১০০ বছর কিংবা ১০০০ বছরের নয়, নিয়ে নিন চিরস্থায়ী খৃষ্টীয় ক্যালেন্ডার

সবাইকে ইংরেজী নব-বর্ষ-২০১৫ এর শুভেচ্ছা জানিয়ে আমার তরফ থেকে সবাইকে নিজের তৈরী ইংরেজী তারিখ দেখার চিরস্থায়ী ক্যালেন্ডার উপহার দিলাম । ক্যালেন্ডারটি ছবি আকারে (JPEG Image format) দিলাম । তা ছাড়া এটি আমার নিজ নামের অক্ষর ব্যবহার করে তৈরী করা হয়েছে । যেহেতু ক্যলেন্ডারটি ছবি আকারে দেওয়া হয়েছে তাই অনেকের জন্য এটা দেখতে ও বুঝতে অসুবিধা হতে পারে । সে জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত । তবে যারা বড় পর্দা বা মনিটরে দেখবেন তাদের জন্য অসুবিধা হবার কথা নয় । সন তারিখ দেখার নিয়মাবলী নীচে উল্লেখ করা হলো----

***ক্যালেন্ডারের বিস্তারিত বিবরণ***

ক্যালেন্ডারের সংক্ষিপ্ত ইতিহাসঃ-- আমরা ইংরেজি সাল গনণার জন্য যে ক্যালেন্ডার ব্যবহার করি তা পোপ গ্রেগরী প্রবর্তিত ক্যালেন্ডার । ১৫৮২ সালের ১৫ অক্টোবর শুক্রবার থেকে পোপ গ্রেগরী প্রবর্তিত ক্যালেন্ডারটি যাত্রা শুরু করে অদ্যবধি চলছে । তার পূর্বে প্রচলিত ছিল জুলিয়াস সিজার (Julius Ceaser) প্রবর্তিত জুলিয়ান ক্যালেন্ডার সিজার (Julian Calender) । পরবর্তিতে ক্যালেন্ডার সংস্কারের প্রয়োজন হইলে পোপ গ্রেগরী এই সংস্কারের উদ্যোগ গ্রহন করেন । এই সংস্কার কাজে অধিকাংশ গানিতিক ও জ্যোতির্শাস্ত্রীয় কাজ গুলি সম্পাদিত হয় ফাদার ক্রিস্টোফার ক্লাভিয়াসের দ্বারা । প্রাথমিক সংশোধন গুলি ও করা হয় ফাদার ক্রিস্টোফার ক্লাভিয়াসের পরামর্শে । বৃহস্পতিবার, ০৪ অক্টোবর, ১৫৮২ খৃষ্টাব্দে পোপ ক্যালেন্ডার ঘোষণা করেন । ঐ দিন ছিল জুলিয়াস ক্যালেন্ডারের শেষ দিন । Long Rang Accuracy র জন্য পরের দিন শুক্রবার ১৫ অক্টোবর ধরা হয় । ভেটিকান লাইব্রেরীয়ান এলয়াসিয়াস গিগিলিও এর একটি ফর্মুলাও গৃহীত হয় । সেঞ্চুরী ইয়ার ব্যতীত (যেমন ২১০০ বা ২২০০) প্রতি ৪র্থ বৎসর হবে লীপ ইয়ার । সেঞ্চুরী ইয়ার ৪০০ দ্বারা বিভাজ্য হলেই (যেমন ২০০০ বা ২৪০০) কেবলমাত্র লীপ ইয়ার হবে ।ভবিষ্যতে ক্যালেন্ডার সংস্কারের প্রয়োজন না হলে গ্রেগরীয়ান ক্যালেন্ডারের হিসাব মতে তারিখ গনণা চলবে চিরকাল ধরে ।

ভূমিকাঃ-- প্রদত্ত ক্যালেন্ডারটি গ্রেগরীয়ান ক্যালেন্ডারের হিসাব মতে তৈরী করা হয়েছে । তাই এই ক্যলেন্ডারের মাধ্যমে ১৫৮২ সালের ১৫ অক্টোবর শুক্রবার এর আগের কোন দিন-তারিখ গনণা করা হলে সঠিক ফলাফল পাওয়া যাবে না । ঐ তারিখের আগের কোনো দিন-তারিখ গনণা করা হলে ভুল ফলাফল পাওয়া যাবে । তাই উক্ত তারিখের শুরু থেকেই এই ক্যালেন্ডারের গনণা সঠিক প্রযোজ্য হবে এবং নির্ভুল গনণা করা যাবে অসীম সময় কাল পর্যন্ত । সেই হেতু এই ক্যালেন্ডারের নামকরণ করা হয়েছে EVERLASTING GREGORIAN CALENDAR ”

বিবরণঃ-- প্রদত্ত ক্যালেন্ডারটি সাতটি ভাগ বা অংশে ভাগ করে প্রতিটি ভাগকে ১নং, ২নং এভাবে ৭নং পর্যন্ত দেখানো হয়েছে । ক্যালেন্ডারের ৩নং অংশে যে কোনো সালের প্রথম দুটি অংক দেখানো হয়েছে এবং এই দুটি অংকের মান দ্বারাই কাংখিত সালের মান নির্দেশিত হবে । যেমন কোনো সাল ০৭, ৩১৫, ১৯৭৭, ৪০০০, ১২৫৯৩ ইত্যাদি এরূপ হলে ৩নং থেকে যথাক্রমে ০৭, ১৫, ৭৭, ০০ ও ৯৩ মান সমূহ উল্লেখিত সাল সমূকে নির্দেশ করবে । ৫নং এ মাসের নাম ৬নং এ বারের নাম ও ৭নং এ তারিখ সমূহ দেখানো হয়েছে । যে সকল সাল লীপ ইয়ার (অধিবর্ষ) নয় এরূপ সালের জন্য a, b, c, d, e, f g অক্ষর ব্যবহার করা হয়েছে এবং লীপ ইয়ার সালের জন্য h, i, j, k, l, m n অক্ষর সমূহ ব্যবহার করা হয়েছে । এরূপ করা হয়েছে এ জন্য যে অক্ষর দেখে সহজেই যেন বুঝতে পারা যায় কোন সালটি লীপ ইয়ার এবং কোনটি লীপ ইয়ার নয় । যা ক্যালেন্ডারের ২নং ও ৪নং লক্ষ্য করলেই বুঝা যায় । ৫নং এ লক্ষণীয় যে মাস সমূহের নামের পাশাপশি দিন সংখ্যা উল্লেখ করা হয়েছে । আরো লক্ষণীয় জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের নাম দুটি অবস্থানে দুইবার করে এসেছে । কারণ যে সকল সাল লীপ ইয়ার সে সকল সালের জন্য এই দুটি মাসকে তাদের লীপ ইয়ার অবস্থান থেকে দেখতে হবে যা ঐ মাসের সাথে “ in Leap-year” কথাটি যুক্ত করে বুঝানো হয়েছে । ক্যালেন্ডারের ৩নং অংশে যেখানে সাল নির্দেশক অংক “ ০০” রয়েছে সেই সাল নির্দেশক অংকের সারিটি হলো সেঞ্চুরী ইয়ার সারি । এই সেঞ্চুরী ইয়ার সারির ডানে তিনটি কলামের মধ্যে দুইটি করে অক্ষর রয়েছে । যা দ্বারা যে সেঞ্চুরী ইয়ার লীপ ইয়ার হবে তার জন্য লীপ ইয়ার নির্দেশক অক্ষর গ্রহন করতে হবে । আর যে সেঞ্চুরী ইয়ার লীপ ইয়ার নয় তার জন্য ইয়ার লীপ নয় এমন সাল নির্দেশক যে অক্ষর ব্যবহার করা হয়েছে তা গ্রহন করতে হবে ।

দৃষ্টি আকর্ষণঃ-- পরিশেষে বিনীত লক্ষণীয় ৪নং ও ৬নং এ যে অক্ষর সমূহ ব্যবহার করা হয়েছে তা সম্মিলিত ভাবে ক্যালেন্ডার প্রস্তুত কারীর নাম (SADE1QUE2)প্রকাশ করছে যা ৬নং এ স্পস্টভাবে এবং ৪নং এ স্পস্ট থেকে বিক্ষিপ্ত ভাবে।

আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি কারো কোনো উপকারে লাগে ও কাউকে অনুপ্রাণীত করতে পারে তাহলে নিজের পরিশ্রম সার্থক ভেবে ধন্য মনে করবো আমি-Sadeque Ahammed.

*** তারিখ দেখার পদ্ধতি***

যে সালের তারিখ ও বার দেখতে হবে প্রথমে সেই সালকে ৪০০ দ্বারা ভাগ করতে হবে । ভাগ করার পর যে ভাগশেষ পাওয়া যাবে তা ১নং অংশ থেকে যে দুটি সংখ্যার মধ্যে অবস্থান করছে তা নির্ধারণ করে তার ডান পার্শ্বে যে অক্ষর বা চিহ্ন রয়েছে তা নির্ধারণ করতে হবে । এই নির্ধারিত অক্ষরটি নিয়ে ২নং অংশে কোন কলামে আছে তা নির্ধারণ করতে হবে । এবার ৩নং থেকে কাংখিত সালের প্রথম দুটি অংক নির্বাচন করে সেই সালের সারি ও ২নং এ নির্ধারত কলাম যেখানে ছেদ করেছে সেখানে একটি অক্ষর বা চিহ্ন পাওয়া যাবে । এই অক্ষরটি ৪নং এ কোন কলামে আছে তার অবস্থান নির্ধারণ করতে হবে । ৫নং থেকে কাংখিত মাসটি নিরবাচন করে তার সারি ও ৪নং এর নির্ধারিত কলাম যেখানে ছেদ করেছে সেখানে আরেকটি অক্ষর পাওয়া যাবে । এই অক্ষরটি নিয়ে ৬নং থেকে তার অবস্থান নির্ধারণ করতে হবে । এই নির্ধারিত অক্ষরের কলামটিই হবে কাংখিত সালের ও কাংখিত মাসের বার সমূহ । এবার ৭নং থেকে তারিখ নির্ধারণ করে ৬নং এর নির্ধারিত কলাম বার থেকে সঠিক বার বা দিনের নামটি পাওয়া যাবে ।

যদি কোনো সাল ৪০০ দ্বারা বিভাজ্য না হয় অর্থাৎ ৪০০ অপেক্ষা ছোট হয় তবে সেই সালের মান ১নং অংশ থেকে যে দুটি সংখ্যার মধ্যে অবস্থান করছে তা নির্ধারণ করে তার ডান পার্শ্বে যে অক্ষর বা চিহ্ন রয়েছে তা নির্ধারণ করে নিতে হবে এবং উপরে উল্লেখিত পরবর্তী ধাপ সমূহ অনুসরণ করে তারিখ ও বার বের করতে হবে ।

উদাহরণঃ- () ধরা যাক ২০১৫ সালের জানুয়ারি মাসের ১ তারিখ কি বার হবে তা বের করবো । এখন ২০১৫ কে ৪০০ দ্বারা ভাগ করলে ভাগশেষ পাওয়া যাবে ১৫, ক্যালেন্ডারের ১নং অংশে ১৫ রয়েছে ০০১-১০০ এর মধ্যে এবং তার জন্য পাওয়া গেল C1 অক্ষরটি । এবার ২নং থেকে C1এর কলাম ও ৩নং থেকে ২০১৫ সালের প্রথম দুটি অংক ১৫ এর সারি নিয়ে পাওয়া গেল ' f ' অক্ষরটি । এবার ৪নং এ ' f ' এর কলাম ও ৫নং থেকে জানুয়ারি মাসের সারি থেকে পাওয়া গেল 'U ' অক্ষরটি । এবার ৬নং থেকে 'U ' এর কলাম ও ৭নং থেকে ' ' তারিখের সারি নিয়ে পাওয়া গেল বৃহস্পতিবার । সুতরাং ২০১৫ সালের ১লা জানুয়ারি হবে বৃহস্পতিবার ।

উদাহরণঃ- ()এবার ২১০০ সালের ১লা জানুয়ারি কি বার হয় দেখা যাক । ২১০০ কে ৪০০ দ্বারা ভাগ করলে ভাগশেষ পাওয়া যাবে ১০০ । ১নং থেকে ১০০ এর জন্য পাওয়া যাবে C1২নং এ C1এর কলাম ৩নং এ ২১০০ সালের '০০' এর সারি থেকে পাওয়া গেল n/g দুইটি অক্ষর । এখন প্রশ্ন হলো অক্ষর দুটি মধ্যে কোন অক্ষরটি গ্রহন করবো ? আগেই বলা হয়েছে লীপ ইয়ার সালের জন্য ( h, i, j, k, l, m n) কিছু নির্দিষ্ট অক্ষর ও লীপ ইয়ার নয় এমন সালের জন্য ( a, b, c, d, e, f g) কিছু নির্দিষ্ট অক্ষর ব্যবহার করা হয়েছে । যেহেতু ২১০০ সাল লীপ ইয়ার নয় তাই n/g অক্ষর দুটি থেকে ' g 'অক্ষরটি গ্রহন করতে হবে । ৪নং এ এই ' g ' এর কলাম ও ৫নং এ জানুয়ারি মাসের সারি থেকে পাওয়া গেল E2অক্ষরটি । ৬নং এ E2এর কলাম ও ৭নং এ ১ তারিখ থেকে পাওয়া গেল শুক্রবার । সুতরাং ২১০০ সালের ১লা জানুয়ারি শুক্রবার ।

উদাহরণঃ- ()এবার দেখা যাক ২১১৬ সালের ১লা জানুয়ারি কি বার হয় । পূর্ববত ধাপসমূহ অনুসরণ করা হলে ২নং এ পাওয়া যাবে C2 এর কলাম এবং ৩নং এ '১৬ এর সারি থেকে l/e অক্ষর দুইটি । ২১১৬ একট লীপ ইয়ার সন । তাই 'l ' অক্ষরটি গ্রহন করে ৪নং এ 'l 'এর কলাম ও ৫নং এ জানুয়ারি মাসের [January (31) in Leap-year]সারি থেকে পাওয়া গেল Qঅক্ষরটি । ৬নং থেকে Qএর কলাম ও ৭নং থেকে ১ তারিখ নিয়ে পাওয়া গেল বুধবার । সুতরাং ২১১৬ সালের ১লা জানুয়ারি বুধবার ।

পরিশেষঃ-- তারিখ বের করার উল্লেখিত পদ্ধতি ও উদাহরণ সমূহের পরেও যদি কারো কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় কিংবা কোনো প্রশ্ন থাকে কিংবা ক্যালেন্ডারের কোথাও কোনো ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে আমাকে সদয় জ্ঞাত করালে সমাধানের প্রচেষ্টা করতে পারবো । ধন্যবাদ সবাইকে ।

Level 2

আমি সাদেক আহাম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ ।

বাংলায় টিউন করলে হয়তো বুঝতে পারতাম! করেছেন তো হিব্রু ভাষাতে!!!! :~ 🙁

@ইশতিয়াক আহমেদ, আপনাকেও অসংখ্য ধন্যবাদ । @শাহরিয়ার সামাদ, আপনি ঠিক কি বুঝাতে চেয়েছেন বুঝতে পারিনি । যদি আমার লেখা বাংলা আপনার পড়তে বা বুঝতে অসুবিধা হয় তাহলে ধরে নেবো আপনি যে ডিভাইসটি ব্যবহার করছেন তাতে বাংলা ফন্ট দেখার সমস্যা রয়েছে । সেটা ঠিক না করলে আপনার অসুবিধা থেকেই যাবে । তারপরে ও আমি আপনাকে আমার ফেসবুক লিংক দিচ্ছি সেখানে গিয়ে ও দেখতে পারেন । সেখানেও যদি আপনার একই সমস্যা হয় তাহলে আর সমাধান আমার জানা নেই । তা ছাড়া ফেসবুকের তুলনায় টিটিতে আমার ব্যবহৃত ফন্টগুলো সঠিক ভাবে এসেছে যেখানে ফেসবুকে অনিচ্ছাকৃত ভাবে কিছুটা পরিবর্তন হয়ে গেছে ।ধন্যবাদ ।

আমার ফেসবুক লিংক:- https://www.facebook.com/sadeque.ahammed

AWESOME tune .thanks .

প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ @নীলোৎপল বেদী