মুহুর্তেই বের করে ফেলুন ছবি আসল নাকি নকল ! ১০০% গ্যারান্টি

আচ্ছালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ একটা ট্রিকস নিয়ে টিউন করছি। যেটা আপনারা হয়ত অনেকে জানেন। আমি টেকটিউনসে টিউনটা কেউ করেছে কিনা অনেক খুজেছি কিন্তু পাইনি। তাই ভাবলাম মনে হয় কেউ টিউন করে নাই। তাই আপনাদের সামনে আমি টিউন করতে বসলাম।

টিউনটি হচ্ছে গুগল সার্চ নিয়ে। আমরা অনেক সময় ফেসবুকের বিভিন্ন পেজে বা বিভিন্ন ওয়েবসাইটে এমন এমন ছবি পাই, যেগুলো আমাদেরকে চিন্তার সাগরে ডুবিয়ে দেই। আমরা অনেক সময় ছবিগুলো বাস্তব বলে বিশ্বাস করে ফেলি আবার অনেকে আছে ছবিটিকে মিথ্যা মনে করে ছবির  সোর্চ খোজার চেষ্টা করি। আমি এখন এই বিষয়টা নিয়েই বলব।

কিভাবে আমি গুগল সার্চ থেকে ছবির সোর্চ বের করব তা আমি ধাপে ধাপে স্ক্রিন শট দিয়ে দেখিয়ে দিচ্ছি....

সাধারনত আমরা গুগল সার্চে গেলে এই পেজটায় আসে। এই পেজটার একদম উপরে যে মেনু গুলো আছে যেমন--+You, Search, Image ইত্যাদি। আমরা Image বাটনে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা পেজ আসবে...

এখন সার্চের মধ্যে ডান পাশে একটা ক্যামেরার আইকন আছে ঐখানে ক্লিক করুন। এখানে দুইটা পদ্ধতি আছে...

পদ্ধতি ১.  এক নাম্বার পদ্ধতিটা হল আপনি ছবির URL দিয়ে ইমেজটা সার্চ দিতে হবে... নিচে স্ক্রিনশটের মত..

পদ্ধতি ২. দ্বিতীয় পদ্ধতিটা হল ছবি আপলোড করে সার্চ করা। এটাই হচ্ছে সবচেয়ে ভাল উপায়। এটাও নিচে স্ক্রিনশট দিয়ে দিছি..

আপনি যে ছবিটা আপলোড দিবেন ঐটা কিছুক্ষণ পর আপনাকে সার্চ রেজাল্ট বের করে দিবে। নিচে স্ক্রিনশট দিয়ে দিছি...

এখন আপনি সার্চ রেজাল্টটা পেয়ে যাবেন। এই ছবিটা যে ওয়েবসাইটে থাকুকনা কেন তা আপনাকে সব ওয়েবসাইট ঘুরে বের করে দিবে। টিউনটি যদি তবুও বুঝতে না পারেন তা হলে কমেন্টে জানাবেন।

আমার ওয়েবসাইটে ঘুরে আসার আমন্ত্রণ রইল- ক্লিক

আমার পেজেও একটা লাইক দিতে পারেন--ফেসবুক পেজ

Level 0

আমি সাইফুল্লাহ আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটা অবশ্যই ভালো হয়েছে। চমৎকার ভাবে বুঝানোর জন্য ধনবাদ। কিন্তু, ভাই এই টিউন কখনো মেগা টিউনের আওতায় পড়বে না। আপনি যদি পারেন শিরোনাম থেকে শব্দদুটি বাদ দিয়ে দিন।

আপনার পোষ্টটি পড়ে খুব ভাল লাগলো।[url=www.satbangla.com] স্যাটেলাইট]/url] আমার সাইটটি ঘুরে আসতে পারেন। আপনাকে ধন্যবাদ

ট্রিকসটির জন্য বাঁশের কেল্লা নামক একটি ফেবু পেজ আপনার উপর ক্ষেপতে পারে।

VI KEO JODI PAREN AMAKE BANGLA HD SONG DOWNLOAD KORAR KONO WEB ADDRESS DITEN TAHOLE UPOKAR HOBE… DHONNOBAND

Level 0

http://www.kazirhut.com এ দেখতে পারেন।

VI AMI BANGLA MUSIC VEDIO HD PRINT SONG DOWNLOAD KORTE CHASCHI KINTU APONE JETA DICHE OITA TO SONG DEKHTE PARCHI NA.. JODI PAREN AR KONO VALO WEB LINK NAI?

hmmm ..jodio jantam …tar poro thanks
http://coolfreeapk.blogspot.com/

@খাঁন রোজেন বাঁশের কেল্লার লিঙ্কটা দিবেন কি??????

@খাঁন রোজেন বাঁশের কেল্লার ফেবু লিঙ্কটা দিবেন কি??????

ভাই এতো খুজলেন আর গুগল catagory তে এতা পেলেননা 😛
পূর্বে প্রকাশিত পোস্ট
https://www.techtunes.io/google/tune-id/194149

Level New

amar kase akta google chrome er extension ase jeta diye browser er j kono picture er upor mouse er right button e click kore direct google search kora jay.

লাস্ট ছবিটায় “জাগ্রত জামাত শিবির আতন্কিত আওয়ামী লীগ” ফেসবুক পেজটার নাম দেখে চান্দি গরম হয়ে গেল।

টিউনটির জন্য ধন্যবাদ। এটা আরো সহজে Drag and drop পদ্ধতিতে করা যায়।
যে ছবিটি যাচাই করতে চান সেটিকে drag করে Google Images page এর search box এ drop করুন result পেয়ে যাবেন।