ওয়ারিদে বিনা মুল্যে change করুন FNF নাম্বার, সম্পুর্ন আনলিমিটেড ফ্রি এসএমএস পাঠান যে কোন ওয়ারিদ নাম্বারে!!!!!!

আমার এই টিউন টি আমি "হাসান যোবায়ের" ভাই কে উৎসর্গ করলাম,আমার অত্যান্ত প্রিয় একজন টিউনার।

হয়ত এই service টির কথা অনেকে জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য আমার এই টিউন।

আমরা অনেকে ওয়ারিদ use করি। অনেকেই হয়তো জানিনা যে ওয়ারিদ E-Portal নামে একটি সেবা চালু করেছে। এই E-Portal এর মাধ্যমে আপনি বিনামুল্যে FNF নাম্বার change করতে পারবেন। এছাড়া সকল ওয়ারিদে ফ্রী আনলিমিটেড এসএমএস পাঠাতে পারবেন, আরো পারবেন balance check করতে, কোন নাম্বারে কত মিনিট ও কত টাকার কথা বলেছেন। আসুন দেখি,

প্রথমে নিচের লিঙ্কে যান, এবং নিচের step গুলো follow করুন।

CLICK HERE

1

১. উপরের মত একটি পেজ আসবে। creat profile,"click here" এ click করুন।

2

২. একটি registration form আসবে। জাস্ট আপনার ওয়ারিদ মোবাইল নাম্বার দিয়ে "submit" এ ক্লিক করুন। দেখবেন সাথে সাথে আপনার মোবাইলে 3161 থেকে এসএমএস এসেছে। এই এসএমএস এ আপনার "activation code" টি থাকবে।

3

৩. "submit" এ ক্লিক করার পর এই পেইজ টি আসবে। উপরের বক্সটিতে আপনার মোবাইলে আসা "activation code" টি টাইপ করুন। নিচের দুটি বক্সে আপনার পাসওয়ার্ড দিন।পুনরায় submit দিন।সব ঠিক থাকলে আপনার মোবাইলে ৩১৬১ থেকে susses sms আসবে যাতে আপনার user name থাকবে।

4

৪.আপনার User name and Password দিয়ে "Sign in" করুন।

5

৫.FNF নাম্বার change করতে ক্লিক করুন, "My service" এর "Friends and Family" tab এ।

6

৬. উপরুক্ত পদ্ধতি তে বিনামুল্যে fnf নাম্বার সেট বা ডিলিট করুন।কখনো fnf নাম্বার replace করবেন না।এটি ফ্রী নয়। কোন নতুন নাম্বার সেট করতে পুরাতন নাম্বারটি ডিলিট করে তারপর নতুন নাম্বার টি add করুন।

7

৭. ফ্রী এসএমএস পাঠাতে "My service" এর "Web to sms" tab এ যান। ১ম ঘরে কাংখিত ওয়ারিদ নাম্বারটি টাইপ করে add বাটনে click করুন তারপর এসএমএস লিখে send বাটনে click করুন।

8

9

৮."My Bill info" এর "Prepaid call details" এর মাধ্যমে জানতে পারবেন কোন মোবাইলে কতক্ষন কত টাকার কথা বলেছেন।

10

৯. "My Bill info" এর "Recharge history" এর মাধ্যমে জানতে পারবেন আপনার Account  recharge history

11

১০. "My Bill info" এর "Account information" এর মাধ্যমে জানতে পারবেন আপনার Account status.

12

১১. "My service" এর "Address book" এর মাধ্যমে রাখতে পারবেন আপনার সকল নাম্বার এর backup, যার ফলে সিম হারালেও থাকবে না নাম্বার হারানোর ভয়।

অনেক সময় নিয়ে টিউনটি, গুছিয়ে করার চেষ্টা করেছি।কতটুকু পেরেছি তা আপনারা ভাল বলতে পারবেন।কোন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর চোখে দেখবেন।

ভাল থাকবেন। ধন্যবাদ সবাই কে।

আকাশ

Level 0

আমি শুভ্র আকাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 1922 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ, আকাশ০১৯১। কাজ হয়েছে।

পুরনো খবর। এটা নিয়ে অনেক আগে একবার টিউন করেছি। তবুও ধন্যবাদ।

https://www.techtunes.io/internet/tune-id/18543/

    ভাই ২৫ জানুয়ারির টিউন।সময়ের অভাবে search দিয়ে দেখতে পারিনি

কোন ভুল নাই। যারা ওয়ারিদ সীম ব্যবহার করেন তাদের জন্য অত্যান্ত ভাল সার্ভিসটি। টিউনারকে অসংখ্য ধন্যবাদ।

ভাই অনেক আগে এটা খুলত। এখন খুলেনা কারন কি বলতে পারেন। নাম্বার ও Password দিলেও না।

eportal ব্যবহার করি অনেক দিন যাবৎ।তবে কোনো দিন এনিয়া টিউন করি নাই।ধন্যবাদ আপনাকে।
আমি ভাই ওয়ারিদের ভক্ত। ওয়ারিদ বাংলাদেশে সার্ভিস চালু করার পর থেকেই গ্রামীন ছেড়ে আছি ওয়ারিদের সাথে।কল রেটে আমি খুবি সন্তুস্ট।

ভাই এটা আগে থেকেই জানা ছিলো। তারপরেও ধন্যবাদ।

Level 0

তারপর ও অনেক সুন্দর & গোছানো টিউন ।

ওয়ারিদ প্রথম থেকেই এই সেবাটি দিচ্ছে। আর লোগো পরিবর্তন করার পর e-portal নাম দিছে।

অনেক ধন্যবাদ এক্তি সুন্দর টিউন উপহার দেয়ার জন্য………।