আপনার কম্পিউটারে ভু ভু শব্দ করে? নিজের বাসায় নিজেই Servicing করুন!

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আজ দেখাব কিভাবে বাসায় আপনার PC সারভিসিং করবেন । অনেক সময় আমরা আমাদের PC তে ভু ভু শব্দ করে । এটা যতটা না বিরক্তি কর তার চেয়ে বেশি ক্ষতিকর । এটা হয় মুলত বেশি দিন PC ইউজ করার কারনে । কিন্তু যদি আপনি কিছু দিন পর পর পরিষ্কার করেন তাইলে এই প্রব্লেমটা হবে না । এখন কথা হলো আপনি সারভিসিং করবেন কিভাবে ?

হা আজ আমি এটাই দেখাব ।

যা যা লাগবে !

একটি হেয়ার ডরায়ার ।

এইটা google থেকে নেয়া ।

আর লাগবে একটা PC .

এখন আসেন কিভাবে কাজ করবেন । প্রথম কাজ হলো পিসি খুলা , এটা সবাই পারেন তাই না ?
এখন ঐ হেয়ার ডরাইয়ার দিয়ে হিট কম দিয়ে কিন্তু বাতাশ বেশি দিয়ে চালু করেন। চালু করে PCতে জাল, ময়লা, ধুলা, বালু এগুলার উপরে বাতাশ করেন দেখবেন ভিতরের সব মাকড়শার জাল, ধুলা, বালি সব দূর । Power Supply এ বেশি করে বাতাস দিবেন যেহেতু এই খানে বেশি ময়লা থাকে । পরে দেখবেন এই আওয়াজটা আর নাই । নিচে আমি ধারাবাহিক ছবি দিলাম । আমার বাসার হেয়ার ডরাইয়ার দিয়ে দেখালাম । কোন ধরনের খতির জন্য আমি দাই নই । আবার বলছি হিট কিন্তু কম দিয়েন ।

.........../--)
........./ .../
......./ ....(__ ____
¦¦.... ..... .((_ i___)
¦¦.... ..... .((_ i___)
¦¦.... ..... .((_ i___)
¦¦---.___((_ i__)

আমার আরও টিউনসঃ

Level New

আমি R!zwan B!n Sula!man। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 348 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I don't have anything extra ordinary to share with you.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বউ যদি দেখে তার হেয়ার ড্রায়ারের আরো কি কি ব্যবহার আবিষ্কার করা হইছে..
খবর আছে !!

good idea . ♥