নিমিশেই Ignore করুন অপ্রয়োজনীয় বিরক্তিকর Request (ফেসবুক পোস্ট)

ঘটনার সূত্রপাত, আমার বড় বোন কে নিয়ে। প্রতিদিনই তার কাছে ডজন খানেক এ. রিকোয়েস্ট কিংবা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। তিনিও ধৈর্য সহকারে যতটুকু সম্ভব Ignore করে যান। একদিন তার বাসায় কি কাজে যেন ঘুরতে গেলাম আর দেখলাম একটা একটা করে রিকোয়েস্ট ডিলিট করছে। শেষে আমাকে বললো, "তুই নাকি ফেসবুকের গুরু? এমন কোন সিস্টেম নেই যাতে একসাথে রিকোয়েস্ট গুলো রিমোভ করা যায়?" আমি পড়ে গেলাম মহা বিপদে। কারন তখনো আমি জানতাম না উপায়। অনেক ঘাটাঘাটি করে শেষে পেলাম !!! আপুও খুশি হয়ে...... থাক পারিবারিক ব্যাপার আর নাই বা বললাম   😉
সম্মানিত টেকি পাঠক, আপনিও কি পড়েছেন এই রকম সমস্যায়? বিশেষ করে মেয়েদের এই সমস্যাতে বেশী পড়তে হয়। আসুন ট্রিক্স টি জেনে  নেওয়া যাক।
ব্যপারটি হয়তো অনেকেই জানেন। যারা জানেন না। আমার পোষ্ট টি তাদের জন্য
নিচের ছবিগুলো লক্ষ করুন ::::
০১.  প্রথমে আপনার প্রোফাইলের Home Page এর ডান পাশে  Request থেকে See All বাটনে ক্লিক  করুন।

০২. আবার একই জায়গায় দেখবেন  Ignore All বাটন। ক্লিক করুন >>>

০৩. এবার যে সব Request Ignore করতে চান সেগুলো Select করুন।

০৪. ব্যাস হয়ে গেল !

এর থেকে বিস্তারিত বলা কি সম্ভব? সময়ের অভাবে বিস্তারিত লিখা সম্ভব হয় নাই। আজ তার ১৬আনা পূর্ণ করলাম। ভালো লাগলে জানাবেন।

Level 0

আমি ফেসবুক গুরু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 547 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

In this farewell There's no blood There's no alibi 'Cause I've drawn regret From the truth Of a thousand lies 回 আমি সত্য বলতে পছন্দ করি, সেটা যতই কঠিন হোক না কেন। সত্য বলতে কখনো পিছপা হতে চাইনা। 回 বিশ্বাস করতে পছন্দ করি। আমি মনে করি যে কোন সম্পর্কের মূল...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরো বিস্তারিতো লেখলে বুজতে সুবিদা হইতো।

    আপনার কথা বিবেচনা করে বিস্তারিত পোষ্টাইলাম। ধন্যবাদ