যে ছোট সফটওয়্যারের কাজ দেখে আমার মুখ হা হয়ে গিয়েছিল…..

সবাইকে সালাম জানিয়ে আমার টিউন শুরু করছি। আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন? আমাদের টপ টিউনারের সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছে। আগে টপ টিউনারের সংখ্যা ছিল ২০ জন কিন্তু এখন আছে ৪০ জন। 😀 তাই যদি এ লিস্টে আসতে চান তাহলে যার যা আছে তা নিয়ে টিউন করতে ঝাপিয়ে পরেন।

এবার কাজের কথায় আসি। আমি যে ছোট সফটওয়্যারের কথা সবার সাথে শেয়ার করছি তার নাম হলো PhotoShrink। নামটা যেমন মজার কাজটা ঠিক ততোটাই ফাটাফাটি! আমি বেশ অবাক হয়ে গেছি এর কাজ দেখে। জানি না এটা কিভাবে সম্ভব।
আমরা হয়তো অনেকেই ই-মেইলে ছবি এটাচ করে পাঠাই। এক্ষেত্রে যে সমস্যাটা জটিল আকার ধারন করে তা হলো ছবির সাইজ। আমাদের দেশের নেটের যে কঠিন(!) অবস্থা তাতে নিশ্চয়ই সবার ধারনা আছে ই-মেইলে ছবি এটাচ করা কতোটা কষ্টকর। মাত্র 2-3MB সাইজের ছবি এটাচ করতেই আমাদের নেটের অবস্থা কাহিল হয়ে যায়। আর এসব ঝামেলা থেকে মুক্তি দেবে এ সফটওয়্যারটি। অর্থাৎ শুধু মাত্র ড্রাগ এন্ড ড্রপ করেই ছবির সাইজ ১মেগা থেকে ৪০কেবিতে রুপান্তর করতে পারবেন!
এটা ব্যবহার করলেই বুঝতে পারবেন কত কাজের জিনিস। শুধু মাত্র ই-মেইলেই নয় আপনি ঐছবি ওয়েবপেজেও ব্যবহার করতে পারবেন খুব সহজেই। তাছাড়া আপনার কম্পিউটারের জায়গা কিছুটা হলেও বাচবে।

আরও যেসব সুবিধা পাবেনঃ

  • ব্যাচ রিসাইজিং।
  • ড্রাগ এন্ড ড্রপ ইন্টারফেস।
  • JPG কোয়ালিটি সম্পন্ন ছবি।
  • JPG, PNG, GIF, BMP and TIFF ফরম্যাটের ছবি সাপোর্ট করে।
  • ইউনিকোড কম্পেটিবল ,ইত্যাদি।

ডাউনলোডঃ

PhotoShrink 2.0
মাত্র 1MB। সাথে কীমেকার দেয়া আছে।

আশা করি সবার কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সত্যিই কাজের সফটওয়ার ধন্যবাদ শেয়ার করার জন্য ।

কাজে আসবে ধন্যবাদ ।

এমন জিনিশ দিলেন যেইটা দেইখা আর মুখ বন্ধ হয়না আ:……..আ:…………আ:……………. যোবায়ের ভাই……………কি……করুম……………..।

ছবির সাইজ কি ছোট করে ফেলে?

———————————————
আমার ব্লগ- আপনি আমন্ত্রিত

Level 0

ধন্যবাদ , কাজে আসবে ।

ধন্যবাদ হাসান যোবায়ের ভাই, অসংখ্য ধন্যবাদ….সুন্দর আরো একটি সফটওয়্যারের খোঁজ দেয়ার জন্য।
আরেকটি সুন্দর টিউন।
এখনোই ডাউনলোড দিচ্ছি।

Level 0

প্রিয়তে রাখলাম কজেলাগতে পারে, ধন্যবাদ।

Level 0

হাসান যোবায়ের ভাই, অসংখ্য ধন্যবাদ।

Level 0

ধন্যবাদ ঝুবায়ের ভাই
৪০ জনের খবরের জন্য
আর সফটটার জন্য আরেকটা

Level 0

I USE–ALL PROGRAMS–Accessories— PAINT .বাংলা িলখ ে ত পার িছ না। িবধায় িবস্তািরত িলখ েত পারলাম না।
plz.. help me.

    বলেন কি !
    পেইন্ট এ বাংলা লেখা যায় তো ! আপনি পেইন্ট এর বাম পাশে “A” আছে ওই খানে ক্লিক করেন। তারপর সাদা পেজ এ মাউস দিয়ে টান মারেন (মানে কতটুকু অংশ জুড়ে বাংলা/টেক্সট লিখতে চান) । এরপর অভ্র দিয়ে সুন্দর বাংলা লেখা যায়।

    সমস্যা কোথায় কোন পর্যায়ে গিয়ে হচ্ছে তার বিস্তারিত না বললে সমাধান দেয়া কষ্টকর ।

    আশা করি এখন বুঝতে পারছেন।

ছোট ছবি কি আবার বড় করা জাবে? জদি জায় তবে ভালো, আমাদের অনেক কাজে দিবে।

ডাউনলোড করলাম । অসংখ্য ধন্যবাদ এমন একটি কাজের সফটওয়্যারের জন্য ।
(টপটিউনারের লিস্ট ৪০হয়েছে যার যা আছে তা নিয়ে টিউন করতে ঝাপিয়ে পরেন আপনার একথাটি শুনে শেখ মুজিবের ভাষণ মনে হলো । তবে আমার মনে হয় টপটিউনারের জায়গায় নাম লিখার চেয়ে মানসম্মত টিউনার হওয়া অনেক জরুরী তাইনা:D। )

    আপনাকেও অনেক ধন্যবাদ। আমি শুধু মাত্র মজার জন্য বলেছি।
    বাংলাদেশের অসুস্থ রাজনীতি দেখে এখন পর্যন্ত কোন রাজনীতিবিদের প্রতি আমার সম্মান জন্মেনি।
    আর টপটিউনার লিস্টে আসা মানে অহেতুক টিউনের কথা বলছি না।

    আমি জানি আপনি মজা করে লিখেছেন এবং অহেতুক টিউন করার কথা বলেননি । আমি ও মজা করেই বলেছি 😀 😀

ধন্যবাদ আপ্নেরে ……………… ব্রেনে তো টিউনই আসে না। কেমনে ঝাপাইয়া পড়ি !

মুক্তি যুদ্ধের পর দ্বিতীয় বার বোধয় আপনিই আবার ঝাপিয়ে পড়তে বললেন 😉
ধন্যবাদ সফটওয়্যারটির জন্য। 🙂

ইমেজ এর রেজুলেশন কমে যায়। আগে ছিল ৩০০ এখন হয়েছে ৭২। ফলে ইমেজ সাইজ ঠিক থাকেনা। প্রিন্ট দিতে গেলে আবার ইমেজ সাইজ ঠিক করে দিতে হয়।

Registration করতে পারছি না। সাহায্য করুন।

কাজের জিনিস, ধন্যবাদ

ভাল জিনিস । ধন্যবাদ শেয়ার করার জন্যে ।

ধন্যবাদ ধন্যবাদ এবং ধন্যবাদ,এত দিন পর আবার টেকটিউন আমাদের মাঝে ফিরে আসার জন্য……………

Level 0

ধন্যবাদ জুবায়ের ভাই, এটার মাধ্যমে কোয়ালিটি কি খারাপ হবে?

ভাই download হচ্ছে না…।