এখন থেকে আপনার কম্পিউটার থেকে আপনি ছাড়া আর কেউ কোন ফাইল ডিলিট, কাট, কপি, পেস্ট এবং রিনেম করতে পারবে না ।

আমরা অনেকেই একটা পিসি যৌথ ভাবে বা ছোট ছেলে-মেয়ে , ছোট ভাই-বোন ব্যবহার করে। অনাকাঙ্খিত ভাবে অনেক গুরুত্বপূর্ণ ফাইল ডিলিট করে দেয় বা হয়ে যায়।

এখন থেকে  NTFS পারমিশনের মাধ্যমে ফাইল ডিলিট, কাট, কপি, পেস্ট এবং রিনেম বন্ধ করুন।

শুধুমাত্র এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এবং ইন্সটল করে নিন।

তারপর Ctrl+P কে ইন্সটল করার সময় হট কি নির্বাচন করে দিন। আপনি ইচ্ছা করলে অন্য কোন কি কে হট কি নির্বাচন করতে পারেন।

বিস্তারিত নির্দেশনার জন্য এখানে যান।

ডাউনলোড করুন এখান থেকে।

যে যে কাজ করবে-

1. Stops Cut
2. Stops Paste
3. Stops Copy
4. Stops Delete
5. Stops Copy To
6. Stops Move to
7. Stops Send To
8. Prevents renaming
9. Disables Task Manager’s End Process button. Also, it doesn’t allow you to right click on process name and click on end process. It also grays out the context menu items, disable Ctrl+C, Ctrl+X and Ctrl+V and/or stops the process.

সমস্যা হলে আমাকে জানাবেন।

কাজটি মানুইয়ালি করতে এই টিউনটি দেখতে পারেন।

কারটেজি- আব্দুল্লাহ আল বাকী।

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

হা হা আপনি কি এটা ব্যবহার করে বলেছেন ?
নাকি টিউমেন্ট থেকে পেয়ে টিউন মারছেন
এটা কোন কাজেই আসেনা একবার পিসি বন্ধ হলেই আবার কাজ করে

    @kalamfaim: আবার ট্রাই করুন কাজ করবে। আমি নিজে ব্যবহার করিনি, তবে অনেকে রিকুয়েস্ট করছিলো বলে- তথ্য নিয়ে টিউন করছি।
    যাইহোক ধন্যবাদ।

এখানকার কমেন্ট গুলা দেখুন, কাজ করে কিনা। http://www.door2windows.com/how-to-prevent-cut-copy-paste-rename-delete-of-files-folders/
প্রয়োজনে এখান থেকে ডাউনলোড করুন।
ধন্যবাদ।

আপনি টিউনটি করেছেন তার জন্য ধন্যবাদ, আমার আর এটা নিয়ে টিউন করতে হলনা তবে একটা তথা (আই,টি সরদার) ভাই যারা নেগিটিভ কমেন্ট করে আমার মনে হয় ভালভাবে না দেখেই না জেনেই কমেন্ট করে আসলে তারা কম্পিউটার প্রকৃত ব্যবহার জানেনা যেমন (kalamfaim) ভাই বলেছেন কম্পি্উটার বন্ধ করে চালু করলে আর যেরকম সে রকমি হয়ে যাই ভাই আগে বুঝতে হবে কেন এটা হচ্ছে, এই সফটওয়ারটি যখন একবার রান করান তখন আপনার কম্পিউটারটি এর প্রক্রিয়া বুঝতে পারে আপনি যখন তা বন্ধ করে আবার চালু করেন তখন আবার সেই সফটওয়ারটি রান করার প্রয়োজন পরে। আপনার কম্পিউটারের Task Manager থেকে সফওয়ারটি অটোমেটিক রান পারমিশন দিন তার পর থেকে দেখবেন আপনার বন্ধ করার পর চালু করলেই সেই সফটওয়ার টি অটোমেটিক ক্রুয়েল করবে।

kalamfaim ভাই সহ সবাই কে একটা কথা বলছি কোন নেগিটিভ মন্তব্য করার আগে অনুগ্রহ করে তা সম্পর্কে যতার্থ অনুধাবন করুন।
—————————————————–
হা হা আপনি কি এটা ব্যবহার করে বলেছেন ?
নাকি টিউমেন্ট থেকে পেয়ে টিউন মারছেন
এটা কোন কাজেই আসেনা একবার পিসি বন্ধ হলেই আবার কাজ করে
————————————————————————–

এ মন্তব্য যে করে আমার মনে হয় কম্পিউটারের Task Manager থেকে সফওয়ারটি অটোমেটিক রান পারমিশন দেওয়া যাই সে হয়তো তা জানতো না।

নোটঃ কমেন্ট করতে কোন দোষ নাই কিন্তু কোন নেগিটিভ কমেন্ট করার এগে যেনে বুঝে কমেন্ট করুন।

    @আব্দুল্লাহ আল বাকী: এই সফটওয়ারটি যখন একবার রান করান তখন আপনার কম্পিউটারটি এর প্রক্রিয়া বুঝতে পারে আপনি যখন তা বন্ধ করে আবার চালু করেন তখন আবার সেই সফটওয়ারটি রান করার প্রয়োজন পরে। আপনার কম্পিউটারের Task Manager থেকে সফওয়ারটি অটোমেটিক রান পারমিশন দিন তার পর থেকে দেখবেন আপনার বন্ধ করার পর চালু করলেই সেই সফটওয়ার টি অটোমেটিক ক্রুয়েল করবে।
    ধন্যবাদ ভাই।

ভালো ।