এবার আপনি ছাড়া আর কেউ ফাইল ডিলিট করতে পারবে না আপনার কম্পিউটার থেকে।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই । আশা করি সবাই ভাল আছেন। আর ভাল থাকুন এটাই কামনা করি সারাক্ষন। আজ আপনাদের সাথে একটা গুরুত্ব পূর্ন জিনিস শেয়ার করলাম । আমরা অনেকেই একটা পিসি যৌথ ভাবে বা ছোট ছেলে-মেয়ে , ছোট ভাই-বোন ব্যবহার করে। অনাকাঙ্খিত ভাবে অনেক গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট করে দেয় বা হয়ে যায়। এখন থেকে  NTFS পারমিশনের মাধ্যমে ফাইল ডিলিট বন্ধ করুন।

এজন্য আপনার পিসিতে প্রবেশের জন্য দুটো ইউজারনেম ব্যবহার করতে হবে। একটা আপনার এবং অন্যটা বাকি সবাই ব্যবহার করবে। আপনি যখন প্রবেশ করবেন সবকিছু করতে পারবেন। কিন্তু অন্য ইউজারনেম দিয়ে প্রবেশ করলে ফাইল/ফোল্ডার ডিলিট করতে পারবে না।

নিচের ধাপগুলো অনুসরন করে আপনি এই কাজটা করতে পারবেন:

প্রথম অংশ:
প্রথমে আপনার কম্পিউটারের ড্রাইভগুলো NTFS ফরম্যাটে আছে কিনা দেখে নিন। দেখার জন্য যে কোন ড্রাইভে রাইট মাউস ক্লিক করে Properties এ ক্লিক করুন। General ট্যাবে File system: NTFS লেখা আছে কিনা দেখুন। NTFS ফরম্যাটে থাকলে এই অংশ বাদ দিয়ে দ্বিতীয় অংশে চলে যান। আর FAT বা FAT32 লেখা থাকলে কাজ হবে না। যদি FAT/FAT32 হয় তাহলে কোন ডাটা নস্ট না করেই NTFS ফরম্যাটে কনভার্ট করতে পারবেন। ধরি আপনার D ড্রাইভটা FAT/FAT32 তে আছে এটাকে NTFS ফরম্যাটে কনভার্ট করবেন।
১. Start Menu -> Run এ cmd লিখে এন্টার দিন। কমান্ড প্রম্পট চালু হবে।
২. কমান্ড প্রম্পটে CONVERT D: /FS:NTFS লিখে এন্টার দিন। অন্য ড্রাইভকে করতে চাইলে D: এর পরিবর্তে সেই ড্রাইভের নাম লিখুন।
৩. কম্পিউটার রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট হবার সময় NTFS এ কনভার্ট হয়ে যাবে।

দ্বিতীয় অংশ:
এখন থেকে আপনি লগিন করবেন Administrator ইউজার হিসেবে আর অন্যান্যরা লগিন করবে User হিসেবে। এজন্য আপনার Desktop এবং My Documents এর গুরুত্বপূর্ন ডাটাগুলো অন্য কোন ড্রাইভে কপি করে রাখুন। ১. My Compuer এ রাইট মাউস ক্লিক করে Manage এ ক্লিক করুন। Computer Management চালু হবে।
২. Local Users and Groups -> Users এ ক্লিক করুন। Administrator এ রাইট মাউস ক্লিক করে Set Password -> Proceed এ ক্লিক করুন। পাসওয়ার্ড দিয়ে OK ক্লিক করুন। এই পাসওয়ার্ড আর কাউকে জানাবেন না।
৩. Local Users and Groups -> Users এ রাইট ক্লিক করে New User এ ক্লিক করুন। User name: এ লিখবেন User। এরপর পাসওয়ার্ড দিন(আপনার পাসওয়ার্ডটা না দিয়ে অন্য পাসওয়ার্ড দিন)। User must change... থেকে টিক চিহ্ন তুলে দিন। User cannot change..... এবং Password never expires এ টিক চিহ্ন দিন। Create -> Close এ ক্লিক করুন।
৪. সবকিছু বন্ধ করে কম্পিউটার লগঅফ করুন। এখন লগিন স্ক্রীনে Administrator, User এবং অন্যান্য আইকনগুলো দেখতে পাবেন। Administrator দেখা না গেলে Ctrl+Alt+Delete দুইবার চাপ দিন। ইউজারনেম পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে। ইউজারনেম Administrator এবং পাসওয়ার্ডে আপনার সেট করা পাসওয়ার্ডটা লিখে এন্টার দিন এডমিনিস্ট্রেটর হিসেবে লগিন করবেন।
৫. My Compuer এ রাইট মাউস ক্লিক করে Manage এ ক্লিক করুন। Computer Management চালু হবে।
৬. Local Users and Groups -> Users এ ক্লিক করুন। Administrator, User এবং Guest এই তিনটা ইউজার রেখে বাকিগুলো রাইট মাউস ক্লিক করে ডিলিট করে দিন। আবার ও বলছি এটা করার আগে Desktop এবং My Documents এ আপনার গুরুত্বপূর্ন ডাটাগুলো অন্য কোন ড্রাইভে কপি করে রাখুন(যদি থাকে)।
তৃতীয় অংশ:
ধরি D ড্রাইভে Data নামে একটা ফোল্ডার আছে যে ফোল্ডারের ভেতরের কোন কিছু আপনি ছাড়া আর কেউ ডিলিট করতে পারবে না এমন ব্যবস্থা করতে চাইছেন।
১. Data তে রাইট মাউস ক্লিক করে sharing and security তে ক্লিক করুন। Security ট্যাবে ক্লিক করুন (Security ট্যাব দেখা না গেলে চতুর্থ অংশটি আগে করে তারপর তৃতীয় অংশে আসুন)।
২. Advanced এ ক্লিক করুন।
৩. Allow   Users        Read & Execute লাইনটা সিলেক্ট করে Edit এ ক্লিক করুন।
৪. Deny কলামে Delete এবং Delete Subfolders and Files এ টিক চিহ্ন দিন। OK ক্লিক করুন।
৫. Replace permissions entries... টিক চিহ্ন দিয়ে OK -> Yes -> Yes -> OK দিন।
৬. কাজ শেষ। এখন থেকে আপনি লগিন করবেন Administrator দিয়ে আর অন্যান্যরা লগিন করবে User দিয়ে। User দিয়ে লগিন করলে Data ফোল্ডারের ভেতরের কোন কিছু ডিলিট করতে পারবে না।

চতুর্থ অংশ:
Security ট্যাব দেখা না গেলে এই অংশের কাজগুলো অনুসরন করতে হবে। দেখা গেলে প্রয়োজন নেই।
My Computer -> Tools -> Folder Options -> View তে গিয়ে Use simple file sharin g থেকে টিক চিহ্ন তুলে দিয়ে OK ক্লিক করুন।

লেখাটা পূর্বে প্রকাশিত হয়েছিল এই টিউনে

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আচ্ছা ভাই এই কাজটা কোন সফটওয়্যার দিয়ে করা যায় না ।

    @তুহিন রাজশাহী: সেটা আমি সঠিক জানি না ভাই। ধন্যবাদ।

    @তুহিন রাজশাহী: ভাই অবশ্যই এইটা সফটওয়ার দ্বার করা যাই এই ভাই যে টিউন করেছেন সেটা সঠিক কিন্তু অনেকের কাছে ঝামেলা দায়ক এবং বিপদজনক কেউ হয়তো ভুলভাল কাজ করে তার পুরো হার্ডডাইভটা ফরমেট করলো, শুধু আপনাকে নই সবাই কে একটা কথা বলি সেটা হলো কেউ কখনো পুরোপুরি সঠিক ব্যব্হার না যেনে কখনো হার্ডড্রাইভের কোন সেটিংস ব্যবহার করবেনা ততে আপনার ক্ষতি হতে পারে।

    আর সেই চাহিদা পুরোন করতেই আমি আপনাকে এমন একটা ছোট সফটওয়ারের সন্ধান দেব যা আপনার সকল চাহিদা পূরন করবে
    সফটওয়ারটি যা করে : 1. আপনার কম্পিউটার থেকে ডিলিট অপশনটি ডিজেবল করে দেবে 2.আপনা কম্পিউটার থেকে কেউ কখনো কোন জিনি তার পেনড্রাইভে কপি করতে পারবেন আপনি ছাড়া ইত্যাদি।

    Hide from your computer:-

    Send to
    Cut
    Copy
    Rename
    Delete

    সফওয়ারটির নাম : Prevent

    একটু কস্ট করে গুগল সার্চ করে এটা ডাউনলোড করেন। আর যদি না পান আমার কাছে আছে এটা নিয়ে একদিন টিউন করবো ইনশাআল্লা

    সফটওয়্যার দিয়ে কিভাবে কাট, কপি, পেস্ট বন্দ করবেন, তারা এই টিউনটি দেখতে পারেন। https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/303895@তুহিন রাজশাহী:

    @তুহিন রাজশাহী: সফটওয়্যার দিয়ে কিভাবে কাট, কপি, পেস্ট বন্দ করবেন, তারা এই টিউনটি দেখতে পারেন। https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/303895