কম্পিউটারের হার্ডড্রাইভ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা? আপনার প্রয়োজনীয় তথ্য হারানোর ভয়ে আছেন? তাহলে জেনে নিন কিভাবে নিরাপদে রাখবেন আপনার প্রয়োজনীয় তথ্য। বিনামূল্যে ২০০ জিবি জায়গা।

কম্পিউটারের হার্ডড্রাইভ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা? আপনার প্রয়োজনীয় তথ্য হারানোর ভয়ে আছেন?

বিনামূল্যে ২০০ জিবি জায়গা পাবেন আপনি।

অনেকে প্রয়োজনীয় তথ্য নিরাপদে সংরক্ষণের জন্য অনেকেই ব্যাক আপ রাখার পরিকল্পনা করেন।

২০০ জিবি জায়গা আপনার ফাইল রাখার জন্য পর্যাপ্ত কিনা??

প্রয়োজনীয় তথ্য নিরাপদে সংরক্ষণের জন্য অনেকেই ব্যাক আপ রাখার পরিকল্পনা করেন।

তাহলে নিয়ে নিন ২০০ জিবি জায়গা-

সারডক-১০০জিবি

সারডকে সাইন আপ করলে আপনি পাবেন ১০০ জিবি ফ্রি স্পেস। কোনো অ্যাপ বা অন্য কোনো কিছু ডাউনলোড করারও প্রয়োজন পড়ে না।

সাইন আপ করুন এখান থেকে 

এড্রাইভ-৫০ জিবি

এড্রাইভে ৫০ জিবি পর্যন্ত তথ্য বিনামূল্যে সংরক্ষণ করার সুবিধা রয়েছে।

অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপসের পাশাপাশি ওয়েব ব্রাউজার থেকেও এড্রাইভে তথ্য সংরক্ষণ করা যায়।

সাইন আপ করুন এখান থেকে 

মেগা-৫০ জিবি

এখানে ৫০ জিবি তথ্য বিনামূল্যে সংরক্ষণ করা যায়। তাছাড়া অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি, আইওএস প্ল্যাটফর্মের পাশাপাশি ব্রাউজার থেকেও এই মেগা ব্যবহার করা যেতে পারে।

সাইন আপ করুন এখান থেকে

ওয়ানড্রাইভ-১৫জিবি

মাইক্রোসফটের ওয়ানড্রাইভ ক্লাউড স্টোরেজ আগে স্কাইড্রাইভ নামে পরিচিত ছিল।

১৫ জিবি ফ্রি পাবেন শুরুতেই।

সাইন আপ করুন এখান থেকে 

তাহলে নিয়ে নিন ২০০ গিগাবাইটেরও বেশি স্টোরেজ সুবিধা সম্পূর্ণ ফ্রিতে।

তথ্যসূত্রঃ প্রথম আলো অনলাইন।

ধন্যবাদ সবাইকে।

কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই শেয়ার করার জন্য। কপি ডট কম টা ভালো না?

    @ব্লগার মারুফ: কপি.কমের নামটা এখন প্রায় সবার কাছে পরিচিত। তাই দেই নি। ধন্যবাদ।

ভাই ধন্যবাদ শেয়ার করার জন্য

copy.com তা অ্যাড করে দেন

    @Technology Pagol: কপি.কমের নামটা এখন প্রায় সবার কাছে পরিচিত। তাই দেই নি। ধন্যবাদ। কমেন্টে অ্যাড থাকলো।
    copy.com

    আপনার যায়গা যত তার বেশি আপলোড করতে পারবেন না। ২০০ জিবি যায়গা কিন্তু শুধুমাত্র প্রয়োজনীয় ফাইল রাখলে শেষ হওয়ার কথা না। তারপরও আপনার যায়গা বাড়াতে হলে রেফার করুন, অথবা ক্রয় করুন।
    ধন্নপবাদ।

ধন্যবাদ ভাই

ভাই আমার হার্ডডিস্কের সাইজ আরও বেশি 🙂
অনেক ফাইল কেমনে আপলোড করমু 😀

    @সারোয়ার হোসেন: আপনার যায়গা যত তার বেশি আপলোড করতে পারবেন না। ২০০ জিবি যায়গা কিন্তু শুধুমাত্র প্রয়োজনীয় ফাইল রাখলে শেষ হওয়ার কথা না। তারপরও আপনার যায়গা বাড়াতে হলে রেফার করুন, অথবা ক্রয় করুন।
    ধন্যবাদ।

      @আই,টি সরদার: সারডক-১০০জিবি শুধু মাত্র ১ বছরের জন্য
      এইটা বইলা দিলে আর সাইন আপ করতাম না
      একটু আগে দেইখা মনটা খারাপ হইয়া গেল ভাই 🙁

        @সারোয়ার হোসেন: ১ বছরের জন্য কোথায় পেলেন ভাই, আমি তো দেখলাম না?

@সারোয়ার হোসেন: আসলে তো!! ধন্যবাদ ভাই সব্বাইকে বিষয়টি জানানোর জন্য।
১ বছরের জন্য কারও লাগলে তাহলে ওইটা ব্যবহার করবে। অন্যথাই না!!
🙁

Level 0

Dropbox ki life time? mega.co.nz?

    @S Rahman: কপিরাইট কিছু রাখলে লাইফ টাইম না, তবে আপনার নিজস্ব ডাটা বা ছবি রাখলে সমস্যা করে না, লাইফ টাইম থাকে।
    ধন্যবাদ।