হিন্দি, ইংলিশ মুভির সাবটাইটেলের ঠিকভাবে টাইমিং হচ্ছে না?

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ্‌র রহমতে ভাল আছেন।

এটা টেকটিউনসে আমার প্রথম পোস্ট। এর আগে অন্যব্লগে টুকটাক লেখালেখি করেছি।

এখন যে টিউনটা পড়ছেন, এটা অন্য একটা সাইটে পোস্ট করেছিলাম।

টেকটিউনসের ভাইদের  জন্য আবার শেয়ার করছি।

হিন্দি, ইংলিশ মুভির সাবটাইটেলের ঠিকভাবে টাইমিং হচ্ছে না? তাহলে এখনই ঠিক করে নিন।

আমরা প্রায়ই সাবটাইটেল সহ মুভি দেখতে পছন্দ করি। তাই গুগলে সার্চ করে *srt আকারে সাবটাইটেল নামাই। কিন্তু অনেক সময় দেখা যায় মুভির সাবটাইটেলের ঠিকভাবে টাইমিং হয় না। মানে অভিনেতার ডায়লগের সাথে সাবটাইটেল মিলে না। যা বিরক্তিকর।
তাই আপনাদের জন্য নিয়ে এলাম একটি চমৎকার সফটওয়্যার যার নাম  Subtitle Workshop, যা দিয়ে খুব সহজেই ঠিক করতে পারবেন
ডাউনলোড লিঙ্ক

এবার  ইন্সটল করুন।

এবার কিভাবে কাজ করবেন?
সফটওয়্যারটি ওপেন করুন। ctrl+o চেপে বা file > load subtitle এ ক্লিক করে যে ফাইলটি এডিট করবেন তা সিলেক্ট করে ওপেন করুন।
মেনু থেকে Edit > Select all (বা Ctrl + A) করুন।
এবার the Edit > Timings > Adjust Subtitles ( বা Ctrl + B)
এইরকম ডায়লগ বক্স আসবে

এবার simple tab সিলেক্ট করে first spoken line এ মুভিটির প্রথম ডায়লগ এর সময় লিখুন
last spoken line এ শেষ ডায়লগ সময় লিখুন
এখন Adjust বাটনে ক্লিক করে ctrl+s চেপে সেভ করুন।
এবার আগের মত মুভিটি সাবটাইটেল সহ প্লে করে দেখুন এবং উপভোগ করুন।

এতক্ষণ ধৈর্য ধরে টিউটরিয়ালটি পড়ার জন্য ধন্যবাদ।
আমার এবং সকল টেকি ভাইদের জন্য দোয়া করবেন

Level 0

আমি আহমেদ ইমরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thank You.

Level 2

subtitle adjust er jonno onek gula down load kore milate maje maje jamelai hoi,
Lot of thanks for sharing this soft.

gom player e key board er ” key use kore subtitle sync kora jai.thanks for sharing this sw.