পিসিতে এন্ড্রয়েড ৪ আইসক্রিম স্যান্ডউইচ (উইথ এক্সট্রা সস!! হাহাহাহা)(কোর ২ ডুয়ো এর নিচে কেউ ট্রাই করবেন না!)

আইসক্রিম স্যান্ডউইচ! জেলি বিন! রিসাইকেল বিন! মিস্টার বিন! ম্যাংগো বার! আর কতো যে আইবো!!

এখন সময় এন্ড্রয়েডের! জাভা মোবাইলের দিন শেষ, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে, “ভালো” মানের এন্ড্রয়েড ফোনের দাম এখনো আকাশ ছোঁয়া। তাই অনেকেই আছেন যারা এখনো এন্ড্রয়েডের স্বাদ নিতে পারেননি। তবে বলে কি আরো ৫ / ৬ বছর অপেক্ষা করতে হবে?? মোটেও না, যদি আপনার পিসি হয়ে থাকে ভালো পারফরমেন্স এর পিসি তাহলে আজই এক্ষুণি মাত্র ২ মিনিটের মাধ্যমে আপনার পিসিতে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইন্সটল করে নিতে পারেন এবং বিভিন্ন এন্ড্রয়েড এপস চালাতে পারবেন।

 

 

যদিও আমার সেটে বহুত কিছু আছে!!! হেহেহেহে:

 

এজন্য আপনার যা যা লাগবে:

 

- ২ গিগাবাইট র‌্যাম সহ কোর ২ ডুয়ো প্রসেসরের পিসি,

- ভার্চুয়াল বক্স সফটওয়্যার এবং

- এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ভার্চুয়াল ইমেজ।

 

যাদের কাছে আগেই ওরাকল ভার্চূয়াল বক্স ইন্সটল করা রয়েছে তারা শুধুমাত্র এন্ড্রয়েড ইমেজটি ডাউনলোড করে নিন, আর যাদের কাছে নেই তাদের দুটোই ডাউনলোড করতে হবে।

 

ভার্চূয়াল বক্স ডাউনলোড (96 মেগা):

https://www.virtualbox.org/wiki/Downloads

এন্ড্রয়েড ৪ আইসক্রিম স্যান্ডউইচ (উইথ এক্সট্রা সস!! হাহাহাহা) ইমেজ (৯০ মেগা):

http://www.vmlite.com/index.php?option=com_content&view=article&id=68:android&catid=17:vmlitenewsrotator

 

ভার্চূয়াল বক্স প্রোগ্রামটি অন্যান্য প্রোগ্রামের মতোই ইন্সটল করুন। এবার এন্ড্রয়েড ইমেজটি ডাউনলোড করুন।

 

১। ইমেজটি রার ফরমেটে ডাউনলোড করে, যেকোনো কমপ্রেস সফটওয়্যার যেমন উইনরার দিয়ে ফাইলটি ডিকমপ্রেস করুন।

২। ফোল্ডারটি ওপেন করুন। এখানে দেখুন নীল রং এর Android-v4.exe আছে। এটায় ক্লিক করুন।

৩। এরপর অটোমেটিক ভার্চূয়াল বক্স চালু হবে এন্ড্রয়েড ইমেজটি নিয়ে। এখানে সবুজ বাটনের Start বাটনে ক্লিক করুন।

৪। স্টাট বাটনে ক্লিক করলে ভার্চূয়াল মেশিনটি চালু হবে এবং নিচের মতো পর্দা আসবে।

এখানে Android Startup from /dev/sda এই অপশনটি নির্বাচন করুন।

 

৫। কিছুক্ষণ অপেক্ষা করুন, এন্ড্রয়েড লোডিং স্ক্রিণ আসবে এবং বুটিং হবে।

৬। এরপর আপনার সামনে এন্ড্রয়েড হোম স্ক্রিণ আসবে লক অবস্থায়।

 

৭। এখন সহজ ভাবে লক বাটনটি ড্রাগ করুন, এন্ড্রয়েড ৪ হোমস্ক্রিণ আপনার সামনে!

 

 

তো হলে গেল! এবার পিসিতেই চালান এন্ড্রয়েডের এপপস!

 

ধন্যবাদ টিউনটি পড়ার জন্য।

 

 

 

 

Level 10

আমি ফাহাদ হোসেন। Supreme Top Tuner, Techtunes, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 661 টি টিউন ও 428 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 149 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যার কেউ নাই তার কম্পিউটার আছে!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

duel core er jonno kicu 1 ta den

1. dule core 2.00 eta diya ki install korte parbo na?

2. Eta diay ki playstore theke apps namate parbo?

ashkori ans pabo……………..

Level 0

ডুয়েল কোর ২.৬০ গিগাহার্জে চলবে ?

Level 0

ভাই আমার টা …lenovo laptop.. INTEL i3 core … 4GB ram …. colbe ki.. ar app nibo kothai dake… plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz.. ans me

Level 0

vai ata ki offline install.. ami windows dahar por .. bar bar use korte parbo to.. friend dar satha share korte parbo… aga 1 ta palam bluestack app player.. ota online install .. install hote hote 2 gonta lage.. windows dile sesh ..abar .. koto bar 100 mb kore daya jai bolen.. 1 bar niya ja.. plzzzzzzzzzzzzz ..janben bai

এটা কি ডুয়েল কোর ৩.০৬ গিগাহার্জে চলবে?

Level 0

এটা ব্যাবহার করার পাশাপাশি কি আমি উইন্ডোজ রাখতে পারবো ? google play থেকে কি আপস ডাউনলোড করতে পারবো ?

Vai it is working.
Please tell me how to connect in internet. I use Banglalion. How to connect it on internet? via android

Level 0

ka ke bollen

Level New

এতো কাহিনী না কইরা যাদের pc confic কম তারা blue stak useকরতে পারেন। http://www.mediafire.com/?42ht588w296ac1s

Level 0

কাহিনী করার দরকার আছে.. আপনার সফটওয়্যার টি আমার কাছে আছে. কিন্তু নতুন অ্যপস নামাতে পারি না… @TUNEBD.

Level 0

আমার ১৯০ ভোগে গেল..রাত জেগে নামালাম .. INSTALL করার সময়.. কচুটা হল.. কতবার বললাম .. কোন ANS নাই… সে ONLINE INSTALL .BLUESTACK APP PLAYER

Level 0

কাজ করছে,কিন্তু app install করব কিভাবে?

Level 0

vai, apps install korbo kivabe? jodi aktu bolen tahole upokrito hotam

ভাই আমারটা dual core 3.00 GHz আর RAM 4GB । আসা করি আমারটায় ভাল ভাবেই চলার কথা , আপনি কি বলেন ?

Level 0

Gamewala vai pc te kon emulator dia PS er game khelen bistarito tune korle khusi hotam…

Failed to open a session for the virtual machine VMLite-Android-v4.0.4.

Implementation of the USB 2.0 controller not found!

Because the USB 2.0 controller state is part of the saved VM state, the VM cannot be started. To fix this problem, either install the ‘Oracle VM VirtualBox Extension Pack’ or disable USB 2.0 support in the VM settings (VERR_NOT_FOUND).

Result Code: E_FAIL (0x80004005)
Component: Console
Interface: IConsole {db7ab4ca-2a3f-4183-9243-c1208da92392}

VAI KAJ KORSE.BUT APP INSTALL KORBO KIVABE?JANALE UPOKRITO HOITAM.

Level 0

ভাই কাজ করতেছেনা

স্টাট বাটনে ক্লিক করলে ভার্চূয়াল মেশিনটি চালু হয়ে এটা দেখায়
Failed to open a session for the virtual machine VMLite-Android-v4.0.4.

Implementation of the USB 2.0 controller not found!

Because the USB 2.0 controller state is part of the saved VM state, the VM cannot be started. To fix this problem, either install the ‘Oracle VM VirtualBox Extension Pack’ or disable USB 2.0 support in the VM settings (VERR_NOT_FOUND).

Result Code: E_FAIL (0×80004005)
Component: Console
Interface: IConsole {db7ab4ca-2a3f-4183-9243-c1208da92392}

ami bluestacks split installer dsi.instal dte onk data consume hoice. Fruit ninja,zombie runway 2ta gm khelte parci.bt nfs most wnted,subway surfers8.7 khelte parini.ekta te ble j game ta authorized na,r subway surfr ta loading hoe asena.eta kno hy,plz er solutn din fahad vai.

Kono solution nai,emulator shudhu nirdishto kisu game pc te khelar jonno,shob dhoroner app emuletor diye pc te cholbena.Ojothai pc ar matha kharap korar dorkar nai.