আমরা তো প্রতিনিয়ত Password ব্যবহার করি। কিন্তু আমরা কি জানি আমাদের Password কতটা Strong? জেনে নিন।

বিভিন্ন কাজে আমাদের Password ব্যবহার করতে হয়।

কিন্তু আপনি কি জানেন আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য আপনার password নিরাপদ কিনা ।

এই Password শক্তিশালী না হলে আমাদের অনেক ক্ষতি হতে পারে।

এই জন্য আমাদের জানা উচিত, আসলে আমাদের দেওয়া Password স্ট্রং কিনা!!

তাহলে মাইক্রোসফটের এই ওয়েবসাইট থেকে জেনে নিন,

আপনার দেওয়া Password শক্তিশালী কিনা?

নিচের লিঙ্কে যান-

এখানে 

নিচের ছবির মতো অপশন থেকে আপনি জানতে পারবেন, আসলে আপনার Password উইক নাকি স্ট্রং?

লাল গোল অপশনে Strong নির্দেশ করবে।

তাহলে এখন থেকে এখানে Password চেক করে ব্যবহার করুন,

ভয় থাকবে না।

সাইটটি মাইক্রোসফটের, সম্পূর্ণ নিরাপদ।

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

capital+small+special +Symbol+Number (8+ combine)
example: @Tech#Tunes2014* emon ta diley strong hobe.