ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি ব্লগের (থিমে এনকোডেড) ফুটার থেকে লিংক মুছে ফেলবেন যেভাবে।

ইতোমধ্যেই টিউনার রিয়া এ সম্পর্কিত একটা টিউট দিয়েছেন অনেক আগেই এখানে। যাই হোক আমার টিউটরিয়ালটি উনার টিউটরিয়াল থেকে একটু ভিন্ন। (উনি ফুটার এর এনকোডেড করা লিংক পরিবর্তন এর কথা লিখেছেন। আর আমি লিখছি ফুটার এনকোডেড না, তবে থিম এনকোডেড) অনেকেই দেখা যায় ব্লগের ফুটারে অন্যকোন সাইটের লিংক অথবা ওয়ার্ডপ্রেসের লিংক থাকুক তা চান না। সে জন্য ফুটারের লিংক মুছে ফেলতে চান। কিন্তু সব থিমে এই কাজটি করা সহজ হয় না। যেমন আজকাল অনেক প্রিমিয়াম মানের ফ্রী থিমের ফুটারে লিংক দেয়া থাকে যা আপনি footer.php ফাইলে লিংক গুলো দেখা স্বত্ত্বে ও পরিবর্তন করতে পারবেন না। লিংক পরিবর্তন করলেই সাইট কাজ করবে না। যেমন http://newwpthemes.com এই সাইট থেকে যদি থিম নামিয়ে কাজ করতে চান, আর ফুটারের লিংক গুলো পরিবর্তন করেন তাহলে সাইট কাজ করবে না এবং নিচের মেসেজটি দেখাবে।

This theme is released free for use under creative commons license. All links in the footer should remain intact. These links are all family friendly and will not hurt your site in any way. This great theme is brought to you for free by these supporters.

যাই হোক বকবক না করে কাজের কথায় আসি। থিমের ফুটারের লিংক মুছে ফেলতে হলে তিনটা ফাইলে পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন-

1. header.php
2. function.php
3. footer.php

প্রথমে header.php ফাইলটি ওপেন করুন। তারপর নিচের চিত্রের চিহ্নিত করা অংশের মতো এনকোড করা কোড খুজে বের করুন, বের করে মুছে ফেলুন। ফাইলটি সেভ করে ফেলুন।

এখন function.php ফাইলটি ওপেন করুন। তারপর নিচের চিত্রে চিহ্নিত করা অংশের কোডের মত সব কোড খুজে বের করুন। একটা বিষয় খেয়াল রেখে খুজবেন eval() । তাহলেই খুজে পেতে সুবিধা হবে। সব এনকোডেড কোড বের করে মুছে ফেলে সেভ করে ফেলুন।

এখন আপনি footer.php এ গিয়ে আপনার ইচ্ছা মতো লিংক পরিবর্তন বা মুছে ফেলতে পারেন।

পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ ।

Level 0

আমি সালেহ আহমদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 365 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন একটি টিউন দিলেন ভাই আমি অনেকদিন যাবত এমন একটি টিউন খুঁজছিলাম, ধন্যবাদ আপনাকে।

    Level 0

    আপনাকে ও ধন্যবাদ।

হুম ভাল নতুন দের অনেক কাজে আসবে !!

    Level 0

    হুম কাজে লাগলেই লেখার স্বার্থকতা পাব।

দারুন একটি টিউন দিলেন ভাই । ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাই। কাজে আসবে…..

কিছু কিছু ডেভলপার পুরা ফুটার অথবা গুরুত্বপূর্ণ অংশ এনকোড করে রাখে। সব মুছে দিলে খেল খতম। অনলাইনে অনেক ডি কোডার ও পাওয়া যায়। সেগুলো দিয়ে আগে চেষ্টা করা উচিত।

ছবিগুলি পূণরায় আপলোড করে দিলে খুশি হতাম। 🙂