আপনার পিসির mac address বের করুন একদম সহজেই

আশা করি সবাই ভালো আছেন। আজ একটা বিষয়ই নিয়া লেখতে চাচ্ছি সেটা হল যে পিসির mac address. আমার মনেহই অনেকেই জানেনে কি করে পিসির MAC address বের করতে হই তাই ভাবলাম আজ এ বিষয়ই নিয়া একটু কথা বলি। বিভিন্ন ভাবে এটি বের করা যাই। নিছেকিছুউপাই বললাম।

১. প্রথমে স্টার্ট মেনুতে গিয়া Run Option এ cmd লিখে এন্টার চাপুন। তারপর টাইপ করুন getmac and press Enterএকটু ওয়েট করুন দেখবেন আপনার mac address দেখাবে।

2. স্টার্ট মেনুতে গিয়া Run Option এ cmd লিখে এন্টার চাপুন। তারপর টাইপ করুন ipconfig/all আপনার mac address(Physical address) দেখাবে।

এই পোস্ট টি প্রথম প্রকাশিত হয়েছিল Anytech এ। একবার ঘুরে আসার জন্য অনুরধ করবো। Anytech

Level 0

আমি মোঃ আতিকুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি খুব বেশি কিছু জানি না তবে ব্লগ লেখা আমার শখ। তাই যখন সুযোগ পাই তখন লিখতে বসি। যদি আমার একটি পোস্ট ও আপনাদের একটু হলেও হেল্প করে তাহলে আমার চেষ্টা সার্থক হবে। আমার একটা ব্লগ আছে আশা করি একটু ঘুরে আসবেন এবং লেখা লেখি করবেন। Blog Link: https://anytechtune.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

windows 8 a kaj korena.

mac address কি কাজে লাগে?