কম্পিউটারে অডিও ফাইল সেভ করতে পারনে না?শর্টকার্ট ফাইল সেভ হয়? তাহলে আপনার জন্য এ টিউন।

বিসমিল্লাহির রাহমানের রাহিম।সবাইকে সালাম জানিয়ে আমি আজকের টিউন শুরু করছি। এ পোস্ট টি যারা জানেন না তাদের জন্য। অন্য কোন জাগায় এ রকম পোস্ট থাকলে তার জন্য দুঃখিত। এবং আমি আমার পোস্ট সরিয়ে নিব।

অডিও সিডি গুলো সাধারনত সেভ করা যায় না। শর্টকার্ট ফাইল সেভ হয়। এ গুলো সেভ করার জন্য আলাদা সিডি রিপার সফটওয়ার লাগে। এ কাজটা উইনন্ডোজ মিডিয়া প্লেয়ার দ্বারা ও করা যায়।  তার জন্য প্রথম কিছু সেটিংস পরিবর্তন করে নিতে হয়। তাই প্রথমে  উইনন্ডোজ মিডিয়া প্লেয়ার  ওপেন করে রিপ এ ক্লিক করু্ন। তারপর আপনি কোন ফরমেটে গান সেইভ করতে চান তা সিলেক্ট করুন। স্বাভাবিক ভাবে এমপিথ্রি সিলেক্ট করাই ভালো। সব জাগায় সাপোর্ট করে। তারপর বিট রেট ঠিক করুন।বিট রেট  এর উপর গানের মান নির্বর করে। তার পরে মোর অপশন এ ক্লিক করুন। নতুন একটা উইন্ডো আসবে।এখান থেকে  রিপ মিউজিক সেকশান  এ গিয়ে আপনি কোন জাগায় গান গুলো সেভ করাতে চান তা সিলেক্ট করুন।

screenshot1

উইনন্ডোজ মিডিয়া প্লেয়ার  ওপেন করে রিপ এ ক্লিক করু্ন। এবং কোন ফরমেটে গান সেইভ করতে চান তা সিলেক্ট করুন।

screenshot2

বিট রেট ঠিক করুন

screenshot4

মোর অপশন এ ক্লিক করুন। চিত্রের মত  নতুন একটা উইন্ডো আসবে।এখান থেকে  রিপ মিউজিক সেকশান  এ গিয়ে আপনি কোন জাগায় গান গুলো সেভ করাতে চান তা সিলেক্ট করুন।

আপনার সেটিংস সম্পূর্ন হয়ে গেছে। এবার আপনি যে সিডি সেভ করতে চান তা সিডি রমে  এ ডুকান। উইনন্ডোজ মিডিয়া  ওপেন করে রিপ  এ ক্লিক করু্ন। এবার আপনার গান গুলো আপনার সিলেক্ট করা ফোল্ডারে এ সেভ হবে একটা একটা করে। কেমন হলো জানাতে ভুলবেন না। নতুন টিউন নিয়ে আবার হাজির হব এ প্রত্যশায়......

..

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জাকির ভাই.ভাল নতুনদের জন্য,ছবি ছাড়া টিউনটি ফিকে……..ধন্যবাদ।

জোসসসসসসসসসস হইছে ভাই, আমার খুব দরকার ছিল।

ভাল একটা টিপস দিলেন ধন্যবাদ।

আপনাদেরকে ও ধন্যবাদ………

ভালো হইছে। এভাবে চললে কপি রাইট আইন আপনাকে আবার জব্বর কাগুর নামে নোটিশ দিবে।

Level 0

নতুন্দের জন্য শিক্ষণীয়