বানিয়ে ফেলুন WINDOWS DEFENDER এর Offline Bootable Usb

সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।যাই হোক কাজের কথায় আসি। আজ আমি দেখাবো কিভাবে WINDOWS DEFENDER এর Offline Bootable Usb বানাইতে হয়। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা অনেক সময়ই কম্পিউটারের ভাইরাস এর সম্মুখীন হই। এর থেকে পরিত্রান পাবার জন্যই অনেকে বাজার থেকে Antivirus কিনি আবার অনেকই Free Antivirus ব্যবহার করে থাকি। কিন্তু Microsoft corporation আমাদের জন্য একটা Free Antivirus দিয়েছে যেটা আমরা অনেকেই ব্যবহার করি না। যা হোক অনেক কথা বললাম।

প্রথমে এখান থেকে WINDOWS DEFENDER টি ডাউনলোড করে নেন। ৩২ বিট Operating system ব্যবহার কারীরা ৩২ বিট এবং ৬৪ বিট ব্যবহারকারীরা ৬৪ বিট তা ডাউনলোড করবেন।

ডাউনলোড হয়ে গেলে  সফটওয়ার টি ডাবল ক্লিক করে রান করুন।

WINDOWS DEFENDER এর একটা বক্স আসবে। এখানে NEXT বাটনে ক্লিক করু Bootab

এখন আপনাকে ঠিক করে দিতে হবে আপনি Offline Bootable তা কোথায় করবেন। এখানে আপনি Pendrive/ CD-DVD/ISO সিলেক্ট করে দিতে পারেন। তারপর NEXT বাটনে ক্লিক করুন।

এ পর্যায়ে একটা সতর্ক বার্তা আসবে। এখানে আপনি যদি Pendrive  ব্যবহার করে থাকেন তাহলে Pendrive টি Formet করতে বলবে। এখন NEXT বাটনে চাপ দিন।

এখন যে যে ফাইল গুলো দরকার ইন্টারনেট থেকে তা ডাউনলোড হতে থাকবে। এ সময় আপনার অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ নাই।

এখন FINISHED বাটনে ক্লিক করুন। ব্যস হয়ে গেলো আপনার WINDOWS DEFENDER এর Offline Bootable Usb। এখন যে যে ডিভাইসে ভাইরাস আছে  সে গুলো তে USB টি লাগান আর শেষ করে ফেলুন ভাইরাস এর কাহিনী।

কেমন লাগলো আপনাদের? পারবেন তো এখন বানাইতে? আশা করি পারবেন। ভালো লাগ্লে জানাবেন আশা করি।

আর হ্যা। ভালো লাগলে আমার একটা ব্লগ আছে। ঘুরে আসবেন সময় করে।

আরো যদি বেশী ভালো লাগে তাহলে আমাকে ফেসবুক পাবেন এখানে।

Level 2

আমি আব্দুল মালেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন । ভাল লেগেছে ।

Level 0

আমার জানা মাইক্রোসফটের অ্যান্টিভাইরাস Microsoft Security Essential. Windows Defender শুধু malware ধরে।

download link koi vai?

Level 2

ekhon diyesi update kore disi vai.