অ্যান্টি ভাইরাস, ফায়ারওয়াল, পেনড্রাইভ ভাইরাস, আননেসেসারি ফাইল ক্লিয়ারসহ সব কিছু একসাথে করুন

 উইন্ডোজে কতরকম সফটই না আমরা ব্যবহার করছি বিভিন্ন কাজের জন্য।

আমাদের সাধারণত এইসবের জন্য বিভিন্ন সফট ব্যবহার করতে হয়-

  • ১.  ভাইরাস
  • ২. পেনড্রাইভ ভাইরাস
  • ৩.  জাঙ্ক ফাইল ক্লিয়ার
  • ৪. ডিস্ক ডিফ্র্যাগমেন্ট
  • ৫.  রেজিস্ট্রি ফিক্সআপ

ইত্যাদি ইত্যাদি।

এতসব কাজের জন্য নানা প্রতিষ্ঠানের নানা সফটওয়্যার ব্যবহার করায় পিসি স্লো প্লাস ঝামেলাও হয়।

তাই সিস্টেম মেকানিক ব্যবহার করতে পারেন। এটাতে যা যা করা যাবে, তাতে এক কথায়- পিসির স্বাস্থ্য ভালো থাকবে। শুধু ভালো নয়, বেস্ট বলা যেতে পারে।

system-mechanic.gif

এটার ফিচারগুলো দেখে নেওয়া যাক ( ভার্সন-৮ প্রফেশনাল ) -

  • ১. একটা মাত্র ক্লিক দিয়ে সিস্টেম রিপেয়ার
  • ২. কম্পিউটার যখন আইডল থাকবে, তখন অটোমেটিকালি সিস্টেম মেকানিকের বিভিন্ন ইউটিলিটি রান করা
  • ৩. চমৎকার অ্যান্টিভাইরাস
  • ৪. চমৎকার ফায়ারওয়াল
  • ৫. পিসি টোটাল কেয়ার টুল
  • ৬. পিসি অ্যাক্সিলারেট, রিপেয়ার, ক্লিন আপ, সিকিউরিটি
  • ৭. হার্ডডিস্ক ডিফ্র্যাগমেন্ট
  • ৮. স্টার্টআপ অপটিমাইজেশান
  • ৯. ইন্টারনেট সেটিংস অপটিমাইজেশান
  • ১০. র‌্যাম ডিফ্র্যাগমেন্ট
  • ১১. সিকিউরিটি ভালনারএবিলিটি দূর
  • ১২. ইন্টারনেটের সমস্ত আননেসেসারি ফাইল ক্লিয়ার
  • ১৩. জাঙ্ক ফাইল ক্লিয়ার
  • ১৪. রিমুভ স্পাইওয়্যার
  • ১৫. রিপেয়ার রেজিস্ট্রি প্রবলেমস
  • ১৬. রিপেয়ার ব্রোকেন শর্টকাটস
  • ১৭. রিপেয়ার হার্ড ড্রাইভ প্রবলেমস
  • ১৮. ইন্টারনেট ব্রাউজিং ট্র্যাকস ক্লিযার
  • ১৯. সিকিউরলি ফাইল ডিলিট(যেট ডেটা রিকভারি সফট দিয়েও রিকভার করা যায় না)
  • ২০. ডুপ্লিকেট ফাইল রিমুভ
  • ২১. আনইনস্টল সফটওয়্যার
  • ২২. রিকভার ডিলিটেড ডেটা

এছাড়া আরও অনেক কিছু।

আমি এভিজি৮আনইনস্টল করে দিয়েএইটা ইউজ করছি।

নেট থেকে এই সফটওয়্যারের প্রফেশনাল ভার্সন ডাউনলোড করে নিন

এখান থেকে অ্যাক্টিভেটর পাবেন

অ্যাক্টিভেশান বেশ ঝামেলা, তবে সফটটা চমৎকার!

Level 0

আমি নূরে আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অ্যাক্টিভেটরটা দশবার ডাউনলোডের পর শেষ হয়ে যাবে।
সুতরাঙ, আর কেউ সেটা র‌্যাপিডশেয়ারে আপলোড করে দিন।
অথবা প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে…

Level 0

এটিভেটার এর ফাইল তো রেপিতে নাই।

এক্টিভেটার এর ফাইল তো রেপিতে নাই।

নুরে আলম ভাই আপনার সফটঅয়ারটা খুবই ভালো লেগেছে। কিন্তু এটার এক্টিভেট লিংটা কাজ করছেনা। তাই যদি আমার ইমেইলে লিংটা পাঠিয়ে দেন তাহলে আরো উপকৃত হতাম। আমার email address: [email protected]

কিভাবে এক্টিেভট করবো একটু জানান। আমি একরকম করেছি। কিন্তু সেটা 730 দিনের জন্য এভালুসান হয়েছে। এটাই কি সঠিক পদ্ধতি?

নুরে আলম ভাই আপনার সফটঅয়ারটা খুবই ভালো লেগেছে। কিন্তু এটার এক্টিভেট লিংটা কাজ করছেনা। তাই যদি আমার ইমেইলে লিংটা পাঠিয়ে দেন তাহলে আরো উপকৃত হতাম। আমার email: [email protected]

হ্যা, 730 দিন পর এটার ডিঅ্যাক্টিভেট হবে।
খালিদ সাইফউল্লাহ, নিশান- এর তো হয়েছে, আশা করি আপনিও করতে পারবেন।

Level 0

ভাই Software তো Download করলাম কিন্তু Activator ফাইল তো পাইলাম না।
নতুন করে অন্য কোথাও যেমন eSnips.com বা Mediafire.com এর মত সাইটে আপলোড করে লিংক দিন।
আর না হয় মেইল করে জানিয়ে দিন।
ই-মেইল [email protected]

Demo মোড তো আর ভাল লাগে না।

Pls. give me the activation key

Level 0

নুরে আলম ভাই আপনার সফটঅয়ারটা খুবই ভালো লেগেছে। কিন্তু এটার এক্টিভেট লিংটা কাজ করছেনা।
তাই যদি আমার ইমেইলে লিংটা পাঠিয়ে দেন তাহলে আরো উপকৃত হতাম।

ভাই কিন্তু এটার এক্টিভেট লিংটা কাজ করছেনা। আপনি যে লিংটা দিয়েছেন সেখানে এই ধরনের লেখা দেখায় This file has been removed from the server, because the file has not been accessed in a long time.
(অ্যাক্টিভেটরটা দশবার ডাউনলোডের পর শেষ হয়ে যাবে।
সুতরাঙ, আর কেউ সেটা র‌্যাপিডশেয়ারে আপলোড করে দিন।
অথবা প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে…)
Pls. আবার যদি আপনি আপলোড করে দিতেন .’. অথবা ইমেল করতেন : ইমেল এড: [email protected].

Level 0

নুরে আলম ভাই আপনার Software টা খুবই ভালো লেগেছে। কিন্তু এটার এক্টিভেট লিংটা কাজ করছেনা।
তাই যদি আমার ইমেইলে লিংটা পাঠিয়ে দেন তাহলে আরো উপকৃত হব।
email: [email protected]

ইস্নিপস থেকে ডাউনলোড করুন ক্র্যাকটা।
http://www.esnips.com/nsdoc/b4f5df38-30ba-4d74-a8b3-0bed6c4b0eee/?action=forceDL

Level 0

খুবই সুন্দর ও কাজের টিউন………শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ………

Level 0

নুরে আলম ভাই আমিও একটিভেসন কোড টা পাচ্ছিনা । যদি মেইল করে দিতেন । [email protected]

Level 0

ভাই plz activition code টা সংগ্রহ করে দেন। plz plz plz plz plz plzzzzzzzzzzzzzzzzzzz