গুগল ক্রোম(Google Chrome Browser)ও এর জন্য কিছু মজার এক্সটেনশন(Extension)

বিসমিল্লাহির রাহমানের রাহিম।সবাইকে সালাম জানিয়ে আমি আজকের টিউন শুরু করছি।

আমরা যারা গুগল ক্রোম(Google Chrome) ব্রাউজার ব্যবহার করি তারা জানি এর সুবিধের কথা। সবার মত জানিনা আমার মতে ইন্টারনেট এক্সপ্লোরার, ফায়ার ফক্স,অপেরা বা অন্যান্য ব্রাউজার থেকে গুগল ক্রোমে ব্রাউজ করা অনেক মজাদার। আমাকে গুগল ক্রোম তাদের ব্রাউজারের গুন গাওয়ার জন্য ভাড়া করে নি তাই ববকানি বন্দ করলাম। তবে এ কথা বলে রাখি যে যারা এ ব্রাউজারটি একবার ও ব্যবহার করেননি তারা একবার চেখে দেখতে পারে।(হিডেনঃ এটি খুলতে ফায়ার ফক্স এর মত সময় নেয় না।)

1stওয়েব ডাউনলোড লিঙ্কঃhttp://www.google.com/chrome

অপলাইন ডাউনলোড লিঙ্কঃ ক্লিক করুন

এতে অপেরার মত স্পীড ডায়াল আছে। যা আপনাকে নিউ ট্যাবে আপনার ঘন ঘন যেতে হয় এমন সাইট গুলো দেখাবে। উপরের ছবিটির মত।

যাই হোক আমি  গুগল ক্রোম এর জন্য কিছু মজার এক্সটেনশন সম্পর্কে আলোচনা করব।

আপনি এখনে ক্লিক করে যেতে পারেন গুগল ক্রোম এর এক্সটেনশন পেইজে। এক্সটেনশন গুলো ইনস্টল করে উপভোগ করুন আসল মজা।

extension 1

যেমনঃ গুগোল মেইল চেকারGoogle Mail Checke

ইনস্টল করলে আপনাকে আর মেইল চেক করার জন্য মূল পেইজে যেতে হবে না। নতুন মেইল আসলে ইটি ই আপনাকে জানিয়ে দিবে।

ইমো(imo) ইনস্টল করে  করে কয়েকটি অ্যাকাউন্টে এক সাথে লগ অন থকুন।

তারপর আছে টিভি ক্রোম এক্সটেনশন এটি ইনস্টল করে কয়েক হাজার টিভি দেখতে পারেন।(বাংলাদেশের দেশ টিভি ও দেখতে পারেন)

আছে এক্সটেনশন এফএম। গড়ে তুলুন আপনার মিজিক ওয়ার্ল্ড। আছে আপনার প্রয়োজনিয় আরো অনেক এক্সটেনশন।

আপনি ইচ্ছে করলে এক্সটেনশন গুলো ডিজেবল বা আন ইনস্টল করতে পারেন।

এর জন্য নিচের চিত্র অনু সরন করুন।

ex33

এখন একটি নতুন ট্যাব খুলবে নিচের মত এখান থেকে আপনি এক্সটেনশন গুলো ডিজেবল বা আন ইনস্টল করতে পারেন।

ex2

কেমন হল জানাবেন। কোন সমস্য হলে মেইল করতে পারেন। আজকের মত এ টুকুই।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

জাকির ভাই, আমি মজিলা ফায়ার ফক্স, দিয়ে খুশি ,তার পরে ও আপনাকে ধন্যবাদ…..।

    হুম। আপনার মধ্য জড়তা বিধ্যমান। জড়তা কাকে বলে জানেন তো। চলুন শিখে নি। জড়তঃ কোন বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকার যে প্রবনতা বা আসক্তি তাই জড়তা।
    ফায়ার ফক্স ব্যবহার করে আপনার মধে জড়তা চলে এসেছে।

    হা হা হা । একটু মজা করলাম।
    রাগ করছেন নাকি?

vai chrome sera web browser. Extentiongolo kaje lagbe.thanks.

মজিলা ফায়ার ফক্স দিয়ে আমি বেশি মজা পাই ।

জাকির ভাই google chrome এ কিভাবে idm সেট করা যায়।

hello vaia thanx for ur kind information. kintu vaia apni aktu kindly amake google chorme er bangla dictionary add on shomporke aktu bistarito bolben ki
bolben ki je ata kivabe kaj kore???????? kivabe korte hoi .

ভালো হইছে

http://www.filehippo.com/download_google_chrome/

অফলাইন ইন্সটলার।

vaia ami onno akta jinish jante chassi je amra jokhon google chorme kono web pager kono word e click kori tahole english e meaning ashe kintu ami jante chassi je kono english word e click korle kivabe bangla meaning ashe. e shomporke akta tune hoyesilo kintu sheta ami ar khuje passi na……………………

মাথায় রইলো……