নোটপ্যাড ট্রিকস [পর্ব-০৪] :: আপনার বন্ধুর মনে ভয় ধরিয়ে দিন বার বার তার সিডি/ডিভিডি ড্রাইভ Eject করে !!

সবাই আশা করি ভালই আছেন। নোটপ্যাড নিয়ে আরেকটি দারুন ট্রিকস নিয়ে হাজির হলাম। রাত বেশি বেজে গেছে। তাই খুব একটা বেশি ভুমিকা লিখলাম না। কথা না বলে এখন তাহলে দেখে নিন আপনার বন্ধুর কম্পিউটারের সিডি/ডিভিডি ড্রাইভ Eject করে তার মনে যেভাবে ভয় ধরিয়ে দিবেন। তাহলে চলুন দেখে নিই কিভাবে এটা করবেন।

  • প্রথমে Start/All Programs/Accessories থেকে Notpad Open করুন।
  • তারপর নিচের এই কোডটি Paste করুন।

Set oWMP = CreateObject("WMPlayer.OCX.7")
Set colCDROMs = oWMP.cdromCollection
do
if colCDROMs.Count >= 1 then
For i = 0 to colCDROMs.Count - 1
colCDROMs.Item(i).Eject
Next
For i = 0 to colCDROMs.Count - 1
colCDROMs.Item(i).Eject
Next
End If
wscript.sleep 5000
loop

  • তারপর File এ ক্লিক করে Save as... এ ক্লিক করুন। তারপর File name দিন Virus.vbs (Virus এর জায়গায় অন্য নাম দিতে পারেন)

  • তারপর Save করে নিন।
  • কাজ শেষ। এখন আপনি আপনার বন্ধুকে এই VBS ফাইলটি মেইল করে পাঠিয়ে দিন বা অন্য যে কোন উপায়ে তার কম্পিউটারে রাখুন। ব্যাস, এরপর সে ফাইলটিতে ক্লিক করার সাথে সাথেই Automatic তার সিডি/ডিভিডি ড্রাইভ Eject হতে শুরু করবে। ফাইলটি কেটে দিলেও এ অবস্থা থেকে রক্ষা পাওয়া যাবে না! সে যদি এই বিপদ থেকে রক্ষা পাওয়ার আসল উপায় না জানে, তবে সে তো ভয়েই অস্থির হয়ে যাবে !

এবার বলি যেভাবে আবার পুনরায় আগের অবস্থায় ফিরে আসবেনঃ

  • ALT+CTRL+Delete চাপ দিয়ে আপনার Windows Task Manager টা Open করুন। তারপর উপরের Option Processes এ ক্লিক করে একদম নিচের wscript.exe তে Right Click করুন। তারপর End Process এ ক্লিক করুন।

  • তারপর আরেকবার End Process এ ক্লিক করুন।

  • শেষ। তাহলে এরপরে আর সিডি/ডিভিডি ড্রাইভ Eject হওার পুনরাবৃত্তি হবে না।

পোস্টটি পড়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। রাত ভালই হয়েছে। তাই আজকের মত এখানেই রাখছি।

আমার সামাজিক প্রোফাইলঃ

ফেসবুক ~ টুইটার ~ গুগল প্লাস

Level 0

আমি মেহেদি হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 276 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুবই মজার জিনিস । অনেক অনেক ধন্যবাদ

Find out your stolen or
missing
windowsphone……. http://www.itsegment.net/2991

ভালোই তো। মজার টিউন।