.3gp, .mp4 ইত্যাদি ফাইল কিভাবে চালু করবেন?

সবাই কেমন আছেন। আশা করি ভাল আছেন। আমার এই টিউনে হয়ত বা সকলে উপকৃত হবেন না। কেননা অনেকেই এই বিষয়টা জানেন। আমি আসলে এই টিউনটা তাদের জন্য করেছি যারা কম্পিউটার ভুবনে নুতুন। আশা করি নুতুনরা উপকৃত হবেন।

আমার এমন অনেক বন্ধু রয়েছে যারা এই বিষয়টি আমাকে জিজ্ঞেস করে তাকে। .3gp ফাইল চলছে না কেন? আবার অনেকে মনে করে কম্পিউটার দিয়ে .3gp ফাইল চালানো সম্ভব না। এই সব কথা শুনে অনেক সময় হাসি পায়। তাই আমাদের টিউনারদেরকে নিয়ে যেন আর কেউ হাসতে না পারে তাই আজকের এই টিউন লেখা। কাজের কথায় আসি।

এখন প্রশ্ন হল কিভাবে এই সব ফাইল চালু করবেন। এর জন্য আপনাকে কোনো .3gp ফাইল চালু করার জন্য যে কোডগুলো দরকার তা দিয়ে দিতে হবে অথবা কোনো সফটওয়্যার ইন্সটল করতে হবে যা এই কাজটি নিজেই করে দিবে। সত্যি্কার অর্থে কম্পিউটারের এই কোডগুলো কী তা বিষয়ে আমার খুব একটা ধারণা নেই তাই আমি সফটওয়্যারের উপরি নির্ভর করে এই ফাইলগুলো দেখে তাকি।

এখন প্রশ্ন হল সফটওয়্যারটা কী? আসলে এই কাজের জন্য অনেক সফটওয়্যারি রয়েছে। তবে আমার মতে Media Player Classic সফটওয়্যারটিই সবচেয়ে ভাল। এবাং আমি নিজেও এই সফটয়্যারটা ব্যবহার করি। তবে এই বিষয়ের জন্য আরো একটি জনপ্রিয় সফটওয়্যার রয়েছে আর সেটি হল Quick Time। আমি দুই সফটওয়্যারের লিংকি দিয়ে দিচ্ছি।

Media Player Classic ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন। আর Quick Time ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন।

আশা করি কম্পিউটার ভুবনে যারা নুতুন তারা এই টিউনের মাধম্যে উপকৃত হয়েছেন। আর যদি ভুল বশত কোনো ত্রুটি হয়ে তাকে তার জন্য দুঃখীত।

উৎস ও বিস্তারিতঃ- http://tfortechnic.blogspot.com

Level 0

আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফাগুন দোস্ত, টিউনটা ভালোই তবে প্রাথমিকদের জন্য।

    হে ঐ টা আমি প্রাথমিকদের জন্যই করেছি।

    খুব ভালো

    হুম। তর fb এ আইডি আছে

    দোস্ত Kmplayer কেমন লাগে? আমার কাছে জোসসসসস

    আমি ভিস্তা তে media player এই দেখী মানে কোডিক সফটওয়্যরটা ইন্সটল করে আর xp তে media player classic এ। kmplayer টা ব্যবহার করি নাই

    Free kmplayer গুগলে সার্চ দিলে পেয়ে যাবা। একবার দেখোইনা মিয়া কেমন লাগে। তখন আর Media Player Classic নিয়ে টিউন করতে ইচ্ছা করবে না। এরকম আরো অনেক জটিল প্লেয়ার আছে যেমন, Gom plzyer, VLC Player, Media player 11 ইত্যাদি।

ভাই একটা অন্য ধারনা গ্রহণ করতে পারেন দেখুন এই ঠিকানায়

    হ্যা ভাইয়া এটা আমি জানি। কিন্তু xp তে আমার জানা মতে এমন কোনো সফটওয়্যার নেই। তাই এই কথাটা আমি বলি নাই।

সুন্দর টিউন। তবে এগুলো থেকে VCL or BS player ভালো কাজ করে। ধন্যবাদ

খুব ভাল হয়েছে চালিয়ে যান হবে ……………….

শেয়ার করার জন্য ধন্যবাদ।