প্লিজ!হেল্প করার মত কি কেউ আছে।তাহলে এদিকে কি একটু আসবেন।

আমি আপনাদের কাছে একটু সাহায্য চাই। যদি দয়া করে কেউ সাহায্য করেন তাহলে উপকৃত হব।

আমার অনেকদিনের সখ ছিল আমি Apple Operating System (Mac) Use করবো। কিন্তু যখন শুনলাম

ইন্টেল মাদারবোর্ডে (ম্যাক) ওপারেটিং সিস্টেম সাপোর্ট করে না। তখন আমার আশা নিরাশা হয়ে গেল।

একদিন হঠাৎ করে টেকটিউনস এর ভেতর দেখতে পেলাম কিভাবে  চালানো যায়

(কিছু সিস্টেম চেঞ্জ করে)। আমি ওটার প্রিন্ট কপি করে রাখি।

তখন থেকে আমার মনের আশা আবারও জেগে উঠল যে আমি আবার ইন্টেল মাদারবোর্ডে (ম্যাক) ওপারেটিং সিস্টেম

ব্যবহার করতে পারবো। তখন আমি (দি পাইরেট বাই) টরেন্ট সাইট থেকে

OS X 10.8 Install DVD ডাউনলোড করি। কিন্তু ফাইল সাইজ হলো অনেক বড়। একটা ডিভিডিতে 4.7gb

স্পেস থাকে। এটা তার চেযেও বড় হওয়ায় আমি ISO ফাইলটা রাইট করতে পারিনি। এর মাঝে আমার  এক বড় ভাই

আমাকে পরামর্শ দিল পেনড্রাইভ দিয়ে দেওয়া যাবে। কিন্তু তিনি পেনড্রাইভ বোট করতে না পারায় আর হলো না।

এখন আপনারা যদি কেউ জেনে থাকেন যে (ম্যাক) ওপারেটিং সিস্টেম কি ভাবে পেনড্রাইভে বুট করা যায়। তাহলে প্লিজ

কমেন্ট করবেন। আমি আশায় থাকবো। কারণ কেউ না কেউ তো অবশ্যই জানে।

আর হ্যা আমি আপনাদের একটা কথা বলতে ভূলে গেছি। এই টেকনিউনস ঘেটে আমার অভিজ্ঞতা টা একটু দেখবেন প্লিজ।

আমার ব্লগ। যা আমি টেকনিউনস থেকে শিখে তৈরী করেছি সময় থাকলে একটু দেখবেন। আর যদি ভূল থাকে তাহলে একটু

দেখিয়ে দেবেন। আর সাহায্যর কথা কিন্তু ভুলবেন না।অনেক কষ্ট করে লিখেছি শুধু আপনাদের কাছে সাহায্য পাওয়ার জন্য।

Level 0

আমি Bijoy Paul। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 3

8gb DVD তে রাইট করেন।

Level 0

Pen Drive Boot-able Software ইউস করতে পারেন ।
সেখানে ISO File Select করলেই নিজে থেকে Boot করে দেবে।

    Level 0

    @Salman: ভাই আমি অনেক চেষ্টা করেছি। কিন্তু পারিনি।যদি আপনার জানা থাকে তাহলে সফটওয়ারটার লিংক দিন চেষ্টা করে দেখি।

Level 0

আপনার পরিচিত কারো যদি ম্যাক pc থাকে তাহলে সেই ম্যাক থেকে পেনড্রাইভে বুট করতে পারেন অথবা windows এর ভিতরে Virtual Box এর মাধ্যমে পেনড্রাইভে বুট করতে পারেন,তবে এর আগে আপনাকে Oracle এর OS X 10.8 Install DVD- download করে install করতে হবে ।This is a long long process.

Level 0

ami pirate bey theke mac os download kore pen drive a korechelam hoine. bt vmworkstation a amar fine kaj kore.

vai apni DUAL LAYER DVD use korte paren. Apnar file ta shomporke details bolle valo hoto. sheta .dmg naki .iso janaben. ami koydin age amar pc te mac install korechhi(Mac OS 10.8 mountain lion on intel PC). apnar help lagle reply diyen.

    Level 0

    @Arduino Robotics: আমি ISO ডাউনলোড করেছি। (Mac OS 10.8 mountain lion on intel PC)

ভাই আপনার আগেই ISO ডাউনলোড করা তা মনে হয় ঠিক হল না। আপনি কি iatkos ডাউনলোড করেছেন?? Hachintosh এর জন্য সবচেয়ে ভাল হল iatkos ML DVD। এটা .dmg ফাইল এ পাবেন। তবে আপনি Transmac নামে একটা প্রোগ্রাম use করে উইন্ডোজ থেকেই DVD write করতে পারবেন। কিন্তু bootable pendrive করতে পারবেন না। এটা করতে হলে একটা ম্যাক এ করতে হবে। আপনার পিসির details জানালে ভাল হয়।