নোটপ্যাডের সাহায্যে ফোল্ডারে আইকন ও পিকচার যোগ করা + বোনাস আইকন

প্রথমে ফোল্ডারে পিকচার যোগ করার পদ্ধতি বলি। প্রথমে নোটপ্যাড চালু করুন এবং নিচের লাইন গুলো লিখুন।
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image=Picture.JPG

এবার যে ফোল্ডারের ব্যাকগ্রাউন্ডে ছবি যোগ করতে চান সে ফোল্ডারে লেখাগুলো desktop.ini নামে সেভ করুন এবং ঐ ফোল্ডারে Picture.jpg নামে একটি JPEG ফরমেটের পিকচার ফাইল রাখুন। এবার F5 দিয়ে ফোল্ডার রিফ্রেস করলে ফোল্ডারের ব্যাকগ্রাউন্ডে আপনার দেয়া ছবি দেখতে পাবেন।
ফোল্ডারে আইকন যোগ করতে প্রথমে নোটপ্যাড চালু করুন এবং নিচের লাইন গুলো লিখুন।
[.ShellClassInfo]
IconFile=Icon.ico
IconIndex=0

এবার যে ফোল্ডারের আইকন যোগ করতে চান সে ফোল্ডারে লেখাগুলো desktop.ini নামে সেভ করুন এবং ঐ ফোল্ডারে Icon.ico নামে একটি আইকন ফাইল রাখুন। এবার F5 দিয়ে ফোল্ডার রিফ্রেস করলে ফোল্ডারের আইকনের পরিবর্তন দেখতে পাবেন।
ফোল্ডারে আইকন ও পিকচার একসাথে যোগ করতে চাইলে প্রথমে ফোল্ডারে দেয়া কোডগুলো লিখে আইকনে দেয়া কোড গুলো লিখতে হবে। তারপর desktop.ini নামে সেভ করে পিকচার ও আইকন ফাইল দুটি ঐ ফোল্ডারে দিতে হবে।
বোনাস হিসেবে কিছু আকর্ষনীয় আইকন এখানে দেয়া হল।
ডিজিটাল বাংলাদেশের একটি ছবি এখান থেকে ডাইনলোড করেতে পারেন। সুন্দর লাগলে কমেন্ট করবেন।

Level 0

আমি মোঃ মাহমুদুল হাসান সোহাগ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 530 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সব কিছুর জন্যই প্রস্তুত থাকি, এমনকি মৃত্যুর জন্যও...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    ভাই টেটিতে সার্চ দিয়ে ফোল্ডারে ছবি যোগ করা পেয়েছি। তবে আইকন যোগ কবার টিউন পাইনি। তবে বোনাস আইকন এবং ডিজিটাল বাংলাদেশের ছবিটি ১০০% নতুন।

anok ager

আমিও ফোল্ডার এর পিছনে ছবি যোগ করাটা পারি কিন্তু নোটপ্যাড এর সাহায্যে আইকন যোগ করাটা পারি না। শিখে ধন্য হইলাম।

ইহা উইন৭ এ কাজ করেনা মনে হয় উইন৭ কিভাবে ফোল্ডারের পিছনে ছবি যোগ করা যায় দয়া করেন বলেন।

    আমি উইন্ডোজ ৭ চালাইনা। তবে বন্ধুর বাসায় উইর৭ এ ট্রাই করে দেখি। সফল হলে বলব। ধন্যবাদ।

অনেক কিছু জানতে পারলাম।
ধন্যবাদ

ধন্যবাদ

Green Tanks

++++++++++++++++++ = you

============= || || || / || || // ||===========
|| || || || / || || // ||
|| || || || / || || // ||
|| || || || / || || // ||
||

বাকি টুকু পরে বলে দিব।

    ============= || || || / || || // ||===========
    || || || || / || || // ||
    || || || || / || || // ||
    || || || || / || || // ||
    ||

    ভাই এগুলোর অর্থ কি?

চেষ্টা করলাম। কিন্তু পারলাম না। এটা কি উইন্ডোজ় সেভেনে কাজ করেনা?