লালমনিরহাট টু ঢাকা গামী লালমনি এক্সপ্রেস ট্রেন টি ট্রাক করুন আর জেনে নিন ট্রেনটি এখন কোথায়? একদম ফ্রি….ট্রাকিং!!!!

লালমনিরহাট টু ঢাকা গামী লালমনি এক্সপ্রেস ট্রেন টি ট্রাক করুন আর জেনে নিন ট্রেনটি এখন কোথায়? একদম ফ্রি....ট্রাকিং!!!!

‘‘ ধন্যবাদ বাংলাদেশ রেলওয়ে ’’

শুধুমাত্র যারা জানেন না তাদের জন্য, আমার কাছে নতুন তাই শেয়ার করলাম।

ট্রেনটিকে ট্রাক করতে যা যা লাগবে.....

১। শুধুমাত্র জিপির সংযোগ সহ মোবাইল ফোন।

এইমাত্র আমার বন্ধুর কাছে খবর টা পেয়ে সবার সাথে শেয়ার করলাম।

আপনি যদি লালমনির হাট থেকে ঢাকা যেতে চান তাহলে নিচের মত করে কাজটি করুন:

১। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন  TR 752

২। পাঠিয়ে দিন  16318

৩। ফিরতি এসএমএস এ দেখে নিন ট্রেন টির অবস্থান।

আপনি যদি ঢাকা থেকে লালমনির হাট যেতে চান তাহলে নিচের মত করে কাজটি করুন:

১। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন TR 751

২। পাঠিয়ে দিন 16318

৩। ফিরতি এসএমএস এ দেখে নিন ট্রেন টির অবস্থান।

এভাবে আমার জানা মতে ৫টি ট্রেনের পজিশন চেক করা যায়। TR লিখে স্পেস দিতে ভুলবেন না।

একদম ফ্রি !!!

আমার ছোট্ট একটা সাইট আছে সময় থাকলে একবার ঘুরে আসতে পারেন। প্লিজ কোন খারাপ মন্তব্য করবেন না। যদি আগে প্রকাশ হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি skytipsbd। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 233 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

নতুন করে জানলাম। ধন্যবাদ।

    Level 0

    @kazirhut: আপনাকেও ধন্যবাদ।

Level 0

ভাই SMS ই গেলো না……

    Level 0

    @raj_pbn21: 10000000% kaj hoy, vai gp theke try koren, sending No. check koren. TR 751—–16318

Nice.কাজ হয়েছে।ধন্যবাদ শেয়ার করার জন্য

Level 0

@Tahmid Hasan: thank you, apner site ta deklam.

এইটা সব ট্রেন এর ই দেখা সনভব। ট্রেন এর নাম coach name দিয়া দিলে ই হবে

    Level 0

    @Nahid Talukdar</a আপাতত আমার জানামতে ৫টি ট্রেনে সম্ভব। এ ব্যাপারে সবাই শেয়ার করতে পারলে ভাল হত।