এক্স পি সেটাপ ??? ৪/৫ মিনিটে কমপ্লিট !!!

আমার কথা শুনে কি আপনারা আমাকে পাগল ভাবছেন ?? নিশ্চই ভাবছেন 🙂 বলছেন অসম্ভব ! অসম্ভব !!  অসম্ভব !!! আসলে সম্ভব কিন্তু একটু অন্য ভাবে। এটা কে আপনি ব্যাকআপ রিষ্টোর পদ্ধতি ও বলতে পারেন এই কাজটি করার জন্য আপনার যা প্রয়োজন :- ১. Ghost নামক একটি সফটওয়্যার (693 KB) ২. Boot Disk অথবা Windows 98 এর Bootable Disk মনে হয় এবার অনেকেই বুঝতে পারছেন।

অনেকেই হয়তো জানেন।যারা জানেন না তাদের জন্য

প্রথমে অবশ্য আপনাকে ব্যাকআপ রাখতে হবে আপনার Windows এর ব্যাকআপ রাখার পদ্ধতি :

১. 98 সিডি অথবা Boot Disk দিয়ে বুট করুন

২. যে ড্রাইভে Ghost আছে সেই ড্রাইভে যান (ধরি D ড্রইভে Ghost সফটওয়্যারটি আছে তাহলে যা করতে হবে D ড্রইভে যান)

৩. ghost.exe লিখে এন্টার দিন

৪. ghost ওপেন হবে।

৫. মেনু থেকে LocalàPartitionàTo Image দিন এবং ব্যাকআপ  ফাইল টি যে কোন ড্রাইভে রাখুন।  এবার এক্সপি যদি কখনো দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে নিচের পদ্ধতি অনুসরন করুন 98 এর সিডি দিয়ে বুট করে Ghost ওপেন করুনGhost এর মেনু থেকে LocalàPartitionàFrom Image দিয়ে ব্যাকআপ  ফাইল টি দিয়ে ব্যাকআপ  দিন ব্যাস কাজ শেষ। এবার পিসিটি পুনরায় চালু করুন।

ডাউনলোড

প্রথম প্রকাশিত

Level 0

আমি রুপম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.techvission.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কিচ্ছু বুঝলাম না….

    Level 0

    Bill Gates সাহেব আমি কিন্তু পাইরেটেড উইনডোজ use করি । গোসসা করিবেননা

    Level 0

    Bill Gates সাহেব আমি কিন্তু পাইরেটেড উইনডোজ use করি । গোসসা করিবেননা কিন্তু ।

Level 0

রুপম ভাই, আপনাকে ধন্যবাদ টিউনটির জন্য…

কিন্তু নিচের download link কাজ করে না। লিংকটি সম্ভবত হবে-

http://www.rupom.co.cc/item/link/index.php?file=17&sort=1

আমি কি ঠিক বলেছি?

এই ধরনের টিউন একটু বিস্তারিত করে লিখলে ভাল হয়। এতো সংক্ষেপে লিখলে অনেকের বুঝতে অসুবিধা হতে পারে……
আমি মনে করি, টিউন লেখার সময় সকল শ্রেণীর পাঠকের কথা মাথায় রাখা উচিত।

    আমি বেশি বাংলা লিখতে পারি না ভাই ক্ষমা করবেন।

    Level New

    ঠিক বলছেন ভাই।

টিউ্টোরিয়াল ধরনের টিউনগুলো বিস্তারিত লেখার অনুরোধ রইলো ।

    ভাই আমার পোস্ট সাজাইয়া দেন।

      @রুপম: এতোই সংক্ষিপ্ত টিউন হয়েছে যে এক্সপার্ট ছাড়া আর কেউ বুঝতে পারবেনা, ভবিষ্যতে আরও বিস্তারিত ভাবে বিশ্লেষণ করে টিউন করবেন, ধন্যবাদ।

আনেক কাজের জিনিশ । ট্রাই কারে দেখি ।
ধন্যবাদ ।

ভাল , ধন্যবাদ।
শুধু XP নয় সকল প্রোগ্রাম এমনকি মাদারবোর্ড ড্রাইভার সহ তিন চার মিনিটে ফুল সিস্টামই লোড দেয়া যায়। এতে আপনার ব্রাউজারের একটা বুকমার্কও হারাবেনা। অর্থাৎ C ড্রাইভ যেমন ছিল তাই। সোরুমে এরকম জিনিস ব্যবহার করে। জিনিসটা হল হিরেন বুট সিডি। যেটা মহিমা বলে শেষ করার সাধ্য আমার নেই। হাজার হাজার ঘন্টা সময় ও বাচাবে।

Level New

দেখতে হবে

এটা দিযে শুধু পাটা হাডডিস্কের ব্যাকআপ নেয়া যায়,বর্তমান হাডডিস্ক অর্থাৎ সাটা হাডডিস্কের ব্যাকআপ নেয়া যায় না।এর জন্য Acronix software লাগবে।
http://tech2bd.blogspot.com

    জায় তবে আপডেট ভারসন লাগে

Level 0

িবষয় টা আেগর জানা িছল তার পর ভােলা লাগল।

Level 0

আমি ত পেনড্রাইভ দিয়েই যে কোন পিসিতে এক্সপি দিই কয়েক মিনিটে , সিডির দরকার পড়ে না … যেখানেই যায় আমার কাছে থাকে…

sohel ভাই ব্যাখ্যা করুন কি ভাবে করেন ।

xp টা কিভাবে করব