Video এডিট এবং Corrupted মেমোরি ফরম্যাট দেওয়ার সফট নিয়ে নিন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম Video এডিট এবং Currupted মেমোরি ফরম্যাট কাজের দুটি সফট, আর বেশি বিস্তারিত বলব না কারন নামে বুঝা যাচ্ছে এগুলোর কাজ কি তবু ও না বুঝলে টিউমেন্ট জানাবেন।

১। VideoPad Video Editor:ভিডি ও এর কাজ করতে পারবেন , ভিডি ও থেকে নির্দিষ্ট অংশ কেটে রাখতে পারবেন আরো অনেক কিছু করা যাবে। ডাউনলোড 


২। Memory Card Farmat System: কিছু মেমোরী আছে Corrupted যা আপনি ফরম্যাট দিতে সমস্যা হয়, এই সফট দিয়ে আপনি অতি সহজে মেমোরি ফরম্যাট দিতে পারবেন। ডাউনলোড 

ভাল লাগলে টিউমেন্ট করবেন.

আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার সফ্ট গোলার মান তেমন ভালো থাকে না 2-4 দিন আগে ও একটা টিউন করেছিলেন video editing সফ্ট এর ঐটা তেমন ভালো না

Very Old

বাজারে বেশীরভাগ মেমরী কার্ডই নকল। আমার কাছে “KALAM” এর স্টিকার দেয়া একটা ৮ জিবির মেমরী কার্ড ছিল, ৮ মাসের মাথায় সেটা নষ্ট হয়ে গেলো। এখন কোন পিসি/সেটেই মেমরী কার্ড পায়্না, এমনকি মেমরী কার্ড করাপ্ট হয়ে গেছে এই ম্যাসেজও দেয়্না। জালিমগুলা হারাম ব্যাবসা করতেছে।