প্রয়োজনীয় কিছু কি-বোর্ড শর্টকাট (শিখে রাখুন ১০০% কাজে লাগবে)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমরা যখন চিঠি/দলিল/প্রশ্ন/ ইত্যাদি টাইপ করি তখন লেখাকে বিভিন্ন আকারে মডিফাই করতে হয়, যখন কাজের ঝামেলা হয় তখন বুঝা যায় এই কী-বোর্ডের শর্টকাট কাজের প্রয়োজন । তাই আমি আপনাদের আজ শিখাব কিভাবে লেখাকে বোল্ড/ইটালিক/আন্ডারলাইন/কালার ইত্যাদি কিভাবে শর্টকাট দেওয়া যায় তার নিয়ম,

তাহলে চলুন আমরা কি-বোর্ডের কিছু শর্টকাট কমান্ড শিখে নিয়।
শর্টকাট কমান্ড  গুলো শিখতে নিচের পদ্ধতি ভালো করে অনুসরণ করুন...


Alt+0131= ƒ (টাকা)
Alt+0165= ¥ (ইয়েন)
Alt+0177= ± (যোগবিয়োগ)
Alt+0215= × (গুণ)
Alt+Ctrl+T= ™ (ট্রেডমার্ক)അ
Alt+ Ctrl+R= ® (রেজিষ্টার্ড)
Alt+0163= £ (লীরা)
Alt+0128= € (পাউন্ড)
Alt+0247= ÷ (ভাগ)
Alt+248/0186= º (ফারেনহাইট)
Ctrl + A = সিলেক্ট অল।
Ctrl + B = টেক্সট বোল্ড।
Ctrl + C = কোন কিছু কপি করা।
Ctrl + D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা।
Ctrl + E = সেন্টার এলাইনমেন্ট করা।
Ctrl + F = কোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা।
Ctrl + G = গো টু কমান্ড।
Ctrl + H = রিপ্লেস কমান্ড।
Ctrl + I = টেক্সট ইটালিক।
Ctrl + J = টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা।
Ctrl + K = হাইপারলিংক তৈরী করা।
Ctrl + L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা।
Ctrl + M = ইনভেন্ট দেয়ার জন্য।
Ctrl + N = নতুন কোন ডকুমেন্ট খোলার জন্য।
Ctrl + O = পূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য।
Ctrl + P = ডকুমেন্ট প্রিন্ট।
Ctrl + Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য।
Ctrl + R = টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা।
Ctrl + S = ফাইল সেভ।
Ctrl + T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য।
Ctrl + U = টেক্সট আন্ডারলাইন।
Ctrl + V = টেক্সট পেষ্ট করার জন্য।
Ctrl + W = ফাইল বন্ধ করার জন্য।
Ctrl + X = ডকুমেন্ট থেকে কিছু বাদ করার জন্য।
Ctrl + Y = রিপিট করার জন্য।
Ctrl + Z = আন্ডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা

(বিশেষ করে নতুনদের অনেক উপকারে আসবে এই শটকাট গুলো)

এতক্ষন তো আমরা কি-বোর্ডের কিছুর মজার শর্টকাট কমান্ড শিখলাম এখন আরেকটা মজার কিছু শিখতে হলে এই লিঙ্ক এ ক্লিক করুন এবার আপনার পছন্তমত কিছু লেখা লিখুন আর দেখুন কেমন হয়েছে আপনার লেখাগুলো।

ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না ।
আজ এই পর্যন্ত।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক অনেক ধন্যবাদ, এটাই খুঁজছিলাম,!!! তবে আরো কিছু শর্টকাট যোগ করতে পারতেন, যেমন : altr, shift দিয়ে যেসব শর্টকাট কী রয়েছে,! (ctrl + altr + b দিয়ে বিজয় সিলেক্ট করা যায়)

অনেক ভালো হয়েছে হোছাইন ভাই। আমার কাজে লাগবে। ধন্যবাদ আপনাকে।

Very good…..

Only first 10 were needed for me,because I know other shortcuts.Thanks 😉

ধন্যবাদ ভাই সর্টকাট গুলো আমার কাজে লাগবে

ধন্যবাদ সকল কে মন্তব্যর জন্য

Level 0

@হোছাইন আহম্মদ apni j hare tune korsen ..apnake TT r pokkho theke prize dewa uchit !! keep it up!