নোটপ্যাড ট্রিকস [পর্ব-০৩] :: আপনার কম্পিউটার এবার কথা বলবে !

নোটপ্যাডের মাধ্যমেই আপনি আপনার কম্পিউটারকে কথা বলাতে পারবেন। কি বিশ্বাস হচ্ছে না? এর মাধ্যমে আপনি যা কী-বোর্ডে টাইপ করবেন কম্পিউটার তা টাইপ করবেন তাই শুদ্ধ ভাবে ইংরেজিতে উচ্চারণ করিয়ে দেবে। এতে হয়ত আপনার ইংরেজির উচ্চারণগত সমস্যাও দূর করতে পারবেন। তাহলে দেখে নিন কিভাবে এটা করবেন।

  • প্রথমে Start/All Programs/Accessories থেকে Notpad Open করুন।
  • তারপর নিচের এই কোডটি Paste করুন।

  Dim Message, Speak
Message=InputBox("Enter text","Speak")
Set Speak=CreateObject("sapi.spvoice")
Speak.Speak Message

  • তারপর File এ ক্লিক করে Save as... এ ক্লিক করুন। তারপর File name দিন Speak.vbs (Speak এর জায়গায় অন্য নাম দিতে পারেন)

  • তারপর Save করে নিন।
  • কাজ শেষ। এবার VBS ফাইলটি খুলুন এবং খালি বক্সে আপনার ইচ্ছামত টাইপ তারপর OK তে ক্লিক করুন। দেখুন আপনার কম্পিউটার আপনি যা লেখেছেন তাই আপনাকে Speak করে শুনাচ্ছে।

Level 0

আমি মেহেদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস