এবার আপনি নিজেই বের করুন আপনার কম্পিউটারের বিট কত (সফটওয়্যার/ইন্টারনেট সংযোগ ছাড়া)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আমাদের অনেক সময় Windows/MotherBoard সফটওয়্যার ইনষ্টল দিতে হলে কম্পিউটার কত বিট তা জানা অতি প্রয়োজন হয়, তখন বুঝা যায় কম্পিউটার কতো বিট এর কদর, তা আপনি এখন আর কোন সফটওয়্যার/ইন্টারনেট সংযোগ ছাড়া অতি সহজেই জানতে পারবেন আপনার কম্পিউটারের বিট কত।

তাহলে নিচের নিয়ম গুলো ভালো করে অনুসরণ করুন।

(১) Windeos Xp জন্য :
প্রথমে Run এ গিয়ে লিখুন msinfo32.exe

তারপর কী-বোর্ড থেকে Enter চাপ দিন, তাহলে নিচের মত “System Information” একটি ডায়ালগ বক্স আসবে। তার মধ্যে System Type item:x86-based PC দেখলে বুঝতে হবে আমাদের পিসি ৩২-বিট এবং x64-based PC দেখালে বুঝতে হবে আমাদের পিসি ৬৪-বিট এর। আমার টা ৩২-বিট লাল চিহ্ন দিকে খেয়াল করুন আপনার টা কি হতে পারে লাল চিহ্ন ঘরে দেখতে পারবেন।

(২) Windeos 7 জন্য :
My Computer এ রাইট বাটনে ক্লিক করে Properties এ ক্লিক করুন।

তারপর System Type এ আমরা পিসি ৩২-বিট না ৬৪-বিট এ ব্যবহার করছি তা জানতে পারব।
আমার টা ৬৪ -বিট লাল চিহ্ন দিকে খেয়াল করুন আপনার টা কি হতে পারে লাল চিহ্ন ঘরে দেখতে পারবেন।

আর যারা Windows Vista ব্যবহার করেন তারা Windows Xp এর পদ্ধতি টা অনুসরণ করলে হবে।
ভাল লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না,আজ এই পর্যন্ত।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাহ!! সুন্দর জিনিস শেখালেন। w-7 এর জন্য জানতাম, xp’র জন্য শিখলাম…

Level 2

Amar PC 64 bit na 32 bit, ta ki kory jaanbo?

আমার পিসি 64 bit .. এই 64 বিট দিয়ে কি বুঝায় ??

বুঝা যাচ্ছে আপনি Windows 7 ব্যবহার করেন, পিসির বিট জানা থাকলে আমাদের নেটের সফটওয়ার যখন ডাউনলোড করি তখন তার পাশে লেখা তাকে আপনি অপারেটিং সিস্টেম বিট অনুযায়ী ডাউনলোড করতে বলে কারন আপনার বিট হল ৬৪ এখন যদি আপনি ৩২ বিটের সফটওয়্যার ডাউনলোড করেন তাহলে আপনার ডাউনলোড করা সফটওয়্যার টা কাজ করতে না পারে । আরো ইত্যাদি কাজে পিসির বিট এর প্রয়োজন হয়। (আমার থেকে অভিজ্ঞ টিউনাররা আরো ভালো জানেন) ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Level 0

Thanks Bro

Thanks…….via…

Xp আগামি বছর বন্ধ হয়ে যাবে আশা করি,সুধু থাকবে 7 আর 8,এগুলোরই জানলেই চলবে।সেই আদ্যিকালের Xp নিয়ে চিন্তার কি দরকার? 😐

Level 0

vai ami jokhon amar pc te 64 bit windows install dey tokhon 64 bit dekhay ar jokhon 32 bit dei tokhon 32 bit ddekhay. tahole amar ques hocche asole koto bit amar pc?