বিশ্বের সবচাইতে সহজ পদ্ধতিতে iPhone, iPod, iPad – এ অ্যাপস, গেমস, পিকচার, মুভি ও মিউজিক ট্রান্সফার!

i Phone.i Pod,i Pad-এ অ্যাপস,গেমস,পিকচার,মুভি ও মিউজিক- এইসবের কথা সুনলেই নাকি অনেকের গা ছমছম করে? অনেকেই বলে আই টিউন্স দিয়ে উঠেনা বা সেন্স করলে অনেককিছুই হারিয়ে যায়? কেউ কেউ আবার বলেন Moborobo দিয়ে উঠানো সহজ, কিন্তু অনেকেই বলেন পারেন না। তাই আমি আপনাদের জন্য এমন একটি অ্যাপস সেয়ার করছি যার মাধ্যমে সবচাইতে সহজ এবং দ্রুত i Phone.i Pod,i Pad-এ যে কোন ডাটা ট্রন্সফার করতে পারবেন। আমি যতটুকু জানি এর চেয়ে সহজে আর কোনভাবেই কোন অ্যাপস দিয়ে i Phone.i Pod,i Pad-এ ডাটা ট্রন্সফার করা যায়না।

অনেক বকবক করলাম, এবার মূল কথায় আসি-

আমি আপনাদের কছে যে অ্যাপসটি সেয়ার করছি তার নাম - iTransfer Platinum v: 5.4.10 হয়তো সকলেই জানেন i Phone.i Pod,i Pad কম্পিউটারে কানেক্ট করার জন্য আই টিউন্স ইন্সটল করা থাতে হয়, তাই এখান থেকে আই টিউন্স ডাউনলোড করে সেটআপ করুন। সুধু আই টিউন্স সেটআপ থাকলেই হবে ওকে রান করারো প্রয়োজন নেই।

এবার এখান থেকে iTransfer Platinum v: 5.4.10 এর টরেন্ট টা মামিয়ে ডাউনলোড করুন

ডাউনলোড হয়েগেলে সেটআপ করে রান করার আগে Crack করুন। vএবার রান করে যে কোন নেম এবং কী দিয়ে একটিভ করুন, কাজ শেষ।

এবার i Phone.i Pod,i Pad যেটা ইচ্ছা ড্যাটা ক্যাবল টিয়ে পিসিত লাগান দেখবেন একাই iTransfer Platinum - কানেক্ট হবে।
এবার স্ক্রিনের দিকে তাকালেই বুঝবেন কি করতে হবে! আমাকে আর কিছুই বলে দিতে হবেনা।

টিউনটি ভালো লাগলে/ খারাপ লাগলে/ কোথাও বুঝতে সমস্যা হলে বা কিছু মডিফাই করতে হলে দয়া করে কমেন্ট করে জানাবেন।

ফেসবুকে আমা ছোট পেজ অ্যান্ড্রয়েড কিছু Apps নিয়ে --

Level 0

আমি শাহ্‌নেওয়াজ শাকিল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

try ifunbox……… more easy . search it google

Level 0

Thanks