৩০০ তম টিউনের শুভেচ্ছা! সাজিয়ে রাখুন আপনার প্রিয় সফট গুলোকে (রাখুন হাতের নাগালে)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ আমার ৩০০ তম টিউনের এর পর্ব ! জানিনা কিভাবে টেকটিউন্স এ আমার ৩০০ তম টিউন হয়ে গেল, আসলে আমার এখনো কিছু শিখাই হয় নাই, এখনো শিখতে আছি আমার প্রিয় টেকটিউন্স সাইট থেকে আর শিখা থেকে আজ ৩০০ তম টিউনে পা রাখলাম, সময় পেয়েছি তাই শিখতে পেরেছি, এখনো কাজের চাপের এবং কি পরিবারেরও চাপ এখন বুঝতে পেরেছি টেকটিউন্স এর টিপটিউনারদের দেখা যাচ্ছে না কেন!! এমন এক সময় আসে সবাই তখন পরিবার/নিজের কাজের জড়িয়ে পড়ে, আমার ও মনে হয় সামনে আমার একই অবস্থা হবে বুঝা যাচ্ছে! তবুও হাজারও ব্যস্ততার মাঝে উঁকি মারতে চেষ্টা করব আমার প্রিয় সাইটে। আর সকলের নিকট দোয়া রইল, যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকি মানুষের খেদমত/উপকার করে যেতে পারি।

আর কথা না বাড়িয়ে আপনাদের জন্য ৩০০ তম টিউন উপক্ষ্যে নিয়ে আসলাম Autoplay menu builder নামে কাজের একটি সফট! আমাদের কম্পিউটারে এলোমেলো ভাবে অনেক সফট থাকে, কাজের প্রয়োজনে পাওয়া যায় কিন্তু আপনি যদি এই সফট দিয়ে আপনার কাজের সফট গুলো রাখতে চান এই Autoplay menu builder অনেক কাজে দিবে আপনার আমারও অনেক কাজে দিয়েছে। আশা করি আপনার অনেক ভাল লাগবে।
প্রথমে এখান থেকে Autoplay menu builder সফটটি ডাউনলোড করে নিয়ে চালু করুন।

তাহলে নিচের মত পরিবেশ দেখা যাবে।

এখন আমাদের কাজ হল টেমপেল্ট তৈরি করা আপনি যদি ফটোশপে ভাল কাজ জানেন তাহলে উপরের মাপের একটি টেমপেল্ট তৈরি করুন।

এবার আমরা আমাদের তৈরি করা এই টেম্পেল্ট কে নিতে হলে নিচের নিয়ম অনুসরণ করুন।

তাহলে নিচের মত আমাদের ডিজাইনটি শো করবে।

এবার আমাদের কাজ হল সফট এর লিংক/ লেখা দেওয়া। তাহলে অনুসরণ করুন নিচের নিয়ম গুলো।
Tool বার থেকে Hot Label বাটনে ক্লিক করে আপনার পছন্দের সফট এর লেখা লিখুন আমি KM PLAYER এর নাম লিখলাম আপ্নারা আপনাদের প্রয়োজনীয় সফট এর নাম লিখুন। আর লেখার সাইজ/ লেখার কালার চেঞ্জ করুন এই Properties বার থেকে।

এবার আমাদের কাজ হচ্ছে Action দেওয়া মানে আমরা Km player যে লিখেছে এই Km player ক্লিক করলে কি হবে তা Action এ উল্লেখ করে দিতে হবে। নিচের মত করে।

Action Type থেকে আপনার পছন্দের Action সিলেক্ট করুন

এই ভাবে নিচের মত লেখা লিখে উপরের নিয়মের মত কাজ করুন।

এবার Test বাটনে ক্লিক করে দেখুন কেমন হয়েছে! সবগুলো বাটন ঠিক মত কাজ করছে নাকি!আর আমাদের ডিজাইনের মধ্যে এনিমেশন লেখা দিতে হলে Text Anamition বাটনে ক্লিক করে এনিমেশন লেখা লিখুন। তাহলে ডিজাইনের লেখাগুলো এনিমেশন হবে।

ইচ্ছা করলে আপনি আরো অনেক সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবেন বিভিন্ন সেভ/ইমেজ/সাউন্ড দিয়ে।

ব্যাস কাজ শেষ সেভ করে রাখুন।

৩০০ তম টিউনে আমি আর টিউনারগণঃ
টিউনারগনঃ হোছাইন ভাই আপনি তো ৩০০ তম টিউন করে ফেললেন আমাদের মিষ্টি খাওয়াবেন না!
আমিঃ  এত কষ্ট করে আমি ৩০০ তম টিউন করলাম আর আমি আপনাদের মিষ্টি খাওয়াবো আপনারা আমারে মিষ্টি খাওয়াবেন! ঠিক আছে আর কিছুদিন অপেক্ষা করুন বিয়ের মিষ্টি সহ ৩০০ তম টিউনের মিষ্টি এক সাথে খাওয়াবো!

১। বর সেজে আছিঃ

২। মিষ্টি নিয়ে আসছি!

অপেক্ষা করুন!!
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

৩০০ তম টিউন আমাদের উপহার দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জানি এই লম্বা পথ পাড়ি দেয়া সহজ ছিল না। এগিয়ে যান ভাই। অনেক শুভ কামনা রইল আপনার জন্য।

    @রাহাতুল ইসলাম: অনেক অনেক ধন্যবাদ প্রথম টিউমেন্টটা পেয়ে অনেক খুশি হলাম @ আর আপনার থেকে কিছু ভাল টিউন চাই ।

ধন্যবাদ… আর আপনাকে তিন ট্রাক গোলাপ ফুলের শুভেচ্ছা (১-৩০০) তম টিউনে এত ভাল ভাল সফটওয়্যার শেয়ার করার জন্য।

    @ফ্রীওয়্যার সিজান: আপাতত ১টা গোলাপ দিলে হবে @ ধন্যবাদ ভাই

আপনাকে অভিনন্দন । শুভকামনা রইল আপনার জন্য !

আর একটা কথা, মিষ্টিগুলো কিন্তু দারুন !! 😛

    @Mallik Galib Shahriar: এগুলো তো আসল মিষ্টি না আসল মিষ্টি জন্য আর কিছুদিন অপেক্ষা করুন:)

শুভেচ্ছা রইলো ভাই ।

আপনার এই পথচলা সত্যিই খুব সুন্দর ছিল। আপনি আরও বহুদূর যাবেন এই শুভকামনা রইল আপনার জন্য।
মিষ্টি ওয়েটিং… টেনশন টেনশন…। হাহাহা… ধন্যবাদ।

    @ইঞ্জিনিয়ার টুটুল: আপনারা দোয়া করলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারব @ আর মিষ্টি জন্য কোন টেনশন করবেন না:)

nice all u r tune bro…………………..

ভাই আপনার ৩০০ তম Tune কে শুভেচ্ছা। তবে Download Link গুলো ZippyShare বাদে অন্য কোথাও দিলে ভাল হয়না? এর আগের tuner আপনার English to Bangla Dictionary Download করতে আমি কাহিল। ২ বার তীরে এসে তরী ডুবল। মাঝ থেকে আমার Megabyte শেষ। আর ZippyShare তো Resume সাপোর্ট করেনা, আর Speed কম। তবে আপনার Tune গুলো অসাধারণ। সেই সাথে মিষ্টিগুলো !!!

    @Maidul Islam Mithu: ঠিক আছে বাকি গুলো অন্য সাইটে দিতে চেষ্টা করব। আর আপনি বলেন কোন সাইতে আপলোড করলে আপনার ভাল হবে @ ধন্যবাদ

৩০০ তম টিউন আমাদের উপহার দেয়ার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাই

ahh!300তম টিউন এ ৩০০ টা মিষ্টি খাইলাম

    @IHK শাওন: একসাথে ৩০০ টা খাইলেন:)) @ আর বাকিদের জন্য কিছু রাখেন @ ধন্যবাদ ভাই

Level 0

অনেক অনেক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি ।
অনেক কিছু পেয়েছি আপনার টিউন গুলো থেকে ।
আশা করি পরবর্তীতেও তার ধারাবাহিকতা বজায় থাকবে ।

Level New

আপনাকে অভিনন্দন । শুভকামনা রইল আপনার জন্য.

অভিনন্দন জানাই ৩০০ তম টিউনের জন্য। আপনার সুন্দর সুন্দর টিউনগুলো থেকে আমি অনেক কিছুই শিখার চেষ্টা করেছি। বিয়ের পর আবার আমাদের ভুলে যাবেন না তো?………………….

    @জাহাঙ্গীর: আপনাদের কি ভুলে থাকতে পারি যতক্ষন আছি আপনাদের সাথে আছি (ইনশাআল্লাহ) @ ধন্যবাদ

হোছাইন ভাই, আপনার “জানতে চায়, জানাতে চায়” এই প্রয়াস কত মানুষের উপকার করছে আপনি নিজেও জানেন না। আমার কাছে আপনার এই প্রয়াসকে ‘সাদকায়ে জারিয়া’ বলে মনে হয়েছে। আমি নিয়মিত আপনার টিউন পড়ি। আশা করি ভবিষ্যতেও এভাবেই পাশে থাকবেন। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, সেই সাথে দোয়া করি- খুব তাড়াতাড়ি ঘরে ফুটফুটে নতুন অতিথির আগমণ ঘটুক।

    @আজিজুর রহমান দুলাল: দোয়া করবেন @ আপনার দোয়া যেন আল্লাহ কবুল করেন (আমিন) @ ধন্যবাদ

Level 0

অভিনন্দন এবং ধন্যবাদ।

অভিনন্দন এবং ধন্যবাদ।

হোছাইন ভাই, প্রথমেই অভিনন্দন জানাই আপনাকে। আপনার টিউন থেকে অনেক কিছুই শিখেছি। ভবিষ্যতে আরও শিখতে পারবো বলে আশা করি। আল্লাহ্‌ আপনাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য তৌফিক দান করুক। আমিও সাথে আছি।

    @FAIYAJ BIN REZA: জানিনা আমার টিউন থেকে কেমন শিখছেন! তবুও চেষ্টা করি ভাল কিছু দেবার জন্য @ ধন্যবাদ সাথে থাকুন।

Level New

আপনার টিউন থেকে অনেক কিছু শিখেছি, আপনাকে অনেক ধন্যবাদ, আমরা আপনার 3000 তম টিউন এর জন্য অপেক্ষা করছি…আল্লাহ আপনার মঙ্গল করুন

    @kader313bdguy: ৩০০০ টিউন বলা সহজ কিন্তু এই ৩০০০ হাজার এর পথ কত যে কঠিন এটা টিউনারগণ এ ভাল জানেন! তবুও দোয়া করবেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। @ ধন্যবাদ

ট্রিপল সেঞ্চুরী-তম টিউনে আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভ কামনা রইল আপনার বিবাহ পরবর্তী জীবনের জন্য……!!

অনেক অনেক অভিনন্দন হোছাইন ভাই

Level 0

Congratulation……….