এবার ডেস্কটপ থেকে একসেস করুন পিকাসা একাউন্ট !

G drive, SkyDrive এর ব্যাপারে মোটামুটি সবাই জানি । ডেস্কটপ থেকে Gmail একাউন্ট বা MSN এর SkyDrive এ একসেস করতে এগুলো খুবই কাজে দিয়েছে (SkyDrive তো এখনও দিচ্ছে!) । এবার এলো তেমনি আরেকটি চমৎকার টুল PicasaExt । নাম শুনেই বুঝতে পারছেন এটি Google এর ফটো শেয়ারিং সাইট Picasa এর টুল । এটি দিয়ে ডেক্সটপ থেকেই একসেস করতে পারবেন আপনার পিকাসা একাউন্ট । তাও আবার এমনভাবে যেন এটি নিজ কম্পিউটারের কোন ফোল্ডার ! এই ফোল্ডার থেকে আপলোড ডাউনলোডতো পারবেনই সাথে আরো যা যা করার দরকার অর্থাৎ কাট-কপি-পেষ্ট-ড্রাগ-ড্রপ সবই করতে পারবেন ! এটি দিয়ে ছবিগুলোতে স্টার চিহ্নওযুক্ত করতে পারবেন ফলে ছবি বাছাইয়ে বিশেষ সুবিধা হবে ।

চমৎকার এই টুলটি মাত্র ১.০৮ মেগাবাইট ! আরো ভাল খবর এটি হচ্ছে ওপেনসোর্স টুল । আসলে এটি Windows Explorer এর একটি এডঅন (G drive ও SkyDrive ও এডঅনই ছিল ) । এটি চালাতে Picasa এর বাড়তি কোন সফটওয়্যারও লাগবে না ।

TechKite

ডাউনলোড: http://code.google.com/p/picasaext/

সতর্কতা: এটি একটি থার্ড পার্টি টুল , তাই নিজ দায়িত্বে লগইন করুন ।

তথ্যসূত্র: টেককাইট ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই মুহুর্তে এটাই দরকার ছিল।

ধন্যবাদ