ঝকঝকে তকতকে বাংলা পড়ুন, লিখুন, দেখুন। সাথে এ নিয়ে কিছু উপকারী প্যাঁচাল, আলোচনা, গবেষণা। আমি নতুনদের শিখাতে চাই, নতুনরা আসুন।

আসলামুয়ালাইকুম, সবাই ভালো আছেন তো ? সবাই ভালো থাকুন এই কামনা করি সবসময়। কিন্তু কেউ কেউ ভালো নেই সম্ভবত বাংলা ফন্ট সমস্যা নিয়ে। যাদের এই সমস্যা তাঁরা এই পোস্ট পড়ে খুশি হবেন ১০০%। ইন্টারনেটে আমার মত বাঙ্গালী সারাদিন বাংলা ব্লগগুলোতেই চলে যায়। এমন বাংলা ভক্তরা জানে, ইন্টারনেটে মাতৃভাষা বাংলা ঝকঝকে তকতকে ফন্টে পড়তে, দেখতে, লেখতে কতটা আনন্দ ! একজন বাংলা ব্লগার ভাই তাঁর প্রিয় বাংলা ব্লগটিকে সুন্দরভাবে সাজানোর সর্বোচ্চ চেষ্টা করে থাকেন। কিন্তু একজন পাঠক জানে সেই সুন্দর ব্লগটি পড়তে গিয়ে যদি তাঁর কম্পিউটারে বাংলা ফন্ট ঝকঝকে তকতকে সমাধান থেকে থাকে তাহলে সেই ব্লগটি দেখতে কত চমৎকার লাগে। আবার এও জানে যে, বাংলা ফন্ট ঝকঝকে তকতকে না দেখা গেলে কতটা বিশ্রী লাগে। আমার ব্লগটি দেখে অনেকেই আমাকে ইমেইলে ধন্যবাদ জানিয়েছেন, ব্লগটিকে নাকি দেখতে অনেক সুন্দর লেগেছে তাদের কাছে। হুম, মনে হয় তাদের কম্পিউটারে ফন্ট সমস্যা ছিলনা। কারণ, আমার ব্লগটি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে ডিজাইন করেছি। সেখানে বাংলা ফন্ট ভালো দেখালে ব্লগটি সুন্দর লাগারই কথা। ছোট একটি ব্যাপার নিয়ে অনেক প্যাঁচাল পারলাম। প্যাঁচাল খারাপ লাগলে ক্ষমা করে দিতে ভুলবেননা কিন্তু ! আপনি আপনার কম্পিউটারে বাংলা ফন্ট ঝকঝকে করতে পারেন নিচের ধাপগুলো অনুসরণ করে। তারপর দেখবেন ইন্টারনেটে বাংলা পড়ার মজা কত। চলুন পড়ে নেই... (যারা জানেন তাদের পড়ার প্রয়োজন নেই। তাঁরা পড়লে আমার দোষ নেই)
১. প্রথমে এখানে ক্লিক করে "icomplex Bangla" ডাউনলোড করে নিন।
২. ডাউনলোড করা হয়ে গেলে ডাউনলোড ফাইলটি ক্লিক করুন।
৩. একটি পপ আপ বক্স পাবেন। সেখান থেকে Run বাটন ক্লিক করুন।
৪. এবার আরও একটি পপ আপ বক্স পাবেন। সেখানে "Install Complex Script" বাটনটি ক্লিক করুন এবং কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
৪. হুম। আপনি পেরেছেন ! আপনার কাজ শেষ। এবার যেকোন বাংলা একটি ব্লগ বা ওয়েব সাইট ভিজিট করে বাংলা ফন্ট ঝকঝকে আসে কিনা যাচাই করে দেখুন।
৫. এখন আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা উপভোগ করুন। 😀 - ব্লগার মারুফ

Level 1

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা তো অভ্র’র সাথে অটোমেটিক ইন্সটল হয়।

    @ফ্রীওয়্যার সিজান ভাই, হয়না ভাই। হতেও পারে। আমার হয়নাই। গতকাল পিসিতে উইনডোজ দিলাম । অভ্র সেটআপ দিয়ে টিটিতে ঢুকেই ফন্ট দেখে মেজাজ টা খারাপ হয়ে গেল। তারপর এটা করে সমাধান হল।

      @ব্লগার মারুফ: জি ভাই, এই সমস্যা আমার-ও হয়েছিল। অভ্রতে অনেক সময় এই কমপ্লেক্স স্ক্রিপ্ট ইন্সটল করতে সমসয়া করে, তখন ফন্ট উলটাপালটা দেখা জায়। এই icomplex দিয়ে তখন কমপ্লেক্স স্ক্রিপ্ট রিমুভ করে রিইন্সটল করলেই ঠিক হয়ে জায়।