বাড়িয়ে নিন আপনার ভার্চুয়াল RAM- কম্পিউটারের গতি বাড়ান ১০০% !!

আশা করি ভাল আছেন। আজকে আপনাদের জন্য ছোট একটা টিপস নিয়ে হাজির হয়েছি। তবে টিপসটি ছোট হলেও কাজ কিন্তু ছোট নয়।

আমরা ইচ্ছা করলে খুব সহজেই ভার্চুয়াল RAM বাড়াতে পারি ফলে কম্পিউটার সিস্টেমের গতি বৃদ্ধি পাবে। তাহলে দেরি কেন? নিজের পদ্ধতি গুলো অনুসরন করুন।

  1. 'My Computer' আইকনে রাইট ক্লিক করুন।
  2. Properties এ যান।
  3. 'Advanced' tab এ ক্লিক করুন।
  4. 'Performance' এর নিচের 'Settings' এ ক্লিক করুন।
  5. pops up উইন্ডো থেকে 'Advanced এ ক্লিক করুন।
  6. Virtual Memory এর নিচের বাটন Change এ ক্লিক করুন।
  7. Custom Size বাটনে ক্লিক করুন।
  8. এখন আপনার হার্ড ডিস্ক এর জায়গা অনুযায়ি Initial size এ 1000-1500 এবং Maximum size এ 2000-2500 টাইপ করুন।
  9. এখন 'Set' বাটনে ক্লিক করুন।

ব্যাস কাজ শেষ!

কম্পিউটার রিস্টার্ট নিন আর পার্থক্য দেখুন।

আশা করি সবার কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর পোস্ট! তবে যাদের হারড ডিস্ক স্পেস কম তারা কমিয়ে করবেন আর যাদের স্পেস বেশি তারা হাসান ভাইয়ের কথা ১০০% অনুসরণ করতে পারেন।
তবে যে ড্রাইভে ও এস ইন্সটল করা আছে তা বাদ দিয়ে অন্য ড্রাইভে করাতাই ভাল। এতে স্পীড ভাল পাওয়া যায়। হাসান ভাইকে ধন্যবাদ।

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ ভাই টিউনটির জন্য।

আগে থেকে জানতাম তারপর ও শেয়ার করার জন্য ধন্যবাদ।
ভাল টিউন।

Level 0

ভাই এই টিউন টি আগে হয়েছে।

    ভাই লিঙ্কটা দিলে খুশি হতাম।
    ধন্যবাদ।

    Level 0

    ভাই কিছু মনে করেন না। এরকম আসলেই একটা হয়েছে। তবে এভাবে বিস্তারিত জানাতাম না। আপনাকে অবশ্যই ধন্যবাদ এইজন্য। আর লিংক টা হচেছ https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/6572/

    আপনিতো বেশ কাজের লোক দেখছি। প্রায় ১ বছর আগের টিউন খুজে বের করেছেন। 😛
    যদিও ঐ টিউন পড়ে কিছুই বুঝি নাই।
    ধন্যবাদ আশিক ভাই।

    Level 0

    আপনার টা ভাই অনেক সুন্দর হয়েছে। এবং আসলেই দারুন কাজের। পিসি অনেক স্পিড হয়ে গেছে। ধন্যবাদ ভাই

আমারটা তো দেখি ২০৪৬ মেগাবাইট সিলেক্ট করা আছে। আরো বাড়াইয়া দিমু নাকি ? আমার হার্ডডিস্ক ৫০০ গিগা , আর র‌্যাম ২ মেগা।
“তবে যে ড্রাইভে ও এস ইন্সটল করা আছে তা বাদ দিয়ে অন্য ড্রাইভে করাটাই ভাল।”- এই কথা দ্বারা DJ ARIF ROCKS ভাই কি বুঝাতে চেয়েছে, জানেন নাকি? ড্রাইভে ও এস ইন্সটল করা আছে, মানে কি ?

(আল্লাহ তুমি ইন্টারনেট স্পীড বাড়াইয়া দাও, দরকার হলে এর জন্য কম্পিউটারের স্পীড বিসর্জন দিতেও রাজি আছি ।)

ভাল টিপস ধন্যবাদ।
আমার হার্ড ডিস্ক ৮০ জিবি এক্সট্রানাল হার্ড ডিস্ক ব্যবহার করি আমার র‌্যাম ৪ গিগা প্রসেসর ২.৮ ডুয়েল কোর।আমি কত পর্যন্ত বারিয়ে নিতে পারব?

অনেক আগে থেকে জানতাম ! মনে করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ যোবায়ের ভাই !

ভাই , কোন RAM লাগানো ছাড়াই My Computer Properties – এ অতিরিক্ত RAM যোগ করা যায় , এরকম কোন পিস থাকলে একটু জানাবেন ।

নতুনদের জন্য ভাল একটি টিপস । ধন্যবাদ ।

Level 0

সুন্দর একটি টিপস, ধন্যবাদ।

আগে জানতাম না । ধন্যবাদ হাসান যোবায়ের ভাই । ট্রাই করে দেখি ।

Level 2

সুন্দর একটি টিপস, ধন্যবাদ হাসান যোবায়ের (আল-ফাতাহ)।

ধন্যবাদ যোবায়র ভাই, সুন্দর একটি টিপস সবার জন্য শেয়ার করার জন্য ।

Level 0

ভাই এটা কি win 7 এতে কাজ করবে ? আমি win 7 use করি । এই ভাবে আমি চেষ্টা করেছি কিন্তু হচ্ছেনা । ধন্যবাদ

Level 0

windows 7 er jonno kuno trips khuje paina…………….plz help me
01911-008181

Level 0

win 7 er tips not available everywhere , but how can i get win 7 trips/plz help me