যেকোন নির্দিষ্ট ওয়েব সাইট বা ওয়েব পেজ অটোমেটিক রিফ্রেশ হতে থাকবে আপনার দেয়া নির্দিষ্ট সময় পর পর! প্রয়োজন নেই কোন অ্যাডঅনস বা সফটওয়্যারের!

নিয়ে এলাম চরম একটি পোস্ট নিয়ে। বুঝেছেনই নিশ্চয়ই আজ কি শেয়ার করতে যাচ্ছি। আমাকে বেশ কয়েকজন অনুরোধ করেছিলেন অটো রিফ্রেশার নিয়ে পোস্ট করার জন্য। তাই নিয়ে এলাম সবচেয়ে সোজা পদ্ধতি নিয়ে! আমরা প্রায় সবাই যাদের অটো রিফ্রেশারের প্রয়োজনে ব্রাউজারে অ্যাডঅনস ব্যবহার করে থাকি। কিন্তু আপনি চাইলে অ্যাডঅনস ইন্সটলের ঝামেলা ছাড়াই অটো রিফ্রেশের কাজ করতে পারবেন অনলাইনেই! এর ফলে যেকোন ব্রাউজারেই অ্যাডঅনসের ঝামেলা ছাড়াই প্রয়োজনমত অটো রিফ্রেশ করতে পারবেন।

  • প্রথমে ভিজিট করুন এখানে
  • পেজটিতে পাবেন একটি অটো রিফ্রেশার টুল বক্স।
  • বক্সের প্রথম ঘরে যে ওয়েব সাইট বা ওয়েবপেজ অটো রিফ্রেশ করাতে চান তার লিংক দিন।
  • দ্বিতীয় ঘরে লিখুন কত সেকেন্ড পর পর আপনি অটো রিফ্রেশ করাতে চান।
  • এই সহজ দুটি স্টেপের পর Star বাটন ক্লিক করলেই সেই কাঙ্ক্ষিত ওয়েব পেজটি আসবে।
  • নাকে এবার তেল দিয়ে ঘুমান অথবা বসে থাকুন। যত সেকেন্ড ইনপুট দিয়েছিলেন সে অনুযায়ীই অটো রিফ্রেশ হতে থাকবে সেই পেজ!
  • নিচের স্ক্রিনশট দেখে এক নজরে বুঝে নিন।

সৌজন্যেঃ ব্লগার মারুফ ডট কম

Level 1

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bro ame kesu e boglam na

    @যুবাইর আহমাদ: তার আগে বলুন অটো রিফ্রেশিং বুঝেন কিনা?

Level 0

মারুফ ভাই, যাক শেষ পর্যন্ত আমাকে একটা উপায় বের করে দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ। এখন কাজ হলেই হয়……।

    @2012kafi: কাজ ১০০% হবে। আমি কোন টিউন নিজে না উপভোগ করে আপনাদের সাথে শেয়ার করিনা। আর সমস্যা হলে জানাবেন ঠিক করে দেয়ার চেষ্টা করব।

Tnx .এটাই খুঁজছিলাম ।
একটু Help দরকার- Blogger Site এ Facebook Comments box কিভাবে add করা যায় একটু বলবেন Plz.

    @নীলোৎপল বেদী: ধন্যবাদ ভাই।
    আর ফেসবুক কমেন্ট বক্স এড করার টিউটোরিয়ালটা একটু সামান্য বড়। গুগলে সার্চ কি দিয়েছিলেন?? যদি না পারেন তবে আমি টিউন করব। জানাবেন/