ক্যালকুলেটর দিয়ে সমাধান: পর্ব-১ (বেসিক)

আজকে আমি ক্যালকুলেটর দিয়ে কয়েকটি বেসিক গানিতিক সমস্যা সমাধান নিয়ে বলবো । (পরবর্তিতে স্যুইচ এর ক্রমানুসারে আগাবো, ক্রম জানতে পূর্বের টিউনটি দেখুন)

আজকের প্রয়োজনীয় স্যুইচ:  CALC এবং ∫dx

------------------------------------------------------------------
(ক্যালকুলেটরে যা আউটপুট দিবে তা এই রং এ দেখানো হয়েছে)
------------------------------------------------------------------

== CALC (CALCULATION) ==

একটা হিসাব করি:
23 × 65 + 691 – 429 = 1757
23 × 65 + 691 – 429  CALC 1757

তাহলে "=" এবং "CALC" এর পার্থক্য কোথায়?

পার্থক্যটা তখনই হবে যখন উপরের রাশিতে একটা Variable দেয়া হবে:
23 × 65X + 691 – 429
CALC
X? (এখানে X এর মান চাচ্ছে)
X এর মান ইনপুট দিলে পুরো রাশির ফলাফল বের হয়ে যাবে যেমন:
0 = 262
অথবা
1 = 1751

এভাবে একাধিক Variable থাকলে সবগুলোর মান দিয়ে পুরো রাশির ফলাফল বের করা যাবে যেমন:

23 × 65X + 691Y – 429
CALC
X? 0 =
Y? 20 = 13391

যখন একাধিক Variable এর ভিন্ন ভিন্ন মান থাকবে:
যেমন, যদি প্রশ্ন থাকে:
f(X,Y)=23 × 65X + 691Y – 429 হলে,
f(0,20)=?
f(21,9)=?
f(45,81)=?
তথন কি করবেন?
উত্তর হল : আমি রাশিটি ইনপুট দিব একবারই, কিন্তু CALC দ্বারা হিসাব করব তিন বার:

23 × 65X + 691Y – 429

CALC
X? 0 =
Y? 20 = 13391

CALC
X? 21 =
Y? 9 = 37185

CALC
X? 45 =
Y? 81 = 122817

তাহলে আমরা পেলাম;
f(0,20)=13391
f(21,9)=37185
f(45,81)=122817
================================================

== SOLVE (SHIFT, CALC) ==

এবার আসি SOLVE এ;

2X=24 হলে X এর মান কত?
:12

41X + 811 – 397 = 848 হলে X এর মান কত?
:একটু ভাবতে হবে

23 × 65X + 691 – 429 = 1757 হলে X এর মান কত?
:ভেবে লাভ নেই খাতা কলম নিয়ে বসতে হবে

আর
23X4 + 65X3 + 691X – 429 = 1757  হলে !!!! ????

এই ধরনের সমীকরন সমাধান করার জন্যই SOLVE এর ব্যাবহার

আসুন SOLVE ব্যাবহার করে এ ধরনের একটি সমীকরন সমাধান করি
প্রথমে ইনপুট দিন
23X3 + 65X2 + 691X – 429 = 1757   ("=" কিন্তু সাধারন = নয়,  এটা দিতে হয় ALPHA, CALC চেপে)

MS Model:

SOLVE   X? SOLVE   X= 2.280014786

ES Model:

SOLVE   Solve for X? = X= 2.280014786

বি:দ্র: একাধিক Variable থাকলে যেকোন একটির মান বের করা যাবে, ES Model এ যার মান বের করবেন সেটি অবশ্যই X হতে হবে ।

=====================================================

== ∫dx (Integration) ==

প্রথমে Integration এর সূত্র দেখি:

এবার একটি Integration করি:

2X2+3X  এর Integration করব, যার আপার লিমিট 5 এবং লোয়ার লিমিট 3 হবে।

ক্যালকুলেটর দিয়ে করা:
MS Model:

MS Model এর Integration স্যুইচটি এরকম: ∫dx , স্ক্রীনে দেখাবে এরকম: ∫(
ইনপুট ফরমেট: ∫(রাশি,লোয়ার লিমিট,আপার লিমিট)=
∫( 2X2-3X,3,5) = 41.33333

ES Model:

ES Model এর Integration স্যুইচটি এরকম:    স্ক্রীনে দেখাবে এরকম:    তাই ইনপুট ফরমেটের কোন ঝামেলা নেই

=41.333333

=====================================================

== d/dx (Differentiation) (SHIFT, ∫dx) ==

Differentiation এর সাধারন সূত্র:


2X2+3X এর Differentiation করি:


এখানে X এর মান 5 হলে
20-3
=17

ক্যালকুলেটর দিয়ে করা:
MS Model:

MS Model এর Differentiation চিহ্ন এরকম: d/dx , স্ক্রীনে দেখাবে এরকম: d/dx(
ইনপুট ফরমেট:       d/dx(রাশি,X এর মান) =

বি:দ্র: যেহেতু d/dx দেয়া আছে, সেহেতু X এর সাপেক্ষে Differentiation হচ্ছে তাই Variable হিসেবে অবশ্যই X দিতে হবে। অন্য যা দেয়া হবে তা Constant হিসেবে নিবে, আর Constant কে Differentiation করলে ফলাফল হবে শূণ্য "০"।

d/dx(2X2-3X,5) = 17

ES Model:
ES Model এর Differentiation চিহ্ন এরকম: , স্ক্রীনে দেখাবে এরকম:

তাই এখানেও ইনপুট ফরমেটের কোন ঝামেলা নেই

বি:দ্র:একই

=========================
আজ এ পর্যন্তই.. ধন্যবাদ ভাল থাকবেন

Level 0

আমি কামরুল হাসিব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 95 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুবই জটিল !

@ Spam :: জটিল মানে কি ? দুর্বোধ্য ? বুঝেন নাই?

ভাল লাগল। আগে জানা ছিল না। আচ্ছা ভাইয়া আমি ক্যালকুরলটর কিনব। কোনটা কিনলে ভাল হবে। ই এস নাকি এম এস আমি এবার এস এস সি দিলাম। পরামর্শ দিলে খুশী হতাম। [email protected]

    অবশই ES (991 ES), কারন এতে Natural Dispaly আছে এবং এটা MS এর চেয়ে অনেক Upgrade….
    প্রথমে একটু কঠিন লাগতে পারে,….পরে অবশ্য ঠিক হয়ে যাবে

কামরুল হাসিব ভাই আপনি ভালো মানের ক্যালকুলেটর বিদ

    না রে ভাই যতটুক জানি……. তা ই শেয়ার করছি;
    আপনাদের সাপোর্ট পেয়ে … “”ক্যালকুলেটর দিয়ে সমাধান: শেষ পর্ব (আ্যডভান্স) “” পর্যন্ত যেতে চাই

দারুন ….. এত তাড়াতাড়ি শুরু করে দিবা ভাবি নাই ….. ধন্যবাদ ভাই

    দেখতে হবে না ?,,,,,,,,কে পোষ্ট দ্রুত দেখতে চেয়েছিল…
    ………you are welcome….

Level 0

দারুন ক্যালকুলেটরবিদ………………….

ধন্যবাদদদদদদদদদদদ

Level 0

কামরুল হাসিব ভাই, ভাল টিউন ধ্যনবাদ আপনাকে।

ভাল লাগল শিখাও গেল,আপনাকে ধন্যবাদ।

NICE TNXXXX..আপনাকে ধন্যবাদ।

Level 0

আরে আমি তো মনে মনে আপনাকে খুজতাছি…আমার 991ES আছে , যেটাকে আমি প্রোপারলী ব্যবহার করতে পারছি না। বিশেষ করে আমার Martix, Differentiation, Integration এই গুলো আরো সহযে কি ভাবে করা যায় ও দ্রুত সেই চেষ্টা করছি…আশা করি আপনি আমাকে সাহায্য করতে পারেন। sabbirahatজিমেইলডটকম এ একটা মেইল দিয়েন।

অসংখ্য ধন্যবাদ এই লিখার জন্য। আরো চাই !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

অসাধারন টিউন কামরুল হাসিব ভাই । চালিয়ে জান ।

কামরুল হাসিব >>> ভাই, জটিল Tune…
~ !

ভাই ক্যাল্কুলেটর সম্বন্ধে অনেক কিছু জানা গেল।

শেয়ার করার জন্য ধন্যবাদ। [email protected]

ভাইয়া অনেক খুজে শেষে ক্যালকুলেটর নিয়ে কোন লেখা পেলাম … অনেক ধন্যবাদ… পরের পর্বগুলো দ্রুত চাই…

Level 0

ভাই..আপনার ফেসবুক আইডিটা পাওয়া যাবে??