অনলাইন মার্কেটপ্লেসে কাজ পাওয়ার গোপন রহস্য। কয়েক দিনের মধ্যে কাজের অফার পেতে পারেন…

অনলাইনে আমরা অনেকে কাজ করি আবার অনেকে কাজ খুজি। যারা কাজ করেন বা যারা কাজ এর চেষ্টা করছেন, উভয়ের জন্য উপহার দিলাম আমার এই ছোট্র টিপস।

যারা নির্দিষ্ট মার্কেটপ্লেসে কাজ করেন তারা সাধারনত অন্য মার্কেটপ্লেসে যেতে চান না। কারন কষ্ট-টা খুব বেশি প্রথম স্টেপে। যাই হোক যারা রকস্টার ফ্রী-ল্যান্সার তাদের জন্য এই পোষ্ট-টি না কেননা, অনলাইনে আর্নিং রিলেটেড কোন পোষ্ট তাদের জন্য নয়। কারন , তারা সফল...তারা জানেন এর নারি নক্ষত্র। যারা রকস্টার তদের কাছে অনুরোধ রইলো পোস্ট-টির রিভিউ দেয়া।

আসলে সামান্য কিছু টিপস মাথায় রাখলেই অনলাইনে উপার্জনের কৌশল আয়ত্তে আনা যায়। অনেকে সবেই জানেন কিন্তু এর সঠিক ব্যবহার জানেন না। বাজ্ঞালীকে মন খুলে জ্ঞান দিতে খুব মেজাজ খারাপ হয়। কারন, কেউ যদি প্রশ্ন করে যে ভাই কি ভাবে অমুক কাজ টা করবো, আসলে আমি তো অমুক অমুক কাজ জানি ... এটা কি হবে...

যাই হোক কষ্ট করে উত্তর দেয়ার পর তারা যদি বলে ও ভাই এটা তো অনেক আগে থেকে জানি। টিটি বা অমুক জায়গায় টিউন পড়েছি... অমুক তমুক...

মেজাজ টা কেমন করে বলুনতো......

যাই হোক এমন প্রশ্নের উত্তর যদি আবার একটু জটিল করে দেই , তাইলে বেশ চুপ... বাজ্ঞালি ...... যাই হোক , মনের কথা,অভিমান,রাগ যা এখানেই(নেটে) লিখি। বাস্তবে আর প্রকাশ করা হয় না।

এই কথা গুলো বলার কারন আপনি... মানে আমি আপনাকে সহজ সরল ভাষায় বলব। তাই, হেয়ালি করলে আমার কিছু যায় আসে না।আমি সাধারন একজন মানুষ আর রকস্টার ফ্রী-ল্যান্সারও না।। কিন্তু যদি নিচের উপদেশ গুলো ফলো করেন , হয়তো আপনার ভালো কাজে দিবে।

  • যে কোন মার্কেটপ্লেসে কাজ শুরু করার আগে আপনার ধৈর্য্য -টাকে ঠিক করে নিন , নয়তো এই পোষ্ট-টাও আপনার কোন কাজে আসবে না।
  • কাজের ও সময়ের প্রতি যত্নশীল মানুষিকতা তৈরী করুন।
  • কানা-মামার থেকে নাই মামা ভালো (পারসোনাল থিউরি) এই নীতি-টা মানুন।
  • যেকোন মার্কেটপ্লেসে কাজ শুরু করার সময় লোভে পরে জবের পেছনে না ছুটে আপনার প্রোফাইলের পেছনে ছুটুন।
  • কাজের জন্য নির্দিষ্ট সময় ঠিক করুন।

এবারে আসি একটা বাস্তব উদাহরনে আর আমরা ফাইবার-কে বেছে নেব এই উদাহরনের জন্য।

আপনি হাজার-টা মার্কেটপ্লেসে না ছুটে ফাইবারের পেছনে ছূটতে পারেন। কারন-যেটা সহয লভ্য নয় , সেটাকে টার্গেট করা বুদ্ধি মানের কাজ।

ফাইবার একটু কঠিন কারন-

  • ফাইবারের পেমেন্ট সিস্টেম পে-পাল, যা বাংলাদেশে সাপোর্ট করে না। আর শুধু বাংলাদেশ কেন, অনেক দেশ এটা সাপোর্ট করে না। বাংলাদেশ, ভারত, পাকিস্তান,ফিলিপাইন হল সবথেকে গার্মেন্টস(অনলাইন মার্কেটপ্লেস) এ জব করার পোকা । সরি, কিছু মনে করবেন না, অনলাইন-মার্কেট প্লেস এর প্রতিযোগিতা দেখে মনে হয় এর চেয়ে গার্মেন্টস ও ভালো। এর এটা-কে গার্মেন্টস বনাইছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান,ফিলিপাইন এর মত দেশগুলো যারা কিনা ফটোকপির দোকানের দরে জিনিস সাপ্লাই দেয়ার চিন্তা আগে করে। তো এই পেপাল সমস্যাটাই হল আমাদের + পয়েন্ট। কারন এর জন্য ফাইবার-কে আমার গার্মেন্টস মনে হয় না। ৯৯ডিজাইন-টাও গার্মেন্টস নয়। অতয়েব ফাকা মাঠে গোল দিতে পারতে পারেন।
  • পেপাল নিয়ে চিন্তা করবেন না। আপনি শুধু ফাইবারে ইউজ করা মেইল-টি দিয়ে পেপাল আগে খুলবেন না। কারন খুল-লে টাকা পাবেন ঠিকই কিন্তু পে-আউট করতে পারবেন না। তাই পেমেন্ট এর কথা চিন্তা না করে কাজে লেগে যান আর কাজ পেলে আমাকে নক করিয়েন, আমি বলে দিব যে কি করতে হবে। আমি চাইলে অবশ্যই তা এখানে পোষ্ট করতে পারি, কিন্তু করা যাবে না। কারন পেপাল অলরেডি কিছু উপায় অফ করেছে লেখা,লেখির কারনে।
    আপনি উপায় জানলে ফাইন, আর রিকুয়েস্ট অন-লাইনে না জানিয়ে , পার্সোনালি জানান।
  • বাহ দেখুন, টিউনটা লিখতে না লিখতেই , একটা মেসেজ...

  • আমি ফাইবারে এক্কক্কক্কক্কেবারেই নতুন কিন্তু আমি আমার সুত্র গুলোকে কাজে লাইগাই বিধায় দ্রুত রেস্পন্স
  • আপনি আপনার গিগ এর ছবি-সুন্দর ভাবে তৈরি করুন...যেন ক্লাইন্ট সহজেই আপনার স্কিল এর ব্যাপারে বোঝে।
  • আপনার বিষয়ে ভালোভাবে লিখুন আপনার এবাউট / পেজে। অবশ্যই ইন-কমপ্লিট নয়।
  • এবার আসি আসল কথায়। ১ মিনিটের একটি ভিডিও আপলোড করার অপসন আছে, যা অপসোনাল। কিন্তু আমি বলি এটাই মেইন। সবাই ইগ্নর করবে নিন্তু প্লিজ আপনি করবেন না। আপনার একটা কমদামি মোবাইল থাকলেও একটা ১ মিনিটের ভিডিও আপলোড দিন আপনার স্কিল এর ব্যাপারে। খুবেইইই দ্রুত কাজ হবে।
  • ওফার দিন প্রথম ১০ টা জবের জন্য। কারন আপনি ১০ টা ফীড-ব্যাক পেলে আরো ১০০টা অফার পাবেন। অতয়েব কস্ট-টা মেনে নিন।

জানিনা কতটুকু কাজে দিবে আমার এই পিচ্চি পোষ্ট-টা । কাজে লাগলে আমার ভালো লাগবে। কমেন্টস কি আশা করতে পারি।

(মাঝে মাঝে ব্যাস্ততার কারনে কমেন্টস এর রিপ্লে দিতে দেরি হতে পারে, তাই অগ্রিম মাপ-চা।।

-সকলের জন্য অনুরোধ, যা জানেন তা অন্য কে শেখান। আপনার ছোট জ্ঞান-টি অন্যের জন্য পাহড় সমান হেল্প হতে পারে আর মনে রাখবেন- ভোগে নয় - ত্যাগেই সুখ...

সকলের জন্য রইল শুভ কামনা

ওওওও আমার ডেস্কটপ এর ওয়াল পেপার এর জন্য একটা ছবি তৈরী করলাম। দেখুন তো কেমন?... আমি বুঝতে পাচ্ছিনা...নিচের ছবিটাতে আমার ছোট্র একটা ব্লগ এর এড্রেস দেয়া আছে। ক্লিক করলে সেখানে আর্নিং এর কিছু পোষ্ট ও অনলাইন আর্নিং এর ওয়েবসাইটের বিষয়ে জান্তে পাবেন।

That's it 🙂

 

পার্ট-টাইম জব-চাকরি করতে আবার টাকা কি জন্য? জব পেতে তো কোন টাকার প্রয়োজন নাই!

অনলাইন মার্কেটপ্লেসে কাজ পাওয়ার গোপন রহস্য। কয়েক দিনের মধ্যে কাজের অফার পেতে পারেন…

সব সমস্যার ইতি টানলো গুগল এডসেন্স – গুগল এডসেন্স থেকে টাকা তুলুন সরাসরি আপনার ব্যাংকে

(উপার্জনের শীর্ষ ওয়ে) গুগল এডসেন্স পাওয়ার সহজ নিয়ম ও তার পর করণীয় (ওয়ার্ডপ্রেস-এড রিপ্লেস, প্লেস সেটাপ এর সঠিক জায়গা)

অনলাইনে উপার্জনের কিছু-কথা সহ কিছু জ্ঞান হয়তো আপনার অনলাইনের প্রথম উপার্জনের জন্য কাজে দিবে

এই যে ভাই গুগল এডসেন্স নিয়ে যান আর ঘরে বসে উপার্জন করুন

Level 2

আমি আসাদুজ্জামান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন Thanks for share আশাকরি টিটিতে আরও সুন্দর সুন্দর টিপস্ দিবেন।

ভাই উপকৃত হলাম …

আপনার ফাইভারর এর লিংকটা দিবেন???

Level 2

না ভাই। আপনার আইডিতে প্রোফাইল পিকচার নাই… তাছাড়া ফাইবারের লিঙ্ক শেয়ার টিটিতে করার নিয়ম মেবি নাই।
দুঃখিত ভাই…

Level 0

video kamne banabo?