YouTube এর লোকেশন ফিল্টার ফাঁকি দিন সহজেই

ইউটিউবে কিছু কিছু ভিডিওতে Region restriction সেট করা থাকে। যার কারণে আমরা অনেক সময় কাঙ্খিত ভিডিওটি দেখতে পাইনা, ইউটিউব তখন নীচের বিরক্তিকর ম্যাসেজটা দেয়ঃ

 

“The uploader has not made this video available in your country.”

 

এই সমস্যার স্থায়ী কোন সমাধান আমার চোখে পড়েনি। তবে আশার কথা হলো আপনি খুব সহজেই এই regional filter টাকে bypass করতে পারবেন, মানে ফাঁকি দিতে পারবেন।আজকের পোষ্টে এই বিষয়ে আলোচনা করা হবে।

 

১ম পদ্ধতিঃ Proxmate

আপনি যদি খুব ঘন ঘন এই regional filter এর ঝামেলায় পড়েন, তাহলে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে proximate. এটি অসাধারণ একটি ব্রাউজার এড-অন, যেটা আপনি ফায়ারফক্স ও গুগল ক্রোমে ব্যাবহার করতে পারবেন। এইটা খালি একবার ইন্সটল করে নিন আর কাম তামাম!! ইউটিউব আর চাইলেও আপনার সাথে regional filter এর ঝামেলা করতে পারবেনা। এইটা আপনার ব্রাউজারে ব্যাকগ্রাউন্ডে কাজ করে এবং অটোম্যাটিক regional filter যুক্ত ভিডিওগুলোকে আনব্লক করে, আপনাকে কিছুই করতে হবেনা। প্রক্সমেট ইউটিউবের পাশাপাশি Hulu, Pandora, MTV এবং আরো বেশ কিছু ভিডিও শেয়ারিং সাইটে ভিডিও আনব্লক করতে পারে। বিস্তারিত পাবেন ওদের ডাউনলোড পেইজে, http://proxmate.dave.cx/ ।

 

ডাউনলোডঃ

ফায়ারফক্সঃ এখানে ক্লিক করুন

ক্রোমঃ ডাউনলোড করুন এখানে ক্লিক করে অথবা এখানে ক্লিক করুন

যখন আপনার মনে হবে আপনার প্রক্সমেট ব্যাবহার করার প্রয়োজন নেই অথবা যদি মনে হয় প্রক্সমেট ইউজ করলে নরমাল ভিডিওগুলো স্লো হয়ে যাচ্ছে, তাহলে আপনি আপনার ব্রাউজারের টুলবার থেকে প্রক্সমেটের বাটনে ক্লিক করে এটাকে সুইচ অফ করে দিতে পারেন।

 

২য় পদ্ধতিঃ Unblock YouTube

আপনি যদি কোন এড-অন ইন্সটল না করতে চান, অথবা আপনি যদি হঠাৎ হঠাৎ এই রিজিওন ব্লকিং ঝামেলায় পড়েন, তাহলে আপনি Unblock YouTube ব্যাবহার করতে পারেন। আপনি জাস্ট নিচের ছবির মতে করে খালি বক্সে আপনার ইউটিউব ভিডিওর URLটা পেস্ট করে, “GO” বাটনে প্রেস করবেন।

 

http://www.arifrahman.tk/

Unblock Youtube-01

 

ব্যাস পরবর্তী পেইজে আপনাকে ভিডিও কোয়ালিটি, প্লেয়ার টাইপ - এগুলো সিলেক্ট করার অপশন দেওয়া হবে। আপনি চাইলে প্লেয়ার টাইপ হিসেবে ফ্ল্যাশ প্লেয়ার অথবা HTML5 সিলেক্ট করতে পারবেন।HTML5 ব্যাবহার করলে আপনি seek করার সুবিধা পাবেন।চিত্র দেখুনঃ

 

http://www.arifrahman.tk/

Unblock Youtube-02

 

এরকম আরো কিছু ভালো ইউটিউব আনব্লকারঃ

http://hola.org/ - এদের ওয়েবসাইট দিয়েও ভিডিও আনব্লক করতে পারেন, আবার এদের ফায়ারফক্স ও গুগল ক্রোমের জন্য এক্সটেনশনও আছে, লিঙ্ক ওদের হোমপেইজেই দেয়া আছে।

ZenMate for Chrome: এটি গুগল ক্রোমের জন্য একটি এক্সটেনশন, কার্যপদ্ধতি অনেকটাই ProxMate এর মতোই। এক্সটেনশন ডাউনলোড করুন এখান থেকে

 

এন্ড্রোয়েডের জন্যঃ

উপরের পদ্ধতিগুলো শুধুমাত্র পিসির জন্য। আপনার এন্ড্রোয়েডে ফোনে যদি আপনি আনব্লক করতে চান তাহলে আপনি ভালো কোন VPN অ্যাপ ব্যাবহার করতে পারেন। তবে এক্ষেত্রে নেটিভ ইউটিউব অ্যাপটা বাদে অন্য কোন ব্রাউজার ব্যাবহার করতে হবে, যেমনঃ UC Browser, Dolphin ইত্যাদি। এক্ষেত্রে আমি সাজেস্ট করবোঃ HotSpot Shield, DroidVPN ইত্যাদি, গুগল প্লে স্টোরে সার্চ করলেই পেয়ে যাবেন।

 

এতো গেলো রিজিওনাল ফিল্টার বাইপাস করার পদ্ধতি। আপনার যদি অনলাইনে ইউটিউব ও ফেসবুক ভিডিও ডাউনলোড করার সাইট দরকার পড়ে, তাহলে এই পোস্টটি দেখতে পারেন।

পোস্টটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছে আমার ব্লগেআমার ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাই।

কোন প্রশ্ন থাকলে মন্তব্য করুন। ধন্যবাদ সবাইকে।।  :mrgreen:

Level 0

আমি ধূপ ছায়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 802 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শুভেচ্ছা! আমি আরিফ, একজন শখের ব্লগার।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks