এবার আপন নিজের লেখা দিয়ে নিজের ফন্ট তৈরী করুন অনলাইনে

আপনার লেখা এত সুন্দর যে কম্পিউটারের লেখা আপনার লেখার কাছে হার মেনে যায়৤ তাহলে দেরী কী আপনার নিজের লেখা দিয়ে নিজের একটা ফন্ট তৈরী করে নিন৤ ধাপগুলো তেমন জটিল নয়৤ তাহলে লেগে পড়া যাক৤

>>> প্রথমে আপনি এই লিংকে যান[http://www.myscriptfont.com/]

>>> এবার স্ক্রিনশটের মত করে Template -এ ক্লিক করে Template-টি ডাউনলোড করে নিন৤

>>> PDF ডকুমেন্টটি ওপেন করুন দেখুন স্ক্রিনশটের মত একটা Template পাবেন৤

>>> এবার Template-টি প্রিন্ট করে নিন৤ প্রিন্টার না থাকলে কোন স্টুডিও থেকে প্রিন্ট করিয়ে নিন৤ এর ভবিষ্যতের কথা ভাবলে আরও কয়েকটা ফটোকপি করে রাখুন৤

>>> নিজের পছন্দমত Template-টি পূরন করূন৤ তবে শেডো আকারে দেওয়া লেখা অনুসারে Template-টি পূরন করতে হবে৤

>>> নিচের মত পূরনকৃত Template-টি গ্রহণযোগ্য হবে না৤

>>> এবার স্কেন করে ফাইলটি কম্পিউটারে ডুকান৤ ভয় নেই স্কেনার না থাকলে ভালে মানের মোবাইল/ক্যামেরা দিয়ে ছবি তুলে তা কম্পিউটারে ডুকান৤

>>> এবার ফটোশপে বাড়তি অংশ কেটে ফেলুন৤ দরকার হলে হালকা লাইটও বাড়ানো যেতে পারে৤ আমার Template-টি নিচের মত হয়েছে৤ তবে কোন ধরাবাধা নিয়ম নেই যে আমার মত হতে হবে৤ তবে Template-টিতে কেন কাটাছেড়া করা যাবে না৤ এবং অবশ্যই Image আকারে .jpg ফরম্যেটে সেভ করতে হবে৤

>>> এবার স্ক্রিনশটের মত ক্লিক করে আপনার স্ক্রিপটি আপলোড করুন৤

>>> এবার ফন্টের নেম চেইঞ্জ করুন৤ ফ্রন্টের ফরম্যাট ডিফল্ট রাখাই ভাল চাইলে অন্য ফরমেটের কাজ থালে অন্যগুলোও সিলেক্ট করা যাবে৤

>>> Send File বাটনে ক্লিক করুন৤ অপেক্ষা করুন৤

>>> এবার আপনার তৈরী করা ফন্টটি ডাউনলোড করার জন্য স্ক্রিনশটের মত আপনার দেওয়া ফ্রন্টের নামের উপর ক্লিক করুন৤

>>> দেখুন অটো ডাউনলোড শুরু হয়ে গেছে৤

>>> যে ফাইলটি ডাউনলোড হয়েছে এটাই আপনার নিজস্ব ফ্রন্টের ফাইল৤

>>> এবার ফন্টটা ইন্ষ্টল করে নিন৤

>>> ফন্টটা চেক করার জন্য MS Word ওপেন করে ফ্রন্টের নামের প্রথম অক্ষরের অনুসারে আপনার ফন্টটি খুজে বের করুন৤

>>> স্ক্রিন শটটা দেখলে সবকিছু বুঝতে পারবেন৤

>>> আবার চাইলে প্রিন্ট না করে ফটোশপেও আপনি বিভিন্ন ধরনের টেক্সট বক্সে সেট করেদিতে পারেন৤

যদি পোষ্টটি হতে উপকার পেয়ে থাকেন তবে প্লিজ কমেন্ট করবেন৤ আর অবশ্যই আপনার ফন্টটি কেমন হল তা জানাবেন৤

Level 0

আমি Tanzidul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

অসাধারণ !!!!!!!!!!! চালিয়ে যান

Excellent

Level 0

খুব ভাল লাগল, ধন্যবাদ।

প্রিয় তে রাখলাম

ভালো টিউন, কিন্তু একটা ব্যপারে যত্নশীল হওয়া দরকার ছিল। শব্দটা কিন্তু “ফন্ট (FONT)”,, ফ্রন্ট নয়। আজব লাগছে। তাড়াতাড়ি ঠিক করে ফেল।

Level New

notun kichu sikhlam….valo laglo

ভালো হইছে ভাই। আপনার টিউনটি উপকারী এবং আমার অনেক পছন্দ হয়েছে। 🙂

ভালো হয়েছে। মনে ধরার মতো।

@ধূপছায়া: tnx ভূলটা ধরিয়ে দেওয়ার জন্য

@এলিন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ

@Salman Nahid: প্রিয়তে রাখার জন্য ধন্যবাদ

@sugata2 দোয় কর্রবন যেন চালিয়ে যেতে পারি

@সকলকে ধন্যবাদ

Great Tune.I love it.

Level 0

বাংলা লেখার জন্য কি কিছু আছে?

Level 0

joss

Level 0

ভাই এমন ফ্রন্ত আসছে দেখা যায় না ?

Level 0

এত কস্ট কৈরা প্রিন্ট কৈরা আনলাম শেশ পর্জন্ত কি ফ্রন্ট আস্লো . মাথা নস্তো কৈরা দিছে কত্তো আসা কর্ছিলাম যে নিজের হাতের লেখা লেখব . তা ত আর হৈল না . Thx vai .

আসলে আপনি যে সাইজে ছবি সেভ করেছেন সেই সাইজেই ছীব আপলোড করেন৤ আশা করি ফন্ট দেখঅ যাবে

@skipper এখনও পাইনি পেলে জানিয়ে দেব

@নূরে করিম শুভ Thanks..

@Ruhul Amin আসলে আপনি যে সাইজে ছবি সেভ করেছেন সেই সাইজেই ছব আপলোড করেন৤ আশা করি ফন্ট দেখা যাবে

    Level 0

    ভাই আমার ছবি দিয়া হৈল না এই জন্ন আমি আপ্নার স্কিনসট দিয়া দেখসি তা অ লেখা দেখা যাইনা। @Tanzidul Islam:

Level 0

ভাই বাংলা ফন্টের কোন ব্যবস্থা থাকলে জানাবেন।

Level 0

বাহ! ভালো লাগলো।

অনেক ধন্যবাদ ভাই। এমন পোস্ট আরও চাই।

@হিমালয়: দেয়া করবেন যেন চালিয়ে যেতে পারি৤

Level 0

greet. i make it my self.

Thanks