অনলাইনে অভ্র দিয়ে লিখতে গেলেই বা লেখার সময় ব্রাউজার হ্যাং করে? আসুন নিয়ে নেই সমাধান

আপনি যদি অনলাইনে বাংলা ইউজার হয়ে থাকেন তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি আপনি অভ্র কি-বোর্ড ব্যবহারকারী। তবে আমার গণনা কিছুটা ভুলও হতে পারে।তাই মাফ করবেন। কিন্তু আমি বললাম এ কারণে যে, ইন্টারনেটে জগতে আমাদের মত বাংলা লেখকদের একটি অঙ্গ অভ্র কি-বোর্ড। ব্যক্তিগতভাবে আমি ইন্টারনেটে অভ্র ছাড়া চলতে পারিনা। আপনাদেরও অনেকেরই এমন অবস্থা। তো যাই হোক। আমি একদিন অভ্র নিয়ে একটি সমস্যায় পড়েছিলাম। ইন্টারনেট কানেকশন চালু থেকে যেকোন ব্রাউজারে এবং অনলাইনের যেকোন জায়গায় বাংলা লেখার জন্য অভ্র চালু করলেই ব্রাউজার হ্যাং হয়ে যেত। বেশ কয়েকদিন এই সমস্যা থাকার ফলে আমি ব্লগ টিউন লিখতে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। সেদিনই বুঝেছি অভ্র কিবোর্ডের মর্ম। এখন আসল কথায় আসি। আপনারা কেউ কি এই সমস্যায় পড়ে আছেন? উত্তর যদি হ্যাঁ হয় তাহলে টিউনটি হয়ত আপনার এই সমস্যাটি সমাধানে সাহায্য করবে। আর কেউ এই সমস্যায় পড়ে না থাকলে তারাও জেনে রাখতে পারেন টিউটোরিয়ালটি। আজ আপনার এই সমস্যা দেখা দেয়নি পরবর্তীতে সমস্যায় পড়বেন না তাঁর গ্যারান্টি কে দিবে? এখন বলে রাখছি, আমি এই অভ্র সংক্রান্ত সমস্যায় যেভাবে আমার সমস্যা সমাধান করেছিলাম সেটিই আজ শেয়ার করছি। হয়ত আপনার সমস্যাটি অন্যও হতে পারে তবে এই পদ্ধতি প্রয়োগ করেও দেখতে পারেন। চলুন শুরু করে দেয়া যাক আজকের পদ্ধতিঃ

  • প্রথমে আপনার অভ্র কি-বোর্ড থেকে নিচের স্ক্রিনশটের মত সেটিংস আইকনটি ক্লিক করুন।
অভ্র সেটিংস আইকন ক্লিক করুন
  • এতে বেশ কিছু সেটিংস মেন্যু পাবেন। আপনাকে ক্লিক করতে হবেOptions... নামের মেন্যুতে।
অভ্র সেটিংস মেন্যু থেকে Options... ক্লিক করুন
  • একটি পপ আপ উইন্ডো আসবে। সেখানে বাম পাশে বেশ কিছু অপশন পাবেন। Local/Language অপশনটি ক্লিক করুন।
Local/Languages অপশন ক্লিক করুন
  • এবার লক্ষ্য করুন Automatically Change 'input locale' (input language) with keyboard mode নামের একটি লেখা পাবেন। এর পাশে টিক চিহ্ন দেয়া থাকলে সেটি উঠিয়ে দিন। আর টিক দেয়া না থাকলে আপনাকে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আপনার হ্যাং হওয়ার সমস্যাটি হয়ত অন্য কোন কারণে দেখা দিয়েছে।
টিক চিহ্নটি উঠিয়ে দিন
  • সবশেষে টিক উঠিয়ে দেওয়ার পর Ok বাটন ক্লিক করুন। আশা করছি অভ্র লেখার সময় ইন্টারনেট ব্রাউজার আর হ্যাং করবেনা।
Ok বাটন ক্লিক করুন

অনেক ধন্যবাদ কষ্ট করে টিউনটি পড়ার জন্য। আমি আশাবাদী আপনি  অভ্র হ্যাং সমস্যায় পড়ে থাকলে আজকের টিউটোরিয়ালে আপনার উপকার হয়েছে। ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে নতুন কিছু টিউন পড়ার জন্য। আবারো ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের টিউন। আল্লাহ হাফেজ।

Level 1

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

অনেক ধন্যবাদ। আমি কয়েকদিন এই ঝামেলায় ছিলাম। সমাধান পেলাম। কাজ ও করছে আপনার আইডিয়াটা

অনেক অনেক ধন্যবাদ

    @মেঘ: আমার টিউনে যদি আপনার সমস্যাটি সমাধান হয়ে থাকে তাহলে আসলেই টিউনটি সার্থক। অন্তত এক জনের তো কাজে লেগেছে! ধন্যবাদ ভাই।

Level 0

Bro recently i updated my laptop to windows 8.1, till then when i install AVRO my system usage rapidly increases to 100% and browser and other stuffs get hanged.In your tune i see that you can go to option sector of AVRO but i can’t go that far.Can you help me out plz??

    @ras: আপনার অভ্র কি-বোর্ডের ভার্সন কত? আর আপনি কেন সেটিংস অপশন এ যেতে পারছেন না সেটি জানালে ভালো হত। ধন্যবাদ কমেন্টের জন্য।

ভাই খুব বিপদে , পেন্ড্রাইভে ফাইল রাখলে ফাইল দেখাই না কিন্তু দেখা যাচ্ছে ফাইলে জাগা নিয়েছে । পেন্ড্রাইভে কোনপ্রকার স্টকাট ফাইল হয় নাই । বুঝতে পারচ্ছিনা কেন ফাইল থাকা পর ও কেন ফাইল দেখাচ্ছে না ? প্লিস উওর এর আশায় বসে থাকব .

    @সপ্নীল সাগর: system ফাইল হাইড করা আছে নয়ত ভাইরাস ধরেছে!

    @সপ্নীল সাগর: একটা ফরম্যাট দিয়েছেন তো এই সমস্যা হবার পর, নাকি?

Level 0

latest ta 5.5 most probably

Level 0

gd

ধন্যবাদ ব্লগার মারুফ, সাথে সাথে টিক চিহ্ন তুলে দিলাম।

ধন্যবাদ পোস্ট এর জন্য

vi virus ache tobr amar proshno holo shortcut file jodi ber kora jai thaole to pendriver file dekhacche na kintu jaiga dekhacchre eita o ber hor kotha ? ar eta file system theke hide o kora nai . @maruf vi

Level 0

ধন্যবাদ ভাই 🙂