসান বস্ কে মিডিয়াফায়ারের লিংকটা দেয়ার জন্য। আগে ছিল 4Shared এর যেটাতে একাউন্ট খোলা লাগতো।)

 

 

Download Modem Booster

দ্বিতীয়ত,

ডাউনলোডের পর সেটআপ দিন। তারপর ওপেন করুন। নিচের মতো ছবি আসবে। সেখানে Start এ ক্লিক করুন।

তৃতীয়ত,

বুস্ট চলার সময় দয়া করে ইন্টারনেটে কোন ধরনের ডাউনলোড কিংবা ব্রাউজিং করবেন না। ওখানে সময় দেখাতে পারে ৫ মিনিট থেকে ২ ঘন্টা। কিন্তু আমার মাত্র ১০ মিনিটেই হয়ে গেছে। এটা নির্ভর করবে আপনার মডেমে পাওয়া (বর্তমান) স্পিডের উপর।

সর্বশেষ,

আপনার মডেমের স্পিড আগের থেকে অ-নে-ক বেড়ে যাবে। অন্তত ঘন্টায় মাত্র 28 মেগাবাইট আর হবে না। কারন আমিতো এটা চালু করার ১৫ মিনিটের মধ্যে অনেক বেশী ইউজ করেছি এবং এখনও করছি।

Level 0

আমি MAK আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Mobil ke modem hishabe use korle ki amra bost pabo

ডাউনলোড করতে পারছিনা ভাই!!!

Mobil ke modem hishabe use korle ki amra bost pabo

ভাই এডমিন কিন্তু আমার দোস্তের বন্ধু কাজ যদি না করে থাহলে আপনাকে ব্যান মারবো।

Level 0

ভাই মাইন্ড করবেন না । আমি মডেম বুস্টার নামিয়ে যা দেখলাম , তা আপনার টিউনের সাথে মিলে না । যা ব্যবহার করতেসেন , তা একটু আপলোড করে দিলে আমাদের জন্য ভাল হত ।

Level 0

এই বুস্টার ব্যবহারের ফলে Net এর port দুবল হয়ে যাওয়ার সম্ভবনা বেশি।যার ফলে পরবর্তীতে নেটে link problem হতে পারে।

আজমির ভাই। আগে আপনার কম্পিউটার এর অপটিমাইজ করে নিতে এডভান্স সিস্টেম কেয়ার চালিয়ে দেখুন। তারপর এই মডেম বুষ্টার ইনষ্টল দিন। আশাকরি ভাল কাজ করবে। যদি কাজই না করতো তাহলে আমার আর খেয়ে দেয়ে কি কাজ যে একটি টিউন দিব? কারন একটা টিউন দিতে যে কি কষ্ট তা যে দেয় সেই জানে। 🙂

Level 2

মডেম বুস্টার স্পীড বাড়াবে মানে এই নয় যে, ISP এর দেয়া স্পীডের লিমিট ক্রস করবে। যেমন আমি ২৫৬কেবি/পিএস স্পীড ব্যবহর করে কিন্তু ১মেবি স্পীড পাবো না। কিছু কিছু দুর্বল মডেম যেগুলোতে হয়তো ISP এর দেয়া স্পীড পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে এটি কাজ করতে পারে। এতে কম স্পীডের ইউজাররা হয়তো কিছুটা মুক্তি পাবে।
আমার মন্তব্য নিয়ে অভিজ্ঞদের মতামত আশা করছি। আর আবুল কালাম আজাদ ভাইকে অবশ্যই ধন্যবাদ সুন্দর সফটওয়ারটি শেয়ার করার জন্য।

Level 0

আমি কোন সফটওয়্যার ছাড়া ঘণ্টায় ৭০ – ৯০(20 – 30 kbps download speed) মেগা ডাউনলোড করি … খারাপ কি ? ভুয়া পোস্ট …

    Level New

    @clinkme:
    apni korleo sobai to r kore na. amon behave korle to kew r post e korbe na

    @ম্যাকসন: অনেক দিন পর আপনার কমেন্ট দেখলাম 😀 এখন কমেন্ট খুব কম করেন! ব্যাপার কি? আশা করি আগের মত টেকটিউনস এর সাথে থাকবেন 🙂 আপনার বেশি বেশি কমেন্ট আশা করছি 😀

Level 0

এটা কিভাবে কাজ করে? জানতে পারলে ভাল লাগতো।

Accha teletalk 3G user keu achen? Speed kemon janale upokkrito hotam. speed naki fluctuate kore?

Level 0

নামাইবারইতো পাইতাছিনা… 😀

Level 0

মন্তব্যটি মুছে দেয়া হয়েছে ! – টেকটিউনস নীতিমালা মেনে টিউমেন্ট করুন !

Level 0

ভাই আমার 3G 512 কচছপ গতিতে চলে । খুব সমস্যায় আছি কোন টিপস দেন

@ Kamrul Cox, You are absolutely right. @ clinkme, ভাই,একটু সংযত হয়ে মন্তব্য করলে সমস্যা কোথায়? যিনি এই পোস্টটা করেছেন, তার তো কিছুটা শ্রম,মেধা ও সময় নষ্ট করে করতে হয়েছে। তাই নয় কি?তার কাছ থেকে সামনে হয়তো আরো ভালো কিছু পেতে পারি।কাউকে নিরুৎসাহিত করা কি ঠিক হবে।এমন ও হতে পারে, আপনার কাছ থেকেও আমরা আরো ভাল একটা কিছু পেতে পারি।ধন্যবাদ।

আমি জানি এখানে অনেক অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন যাদের মাধ্যমে অনেক উপকার হয়ে থাকে, খুব একটা মসিবতে আছি Mozila firefox দিয়ে কোন কিছু প্রিন্ট করতে গেলেই লেখা আসে Mozila Crash Reporter, We’ re Sorry, Firefox had a problem, কোন কিছু প্রিন্ট করতে পারি না, কেউ দয়া করে হেল্প করেন। Firefox পুনরায় সেটাপ দিয়েছি, এক্সপি সেটাপ দিয়েছি তাও কাজ হয় না। একটু সাহায্য করেন কেউ।

মন্তব্যটি মুছে দেয়া হয়েছে ! – টেকটিউনস নীতিমালা মেনে টিউমেন্ট করুন !

Amar Speed 4% Besi Hoyasa.Thanks

Azad kon Region a asen? Apnar TL K?

Vai Ami BARISAL Achi. r Use kori GrameenPhone SIM, Unlimited (Speed Pura Faltu)

Level 0

আমার কাছে মডেম বুস্টার ৭ আছে। প্রাই এক বছর বা তারও আগে ডাউনলোড করেছিলাম। ডাওনলোড করতে প্রচুর কষ্ট হয়েছিল। কিন্তু আপনার মত কাজে লাগাইনি। ইন্সটল দিছিলাম। কি একটা কারণে আবার আনইন্সটল করেছিলাম। চিন্তা করছি আরেকবার চেস্টা করে দেখব। টিউনের জন্য অনেক ধন্যবাদ।

Level 0

account creat korte koy! download korbo na!

Level 0

http://www.mediafire.com/?n4waw9cubuqw2dx আপনারা সবাই এই লিংক থেকে ডাউনলোড করুন। কোন account creat করতে হবে না। তার পরেও আবার Full Version.

Level 0

মন্তব্যটি মুছে দেয়া হয়েছে ! – টেকটিউনস নীতিমালা মেনে টিউমেন্ট করুন !

    @deamon: ভাই আমার কোন বোন নাই। আমি একা(!)
    আর যিনি সামান্য 4shared এ একটা একাউন্ট খোলতে পারে না বা ধ্যৈর্য নাই তার কচু গাছের সাথে গলায় দড়ি দিয়া মাপা উচিত উনি বড় না কচু গাছ বড়! 🙂

    @deamon: এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য টেকটিউনস যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনারের বা ভিজিটরের মন্তব্য অপসারণ/মুছে ফেলা বা সম্পাদনার ক্ষমতা রাখে।

ভাই আগের চেয়ে কিছুটা স্পীড বেড়েছে । ধন্যবাদ আপনাকে ।

পৃথিবীর কোনো সফটওয়্যার এর সাধ্য নেই যে আপনার সার্ভিস প্রোভাইডার এর দেওয়া স্পিড বাড়ানোর!

    @গেমওয়ালা: অপারেটর বলে আপনার লাইনের স্পিড ৫১২ কেবিপিএস। আপনি কি আসলেই ৫১২ কেবিপিএস পান? এই টিউনের উদ্দেশ্যে হচ্ছে আপনি আপনারটা যত বেশী পারেন উদ্ধার করে নিন।

মন্তব্যটি মুছে দেয়া হয়েছে ! – টেকটিউনস নীতিমালা মেনে টিউমেন্ট করুন !

    এক বা একাধিক নীতিমালা ভঙ্গের জন্য টেকটিউনস যে কোনো সময় কোনো আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যে কোনো টিউনারের টিউনার আইডি অপসারণ/বাতিল বা বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার ক্ষমতা রাখে।

Level 3

ভাই এটাতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া আছে কিনা? আর সেটিং করার কোন বিশেষ টিপস আছে কিনা জানালে উপকৃত হইতাম।

PD proxy ki bondho hoe gese? keo ki bolte paren?