এবার Computer বন্ধ হবে ১ সেকেন্ডে (সাথে রয়েছে ২টি মজার টিপস)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


১। কি শিরোনাম দেখে আজব হয়ে গেলেন! আমিও আজব হয়ে গেলাম@ আমার কম্পিউটারে সফট টা ছিল! আমি জানতাম না এটা দিয়ে কি করা যায়, আমি যখন কোন টিউন করি আগে নিজে দেখি, আসলে কি ঠিক নাকি, সেজন্য আমি নিজেই এক ক্লিক করে দেখি আমার কম্পিউটার বন্ধ! দেখে আজব হয়ে গেলাম!

এবার আপনি এই খান থেকে ডাউনলোড করে একবার ক্লিক করে দেখুন! আপ্নিও আজব হবেন।
২।। দারুন এক মজার সফট এই সফট এ আপনি Click Me তে ক্লিক করতে পারেন কি না দেখুন? ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

৩। আপনিকি ফাজিল? উত্তর দিন এখানেঃ এটা সাইফুল ভাইয়ের ফেসবুক থেকে নেওয়া।

ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভি কন ফাইল নাই ?

Level 0

ভাই কোন ফাইল নাই ?

Unzip করার পর দেখি ভেতরে কোন কিছু নাই। কি ফাইল দিলেন?

    @ফ্রীওয়্যার সিজান: জানিনা কেন এমন হল @ এখন ঠিক আছে দেখতে পারেন @ ধন্যবাদ

কিন্তু আপনি যে ফাইল্টা দিলেন সেটাতো ম্যালয়ার হিসাবে এন্টিভাইরাস ডিটেক্ট করে । 🙁

    @newmission17: না এই রকম তো হবার কথা না @ আপনি এন্টিভাইরাস কিছুক্ষণ অপ করে দেখতে পারেন @ ধন্যবাদ

Level 0

ভাই এটা তো ভাইরাস ফাইল…আনজিপ করার সাথে সাথেই খেয়ে পেলে…তাইলে তো এক ক্লিকে অফ করতে হয়লে অ্যান্টিভাইরাস অফ করে করতে হবে…।। হাহাহা ভাল মজা দিলেন

    @meglariad: কই আমার তো এন্টিভাইরাস এমন হল না@ আমি Avast ব্যবহার করি।

Level New

বেশ মজার ভাই! ক্লিক তো করতে পারলাম না কিন্তু ঐ টাকে কম্পিউটার থেকে আনইন্সটল করব কিভাবে?

    @molla_81: Click Me চালু করার পর বন্ধ করতে হলে কি-বোর্ড থেকে CTRL+SHIFT+ESC কি এক সাথে চেপে ধরুন, তাহলে একটি বক্স আসবে এবার Processes বাটনে ক্লিক করে Mojar Tips এ ক্লিক করে End Process এ ক্লিক করুন তাহলে বন্ধ হয়ে যাবে @ ধন্যবাদ

AMR BITDEFENDR SHAHEB TOH DOWNLOAD E KORTE DILO NAH 2 NO. TA 😛

ভালো টিউন করেছেন। আপনাকে ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ ভাই লিঙ্ক থিক আছে ।