এবার আপনার বেঁধে দেওয়া সময় এর ঠিক Time এ বন্ধ হবে আপনার পিসি!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

আমরা অনেকেই অনেক রকম টিপস খাটিয়ে অটোমেটিক পিসি বন্ধ করার নিয়ম শিখেছি কিন্তু আজ আমি আপনাদের যে সফট দিব তা কিন্তু কম না আগের টিপস থেকে আমার কাছে ভাল লেগেছে আপনার ভাল না লেগে যাবে কই আশা করি ভাল লাগবে।

আমরা সবাই কম বেশি নেট থেকে বড় ফাইল, মুভি , অপারেটিং সিস্টেম ডাউনলোড দেই। এসব এর সাইজ বড় বলে অনেক সময় লাগে। যার ফলে পিসি কে অনেক সময় ৪,৫ ঘন্টা চালু রাখতে হয়।
অনেকে আবার রাতে ভাল স্পীড এর কারনে রাতে ডাউনলোড দেন। যার ফলে পিসি সারারাত খোলা থাকে। পিসি হয়তবা নষ্ট হবেনা কিন্তু পিসি এর বাস স্পীড কমে যায়। কিন্তু একটু বুদ্ধি খাটালেই আপনার পিসি নিজে নিজে বন্ধ হবে। তাহলে আসুন নিয়মটা শিখে নেই ।
ধরুন আপনি একটা কিছু ডাউনলোড দিলেন। দেখলেন শেষ হতে 3 ঘন্টা লাগবে। এখন আপনি ততক্ষণ থাকতে পাবেন না বা ঘুমিয়ে পরবেন। তখন আপনাকে যা করতে হবে তা হল।

প্রথমে এখান থেকে সফট টি ডাউনলোড করে নিন আপনার পিসির জন্য। তারপর চালু করুন।

এবার Hours এর ঘরেঃ আপনি আপনার কাঙ্খিত ঘন্টা হিসাব করে বসান, তারপর Minutes, Seconds দিয়ে Start বাটনে ক্লিক করুন।

এবার আপনি ঘুমিয়ে পড়ুন কোন সমস্যা নাই পিসি আপনার বেঁধে দেওয়া টাইম অনুযায়ী অটোমেটিক বন্ধ হয়ে যাবে।

আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks for the soft. PC automatically specific time e start hower kono soft ase ki? Thakle nam or link ta diben please.

Level 2

Type in cmd, and Enter:
If you like to shutdown in 120 sec then
type “shutdown -s -t 120”
That will tell Windows to wait 120secs before shutting down

Level 2

ধন্যবাদ। এইরকম একটা সফটওয়্যার দরকার ছিল।

খুব ভালো টিউন করেছেন হোছাইন ভাই।
তবে এরকম না করে যদি এরকম হতো যে ডাউনলোড শেষ হলে কম্পিউটার বন্ধ হবে তাহলে ভালো লাগতো।
কারন ডাউনলোড ঠিক কখন শেষ হবে সেটা আগে থেকেই সব সময় অনুমান করা যায় না।

খুব ভালো ধন্যবাদ।

ভাই আপনার সব গুলো টিউন আমার ভালো লেগেছে

সুন্দন একটি Software ধন্যবাদ ভাই