টেকটিউনস এর নতুন ফিচার এর জন্য সবাইকে টিউনটি দেখতে অনুরোধ করা হল

কিছু দিন আগে মাথায় চট করে একটি আইডিয়া আসলো কি ভাবে অনলাইন টিউনার দেখতে পারবো । চেস্টার শেষ নেই অবশেষে আল্লাহ রহমতে সফল হলাম ।

ধরুন আমি একটা টিউন করেছি, এটাতে ধরুন আমি একটা লিঙ্ক দিলাম কিন্তু লিঙ্কটা অনেক টিউনার এর কাজে লাগাতে পারছে না । বা লিঙ্ক হতে কোন ফাইল ডাউনলোড করতে পারছে না । এখন টিউনার সভাবতই কি করবে । এটা যদি আমার বেলায় হয় তবে আমি লিখবো যে ভাই লিঙ্কটা কাজ করছে না ।

এখন আমাকে তো আর সব সময় অনলাইনে থাকা সম্ভব না এখন আমি জদি জানতে পারি যে টিউনার এর টিউন সে অনলাইন এ আছে তাহলে তার কাছ থেকে তাড়াতাড়ি রিভিও পাওয়া সম্ভব ।

তাই টেকটিউনস কে অনুরোধ করা হল আনলাইন টিউনার দেখার ফিচার আপডেট করতে ।

যেমন - নিচের ছবির মত --------->

উপরের ছবি টিউনার পাতার নিচের ছবি টিউন পাতার

লাভ কি --->

লাভ হল এতে তাড়াতাড়ি সব সমস্যা রিভিও হবে । টেকটউনস আরো উন্নত হবে । আমার সাইটে এটা আমি আপডেট করেছি ।

আপনার মতামত টেকটউনস কে দিন নতুন ফিচার নিয়ে ।

আশা করি টেকটউনস বিসয় টি দেখবেন ।

আমার সাইট ভাল লাগলে দেখতে পারেনঃ বাংলা ব্লগ

Level 0

আমি রাকিব হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এর পাশাপাশি facebook এর মত privet message/chat করার মত সুবিধা যোগ করা যেতে পারে . ki bolen?

Facebook chat যোগ করতে পারেন

Level 0

Nam palte facebook korte paren

Level 0

টেকটিউনস ডেস্ক এ জানান আপডেট করলে ভাল হবে

ভাই আসলেই এটি একটি গুরুত্বপুর্ন ফিচার, টিটি এই ফিচারটি এড হওয়া উচিত বলে আমি মনে করি।

    @মাহমুদ কলি।: ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ন মতামত এর জন্য

এটি একটি গুরুত্বপুর্ন টিউন তাই সকল মডুদের ও অন্য টিউনারদের দৃস্টি আকর্ষন করছি তারা যেন এই বিষয়টির উপর নজর দেয়। এই ফিচারটি টিটিতে এড হলে টিটির মান আরো বৃদ্বি পাবে।

    @মাহমুদ কলি। : গুরুত্বপূর্ন মতামত এর জন্য ধন্যবাদ

Level 0

আসোলেই ফিচারটি দরকার। আমি অন্য ব্লগেও এই ফিচারটি দেখেছি। টিটিতেও পাবো আশা করি

Level 0

Admin, care it.

Level 0

ভাল আইডিয়া।

Level 2

@রাকিব ভাই, ভালো আইডিয়া। টেকটিউনস ডেস্ককে জানান, তাহলে আরও ভালো হবে।

ভাল পরামর্শ

Level 0

জটিল আইডিয়া। কার্যকর হয়া নিয়ে সন্দেহ আছে। হলে অনেক খুশি হব।

জি রাকিব ভাই সহমত, এটা খুব ভাল হবে । টিউনার অনলাইন আছে কি না তার উপর নির্ভর করে অনেক বেশি রিপ্লাই পাওয়া যাবে ।
আর একটা মেইন সমস্যা , রেজিস্ট্রেশান সিস্টেম অন করা খুব প্রয়োজন । স্পামার দের জন্য রেজিস্ট্রেশান বন্ধ করা হইসে, এটা কি এভাবে অন করা জায় না , যে ধরেন একজন যখন নতুন AC খুলবে/রেজিস্ট্রেশান করবে তখন সে Approve থাকবে না, মানে পোস্ট করতে পারবে না । Approve / ভেরিফাই হয়ার জন্য সে ডেস্ক এ যোগাযোগ করবে এমনকি তার ন্যাশনাল এই ডি কার্ড Scan কপি জমা দিয়ে AC Approve করে নিবে । আর এতো কষ্টে পাওয়া ac দিয়ে কেউ নিশ্চয়ই spam করবে না , করলে Spamer পরিমান অনেক কম হবে। যা নিয়ন্ত্রন করা খুব একটা কঠিন হবে না বলে আমার মনে হয় ।

    @সার্ভারবিডি টেকনোলজি: আপনার সাথে আমিও একমত ! টেকটিউনস একটা সিস্টেম করতে পারে । শুধু যাচাকরই টিউনার দের পোস্ট অটোমেটিক পাবলিশ হবে । এবং জাচাই ছারা টিউনার দের পোস্ট রিভিও করে পাবলিশ করবে । যেটা করা একদম এক টা সহজ কাজ !!

      @রাকিব হোসেন: সত্যি আপনার সাইট টা চমৎকার আর আমরা যদি টেকটিউন্স এর ranking আরও বারাতে চাই তাহলে নিশ্চয়ই এসব পদক্ষেপ নেও উচিত কেন জানি টেকটিউনস এর মডারাটর রা নিষ্ক্রিয় অবস্থায় আসেন একয়দিন ধরে

    @সার্ভারবিডি টেকনোলজি:
    আপনার সাথে একমত। এটা হলে ভালো হই।

Level 0

ভাল পরামর্শ

hmmmmmmm

ভাল পরামর্শ

Level 0

KHUBI VALO HAI ATA KARLA

করলে ভালো হই।