এবার খুব সহজে আপনার পিসি/ ডেস্কটপে আপনি নিজে বানিয়ে নিন লক বাটন। আর সুরক্ষিত রাখুন আপনার সাধের পিসিকে। জেনে রাখুন কাজে আসতে পারে।

আমাদের প্রয়োজনে-অপ্রয়োজনে অনেক সময়ই পিসি লক করার দরকার পরে। তবে আমরা এই লক করতে পারব সামান্য এক ক্লিকেই। হ্যা, আজ আমি দেখাব কিভাবে শর্টকার্ট বানিয়ে পিস লক করবেন।

১। ডেস্কটপের যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করে "New" থেকে "Shortcut" এ যান।

২।

এরপর উপরের চিত্রের মতো বক্সে "rundll32.exe user32.dll,LockWorkStation" লিখে Next চাপুন।

৩।

উপরের চিত্রের মতো বক্সে "Lock Computer" লিখে finish চাপুন।

ব্যাস, তৈরি হয়ে গেলো শর্টকাট। এখন থেকে ডেস্কটপে তৈরি হওয়া "Lock Computer" নামের শর্টকাট-টি তে ডাবল ক্লিক করলেই নিচের চিত্রের মতো লক হয়ে যাবে আপনার কম্পিউটার।

আর হ্যা, আগে থেকে উইন্ডোজ পাসওয়ার্ড দেয়া থাকলে এরকম পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড সেট করা
না থাকলে নরম্যালি লক হবে। আর পাসওয়ার্ড দিতে চাইলে Control Panel এর "User Accounts" এ গিয়ে
পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে পারেন।

আমার সাইটঃ http://www.trickround.com একবার ঘুরে আসবেন।

Level 0

আমি শরাফত আহমেদ অনন্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 86 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Win Key + L একসাথে চাপলে এর সহজে লক হয়ে যায় ।